11/08/2024                                                                            
                                    
                                                                            
                                            গতকাল রাতে ঢাকা থেকে গাজীপুর আসার সময় কিছু ছাত্র আমাদের গাড়িকে থামিয়ে কাগজ দেখতে চায়!
এরা ২/৩ মিনিট সময় লাগিয়ে পুরো কাগজ গুলো পড়ে দেখে!। কাগজ ঠিক ঠাক থাকায় যাবার জন্য ছেড়ে দেয় এবং শেষে বলে - সরি আংকেল! 
এদের মধ্যে এতটুকু বোধ আছে যে একটু সময় লাগিয়েছে তাই সরি বলতে হবে! 
দুইদিন না যেতেই ছাত্রদের ট্রাফিক কন্ট্রোল নিয়ে বিরক্ত হয়ে পোস্ট দিচ্ছেন অনেকেই!
যাদের কাজের এত সমালোচনা তাদের কি এখানে কাজ করার কথা?! এদের কারো কি ট্রাফিক ট্রেনিং ট্রেনিং আছে?! এরা রাস্তায় নেমেছে শুধুমাত্র আমাদেরকে সাহায্য করার জন্য! কারন রাস্তায় ট্রাফিক পুলিশ নেই! এদের এই কাজ করার জন্য কোন দায় নেই!
এক ঘন্টা রোদে দাড়িয়ে থেকে দেখেন কেমন লাগে! এরা  বিনা পারিশ্রমিকে রোদ কি বৃষ্টি কি দিন রাত কাজ করে যাচ্ছে!  আর আপনি এসি গাড়িতে বসে এদের সমালোচনা করে যাচ্ছেন! 
আর এমন না যে ট্রাফিক পুলিশ থাকা অবস্থায় আমরা রকেটের গতিতে বাসায় চলে আসতাম! জ্যামের শহর ঢাকা ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনের সময়ই কিন্তু হয়!
ঘুষের কথা বাদ রাখলাম!
ভাই এরা ছোট ছোট স্টুডেন্ট!  এদের ভুল হবে স্বাভাবিক!  পারলে আপনি নিজে তাদের জায়গায় দাড়িয়ে শিখিয়ে দেন কিভাবে করতে হবে! গাইড করেন! 
ট্রাফিক পুলিশ নিজ দায়িত্বে না আসা পর্যন্ত এদেরকে মনোবল ধরে রাখতে সাহায্য করতে না পারলেও নেগেটিভিটি ছড়াবেন না প্লিজ!
©Amar Bangla