The kamal জানা-অজানা তথ্যের সমাহার। ইতিহাস, ঐতিহ্য, সাম্প্রতিক জানতে চলে আসুন আমাদের পেজে। i am the kamal (update bangla).

i describe about important history, place, organigations video documentary, short documentary etc.

উৎসাহ পেলে এরকম আরো ছবি আর্ট করে দেখাবো😂😂
20/09/2025

উৎসাহ পেলে এরকম আরো ছবি আর্ট করে দেখাবো😂😂

যে কারণে পরকিয়া করবেন😂😂😂আবেগীয় স্বস্তি পাওয়া – দাম্পত্য সম্পর্কে যদি একঘেয়েমি, অবহেলা বা আবেগের অভাব থাকে, তখন অন্য কার...
11/09/2025

যে কারণে পরকিয়া করবেন😂😂😂

আবেগীয় স্বস্তি পাওয়া – দাম্পত্য সম্পর্কে যদি একঘেয়েমি, অবহেলা বা আবেগের অভাব থাকে, তখন অন্য কারও সঙ্গে সম্পর্ক গড়ে কিছু মানুষ মানসিক শান্তি বা যত্ন পাওয়ার দাবি করে।

আত্মবিশ্বাস বৃদ্ধি – নতুন সম্পর্ক থেকে প্রশংসা, আকর্ষণ ও গ্রহণযোগ্যতা পাওয়া অনেকের আত্মবিশ্বাস ও আত্মসম্মান বাড়ায়।

শারীরিক আনন্দ – যৌন জীবনে অসন্তুষ্ট হলে অনেকে শারীরিক চাহিদা মেটাতে গিয়ে সাময়িক আনন্দ ও সন্তুষ্টি পেয়ে থাকে।

নতুন অভিজ্ঞতা – একঘেয়ে বিবাহিত জীবনের বাইরে ভিন্ন ধরনের অভিজ্ঞতা ও রোমাঞ্চ অনেককে সাময়িকভাবে জীবন্ত ও উদ্দীপ্ত বোধ করায়।

নিজেকে পুনরাবিষ্কার – নতুন সম্পর্কের মাধ্যমে কেউ কেউ মনে করে তারা আসলে কী চায়, কী ভালোবাসে বা কীতে সুখী হয় সেটা বুঝতে পারে।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ— পোস্টটি শুধুমাত্র পুরুষদের জন্য:ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তার নাম— 'পম্পেই ম্যাস্টারবেটর'। রোমান স...
11/09/2025

সংবিধিবদ্ধ সতর্কীকরণ— পোস্টটি শুধুমাত্র পুরুষদের জন্য:
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তার নাম— 'পম্পেই ম্যাস্টারবেটর'। রোমান সাম্রাজ্যের পম্পেই নগরীতে, ৭৯ খৃষ্টাব্দে এভাবেই মনের সুখে ম্যাস্টারবেট করছিলেন তিনি; ওসময় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হচ্ছিলো, সুখী মহাজনের সে-খবর ছিল না। সেই অগ্ন্যুৎপাতের লাভা, তাকে তার সুখে ব্যাঘাত না-ঘটিয়েই, অই অবস্থাতেই অঙ্গার বানিয়ে রাখে। বহু শতাব্দী পরে, সেই সুখানুভূতিতে টইটম্বুর অবস্থায়ই, মৃত্তিকা তলদেশ থেকে আবিষ্কৃত হলেন সুপুরুষটি।
হে পুরুষ, আপনি যা করতে পছন্দ করেন, নিশ্চিন্তে করতে থাকুন। বলা যায় না, বহু শতক পরে আপনিও হয়তো বিখ্যাত কোনো মহাজন হয়ে আবির্ভূত হতে পারেন মাটির তলা থেকে— 'ম্যাস্টারবেটর', কিম্বা 'অন্যের-পোঁদে-কাঠিদেতর', কিম্বা 'পরকীয়াতর'।
ধন্যবাদ লাগবে না।

এটাও সম্ভব?
09/09/2025

এটাও সম্ভব?

08/09/2025

পড়ার আমন্ত্রণ রইলো!! 🤣🤣 এই পৃথিবীতে ১২ প্রকার স্বামী আছে। যথাঃ

১।সাধারণ স্বামী (Ordinary Husband): এরা খুবই গতানুগতিক, আর দশটা স্বামীর মতোই সাধারণ, নীরবে সব সয়ে যায়। এরা জেনেই গেছে,পুরুষ হয়ে জন্মেছি এটুকু জ্বালা সহ্য করতেই হবে!
তাই প্রতিবাদের ঝুঁকি নেয় না।
২।তপ্ত স্বামী (Heated Husband): এরা সবসময় সাপের মতো ফোঁস ফোঁস আর আগ্নেয়গিরির মতো টগবগ করে!
এদের মেজাজ সবসময় সপ্তমে চড়ে থাকে। এরা আধিপত্যশীল, পান থেকে চুন খসলে স্ত্রীর ওপর রেগে আগুন! মধ্যরাত ছাড়া বাড়িতে তাদের খুব একটা দেখা যায় না।
এদের গতি প্রকৃতি কালবৈশাখীর মতো মতো প্রলয়ংকারী। বাড়ির লোকজন এদের ভয়ে সর্বদা তটস্থ থাকে।
৩।ক্রীতদাস স্বামী (Slave Husband): শ্বশুর বাড়িতে লজিং থাকা,শ্বশুরের টাকায় লেখাপড়া করা,ছাত্রীর সাথে প্রেম কিংবা
“বিবাহের বিনিময়ে চাকুরি”
কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতা ও স্বামী সত্তার অপমৃত্যু ঘটে।
এরপর আর কোনভাবেই এরা হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে না।
৪।ব্যাচেলর স্বামী (Bachelor Husband): এরা কেতাদুরস্ত,মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে,নিজেকে ব্যাচেলর বলতে ভালোবাসে।
বয়স যতই হোক না কেন,কেউ ব্যাচেলর বললে খুশী হয়।
স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয়।
দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস নয়।
এদের অনেক বান্ধবীও থাকে।
৫।চামড়ামোটা স্বামী (Fat Skinned Husband): নানান কথার বাণে বিদ্ধ হয়ে এদের চামড়া গণ্ডারের মতো পুরু হয়ে যায়।
“তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ পেয়েছ,আর কেউ হলে সেই কবেই ফেলে চলে যেত”
জাতীয় বাক্যবাণ এদের চামড়া ভেদ করতে পারে না।
৬।তেজপাতা স্বামী (Dry Husband): এরা খুব মুডি,কৃপণ,আত্মকেন্দ্রিক। স্ত্রীর ভালোলাগা,ইচ্ছা, অনিচ্ছা ও আগ্রহ অনাগ্রহ এদেরকে মোটেই বিচলিত করে না।
এদের কোনো রসবোধও নেই।
বউ নিয়ে বেড়ানো, রেস্টুরেন্টে খেতে যাওয়া,শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব কঠিন একটা কাজ। "বাচ্চা উৎপাদনের জন্য বিয়ে করা প্রয়োজন তাই বিয়ে করেছি"
এদের মনোভাব এরকম।
৭।নিপীড়িত স্বামী (Oppressed Husband): এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা মনে করে।
নির্যাতিত হতে হতে এরা ঢোঁড়া সাপ হয়ে যায়, উপরওয়ালার কাছে বিচার চাওয়ার সাহসও পায় না।
তবে পত্রিকায় কারও বউ মরার সংবাদ খুব মন দিয়ে পড়ে, তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের মতো চুপচাপ বসে থাকে!
৮।দাবাড়ু স্বামী (Grand Master Husband): এরা স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসাবে ব্যবহার করে,স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয়।
এরা খুব চালাক,স্ত্রীর দুর্বলতাগুলি খুব ভালোভাবে জানে,স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতেও পারে।
৯।পরজীবী স্বামী (Parasite Husband): এরা অলস,শুধুমাত্র অর্থের জন্য স্ত্রীকে ভালোবাসে।
বউয়ের রোজগারের টাকায় চলে,ফুটানি করে, কেউ কেউ বিভিন্ন নেশার পেছনে বউয়ের টাকা খরচ করে।
সংসারের কাজে স্ত্রীকে মোটেও সাহায্য করে না। এদের একটি প্রজাতি
“ঘর জামাই বা গৃহপালিত স্বামী”
নামেও পরিচিত।
১০।অপরিপক্ব স্বামী (Immatured Husband): এরা কাণ্ডজ্ঞানহীন ও শিশুসুলভ।
তারা তাদের মা, বোন বা কোনো বিশেষ আত্মীয়র কাছে জিজ্ঞাসা না করে নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারে না।
অবশ্য হঠাৎ ভুল করে ফেললে পরিস্থিতি সামাল দিতে এরা দ্রুত বউয়ের কাছে ছুটে যায়!
১১।অতিথি স্বামী (Guest Husband): এরা সব সময় বাড়িতে থাকে না,মাঝে মাঝে ভিজিটরের মতো আসে।
যে কদিন ঘরে থাকে বউকে প্রচণ্ড ভালোবাসে।
পরিবারের বাজার ঘাট বা দরকারি জিনিসপত্র কিনে দিয়ে বউকে একা রেখে বিদায় নেয়।
যেমনঃ দূরে পোস্টিং পাওয়া চাকরিজীবী বা প্রবাসী স্বামী।
এদের বউদের একটি উল্লেখযোগ্য অংশ পরকিয়ায় আসক্ত হয়।
১২।যত্নশীল স্বামী (Caring Husband): এরা যত্নশীল,প্রেমময়,স্ত্রীর সকল মানসিক চাহিদা পূরণ করে,পরিবারকে যথেষ্ট সময় দেয়।
এরা অত্যন্ত দায়িত্বশীল,স্ত্রীকে সবকিছুর অংশীদার বিবেচনা করে,যে কোনো বিপদ আপদে সাহায্যকারী হিসেবে স্ত্রীর পাশে থাকে।
তবে দুঃখের কথা হলো আমি আমার স্বামী কে কোনো গ্রুপে ফেলতে পারলাম না😔😔

এই সেই লতিফ সিদ্দিকি। যার জন্মই হয়েছে জেল আর রিমান্ড সহ্য করতে।
29/08/2025

এই সেই লতিফ সিদ্দিকি। যার জন্মই হয়েছে জেল আর রিমান্ড সহ্য করতে।

চাচাদের পথ ফাঁকা🤣🤣🤣🤣
12/05/2025

চাচাদের পথ ফাঁকা🤣🤣🤣🤣

এটা কি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম? কমেন্টে আসল ঘটনা আছে
12/05/2025

এটা কি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম? কমেন্টে আসল ঘটনা আছে

11/04/2025

এই গরমে এসির সাথে বউ ফ্রি😂😂 ゚ ゚

10/04/2025

পিপড়াদের মহাযুদ্ধ!

09/04/2025

ছেলের বউয়ের দিকে বুড়ার কু-নজর😂

08/04/2025

ম্যাডামকে নিয়ে বুড়োর লটর-পটর😂😂

Adresse

Khagbari
Democratic Republic Of The
8110

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque The kamal publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à The kamal:

Partager