MR tv

MR tv follow me

25/10/2024
আমাদের শ্রদ্ধেয় বড় ভাই  উনি বাংলাদেশ থেকে সৌদি আরব ওমড়া হজ করতে এসেছেন  মহান আল্লাহুতালা যেন উনার ওমড়া হজ কবুল করেন   ...
24/10/2024

আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উনি বাংলাদেশ থেকে সৌদি আরব ওমড়া হজ করতে এসেছেন মহান আল্লাহুতালা যেন উনার ওমড়া হজ কবুল করেন আমিন

15/10/2024

আরাফাত ময়দান

মদিনা
05/10/2024

মদিনা

ওমড়া হজ  শেষ করে মদিনার উদ্দেশ্যেই রওনা দিলাম  দোয়া করবেন সবাই
04/10/2024

ওমড়া হজ শেষ করে মদিনার উদ্দেশ্যেই রওনা দিলাম দোয়া করবেন সবাই

প্রবাস জীবন সবার জন্যই সুখের হয় না। কিছু কিছু মানুষ আছে যারা প্রবাসে অনেক কষ্টের কাজ করে এবং পরিবারের কাউকে জানতে দেয় ...
21/09/2024

প্রবাস জীবন সবার জন্যই সুখের হয় না। কিছু কিছু মানুষ আছে যারা প্রবাসে অনেক কষ্টের কাজ করে এবং পরিবারের কাউকে জানতে দেয় না বা বুঝতে দেয় না। তবু পরিবারের সবার দিকে তাকিয়ে প্রবাসে কাজ করতে হয়।

সুখের ভাগি বিশ্ববাসী দুঃখের ভাগি 😭মা🙏🙏
15/09/2024

সুখের ভাগি বিশ্ববাসী দুঃখের ভাগি 😭মা🙏🙏

মানুষ কখনো মানুষকে ভুলতে পারে না
02/09/2024

মানুষ কখনো মানুষকে ভুলতে পারে না

31/07/2024

পরিবারের জন্য যদি নিজের দুইটি কিডনি বিক্রি করে দিই তারপরও পরিবার বলবে তোমার কাছে আরও কিডনি আছে 😭 এ কেমন জীবন গঠনও করিলাম মরিলে ওকে বলবে আলহামদুলিল্লাহ এটাই প্রবাসীদের জীবন 🙏প্রবাসীদের জীবন এমনই হয় মোমবাতির মত 🕯️🕯️অন্যকে আলো দিতে যে নিজেই গলে যেতে হয় 😭😭😭😭

প্রায় ছয়শ কোটি মানুষের বাস এই পৃথিবীতে। প্রতিটি মানুষের আছে আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য। কেউ নিঃস্বার্থ, ত্যাগী। আবা...
30/07/2024

প্রায় ছয়শ কোটি মানুষের বাস এই পৃথিবীতে। প্রতিটি মানুষের আছে আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য। কেউ নিঃস্বার্থ, ত্যাগী। আবার কেউ কেউ নিজের ভালো ছাড়া কিছুই বোঝে না। একমাত্র মহামানব ছাড়া আমরা সবাই কম বেশী স্বার্থপর। কেউ নিজের স্বার্থ দেখি অন্যের ক্ষতি না করে আবার কেউ নিজের স্বার্থে অন্যের বারোটা বাজাতেও দ্বিধা বোধ করিনা। এছাড়াও আর এক ধরণের স্বার্থপর আছেন, যাঁরা নিজের কিছু কষ্ট হবে জেনেও কোনো কোনো কাজ করা থেকে বিরত থাকেন পাছে অন্যেরা উপকৃত হয়। এঁদের আদর্শ হচ্ছে হোক না আমার সামান্য ক্ষতি কিন্তু আমিতো অন্যের বৃহৎ স্বার্থকে নস্যাৎ করতে পেরেছি!

সেই রকম একজন স্বার্থপরের ঘটনা বলি। আমরা দু'একটি দেশের জনা ছয়েক লোক একসাথে থাকি এই পরবাসে। আমাদের বাসাটি একটি ডুপ্লেক্স ভবন যাতে বৈঠক খানা, রসুই ঘর বাদেও গোটা সাতেক শোবার ঘর রয়েছে। বেশ বড় বাড়ি। এটার রক্ষনাবেক্ষন নিজেদেরই করতে হয়। এখানে বাঁধা কিংবা ঠিকে বুয়ার চল নেই। আমরা যে যার মতো, সময় মতো ঘরদোর পরিষ্কার রাখি। আমরা মানে বাকি পাঁচ জন, ওই স্বার্থপর ব্যক্তিটি ছাড়া। ধরে নেই এই বুদ্ধিমান লোকটির নাম জনাব `ক'। উনিও কাজ করেন, কিন্তু কিভাবে? নিচের বর্ণনায় তা চিত্রিত হবে।

আমাদের রান্নাঘরটি বেশ বড়। দুই অংশে বিভক্ত এই রান্না ঘরে দুটি উন্নত চুলা আছে। একপাশের চুলা আমরা তিন জন ব্যবহার করি অন্যটি বাকি তিন জন। আমরা যখন রান্নাঘর পরিষ্কার করি তখন ঘরের দুটি অংশই করি কিন্তু জনাব ক যেদিন করেন (কালে ভদ্রে যদি করেন) তিনি শুধু একটি অংশের মেঝে পরিষ্কার করেই ক্ষান্ত হন। আমাদের একজন উনাকে জিজ্ঞেস করেছিলেন ভাইজান পরিষ্কার যখন করলেনই তা এপাশটা করলেন না কেন? উনার উত্তরের বাংলা করলে যা দাঁড়ায় তা হচ্ছে `আমি তো ওই টাইলস গুলায় পারাই না'। জনাব ক বেশ হিসেবি মানুষ। উনি যখন পেয়াঁজ কাটেন তখন কাটিং বোর্ডের একটি কোনা ব্যবহার করেন মাত্র এবং কাজ শেষে বোর্ডের সেই অংশটিই পরিষ্কার করেন যেটুকু উনি ব্যবহার করেছেন। বিশ্বাস হচ্ছে না ? ছবির কাটিং বোর্ডটি তার প্রমাণ। শুধু তাই না যে প্লেটে উনি তরকারি রাখেন সেই প্লেটটির শুধুমাত্র ব্যবহৃত অংশটুকুই পরিষ্কার করেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when MR tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MR tv:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share