Dainik Crime

Dainik Crime Assalamu alaikum Everyone Welcome To Dainik Crime OfficiaL page ❤️✨

25/08/2025

ফজু ভাইয়ের ভয় নেই " রাজপথ ছাড়ি নাই।

24/08/2025

Real 🗿

-Fake Gaming

24/07/2025

সবার অঙ্ক মেলে, ছাত্রদলের অঙ্ক মেলে না!

21/07/2025

পাইলট তৌকিরের সঙ্গে শেষ ১৩ মিনিট কি ঘটেছিলো জানেন?তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য।

কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বি/ধ্ব/স্ত হয়।

রাত ১.৩৯। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। কুমিল্লায় আমার বোনের ধর্ষকদের বিচার চাই‼️ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংল...
28/06/2025

রাত ১.৩৯। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। কুমিল্লায় আমার বোনের ধর্ষকদের বিচার চাই‼️

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলায় বিচারহীনতার যে ভয়াবহ সংস্কৃতি বহমান, তাঁর শিকল ভেঙে বিচার নিশ্চিত করতে হবে।

25/06/2025

খুব অসুস্থ ছিলো দেড় বছরের অধিক সময়। ব্রেনের পানি জমা হয়েছিলো। ব্রেনে টিবি হয়েছিলো!

ব্রেনে ২ বার সার্জারী করা হয়েছে। আরো নানা রকম জটিলতা। এখনো টুকটাক আছে। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে ভালো রাখে, আমাদের সামনে হাসি খুশি রাখে।

ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্রে হা'ম'লায় নতুন ধরনের ক্ষে'পণা'স্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এই হা'ম'লায় এমন ক্ষে'পণা'...
17/06/2025

ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্রে হা'ম'লায় নতুন ধরনের ক্ষে'পণা'স্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এই হা'ম'লায় এমন ক্ষে'পণা'স্ত্র ব্যবহার করা হয়েছে যা ‘শনাক্ত করা যায় না’। এই ক্ষে'পণা'স্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক বলেন, “আজকের হা'ম'লায় আমরা এমন ক্ষে'পণা'স্ত্র ব্যবহার করেছি যেগুলো ট্র্যাক বা প্রতিহত করা সম্ভব নয়।”

তিনি বলেন, এ হা'ম'লা ছিল ইসরায়েলিদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এ ধরনের আরও হা'ম'লা তারা ভবিষ্যতে দেখতে পাবে।

উপদেষ্টা : আসিফ মাহমুদ ভাইকে, কেউ মেনশন দিয়ে জিজ্ঞেস করেন এবার ঠিক আছে কিনা!
16/06/2025

উপদেষ্টা : আসিফ মাহমুদ ভাইকে, কেউ মেনশন দিয়ে জিজ্ঞেস করেন এবার ঠিক আছে কিনা!

16/06/2025

হামলার ক্ষয়ক্ষতি না দেখাতে সাংবাদিকদের ইসরায়েলি পুলিশের হুঁশিয়ারি!!

15/06/2025

আবারো ইরানী মিসাইল হিট করেছে হাইফায়‼️

13/06/2025

ইরান থেকে ছোঁড়া ক্ষেপনাস্ত্র আঘাত হানছে ই'স'রা'য়ে'লের রাজধানী তেল আবিবে..!

ইরান জানিয়েছে তারা দেড় শতাধিক ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে। যদিও ই'স'রা'য়ে'ল বেশীরভাগ ক্ষেপনাস্ত্র তাদের অত্যাধুনিক আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ইন্টারসেপ্ট করে।

Address

Dhaka
Rajshahi Division

Telephone

+8801874333425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Crime posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share