হাফিজ জহিরুল ইসলাম রাহঃ স্মৃতি পাঠাগার

হাফিজ জহিরুল ইসলাম রাহঃ স্মৃতি পাঠাগার 🔴আসসালামু আলাইকুম
হাফিজ জহিরুল ইসলাম রাহঃ স্মৃতি পাঠাগার এর ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম🔴👈

আজ থেকে শুরু হলো বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ...
03/02/2025

আজ থেকে শুরু হলো বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।

বিশ্ব ইজতেমা ভরপুর সফলতা কামনা করি।
01/02/2025

বিশ্ব ইজতেমা ভরপুর সফলতা কামনা করি।

আগামী ২৬ শে ফেব্রুয়ারী ২০২৫ ইংরেজি রোজঃ বুধবার, অনুষ্টিত হতে যাচ্ছে, বাদেহরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, জয়...
28/01/2025

আগামী ২৬ শে ফেব্রুয়ারী ২০২৫ ইংরেজি রোজঃ বুধবার, অনুষ্টিত হতে যাচ্ছে, বাদেহরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, জয়শ্রী, ধর্মপাশা, সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত ২৫ বছর পুর্তি উপলক্ষে দস্তারবন্দী ইসলামী মহা সম্মেলন,।

★এতে আপনারা আমন্ত্রিত।

★উক্ত দস্তারবন্দী মহা সম্মেলন ভরপুর সফলতা কামনা করি।

★সফলতা কামনায়,
হাফিজ জহিরুল ইসলাম রাহঃ স্মৃতি পাঠাগার
বাদেহরিপুর, জয়শ্রী, ধর্মপাশা,সুনামগঞ্জ।

নতুন বছরের শুভেচ্ছা:*- *"২০২৫, নতুন শুরু, নতুন সুযোগ! নতুন বছরের প্রতিটা দিন হোক সুখ, শান্তি আর সফলতার পথচলা। 🎉✨"*- *"নত...
30/12/2024

নতুন বছরের শুভেচ্ছা:*
- *"২০২৫, নতুন শুরু, নতুন সুযোগ! নতুন বছরের প্রতিটা দিন হোক সুখ, শান্তি আর সফলতার পথচলা। 🎉✨"*
- *"নতুন বছর মানে নতুন আশা, নতুন সুযোগ আর নতুন শুরু। ২০২৫ তোমাকে স্বাগত জানাই! 🌟"*
- *"২০২৫ সালে নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন, আর নতুন সাহস নিয়ে এগিয়ে চলা।

হৃদয়ে বাংলাদেশ..আজকের এ মহান বিজয় দিবসে বিনয়াবনত চিত্তে শুকরিয়া জানাই আল্লাহর দরবারে এবং বিজয়ের কারিগর সকল শহীদের প্রতি ...
16/12/2024

হৃদয়ে বাংলাদেশ..

আজকের এ মহান বিজয় দিবসে বিনয়াবনত চিত্তে শুকরিয়া জানাই আল্লাহর দরবারে এবং বিজয়ের কারিগর সকল শহীদের প্রতি জানাই হৃদয় নিংড়ানো দোয়া, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।

“শহীদের রক্তে অর্জিত এ বিজয় যেন লুন্ঠিত না হয় কভু,
প্রিয় জন্মভূমি প্রিয় বাংলাদেশকে তুমি শান্তিময় করো প্রভু।”

22/11/2024

আমার ভালোবাসা আমার প্রেম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি।
صلى الله عليه وسلم

21/11/2024

বই পড়ার দশটি উপকারীতা,

যদি আপনি প্রতিদিন বই না পড়ে থাকেন তাহলে এই লেখাটি পড়ার পর থেকে আজই বই পড়া শুরু করে দিন। কারন, বই কেন পড়া উচিত সে বিষয়ে এখানে দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে যা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাই চলুন দেরী না করে বই পড়ার উপকারিতা গুলো জেনে নেওয়া যাক-

১. স্মার্ট হতে বই পড়ুন

প্রতিটি মানুষ অন্যের থেকে স্মার্ট এবং আকর্ষনীয় ব্যক্তিত্বের হতে চায়। আপনি আসলে দেখতে কেমন তাতেই স্মার্টনেস প্রকাশ পায় না, আপনার বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের উপর স্মার্টনেসর প্রকাশ পায়। বই পড়ার অভ্যাস আপনাকে সবসময় সমৃদ্ধ করছে বিভিন্ন বিষয়ের জ্ঞান দ্বারা। তাতে করে আপনি স্মার্ট হচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন অনেকের থেকে। আমরা সবাই জানি, জ্ঞানই একমাত্র সফলতার চাবিকাঠি। কারন জ্ঞান সফলতার পথকে প্রশস্ত করে। সুতরাং, বইপড়ার মাধ্যমে আপনি সবদিক থেকে স্মার্ট হতে পারবেন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।

২. জ্ঞানকে সমৃদ্ধিশালী করে

বিভিন্ন দেশের বিভিন্ন বই যখন আপনি পড়তে থাকবেন তখন আপনার জ্ঞান বৃদ্ধি হবে। এবং এই সমস্ত জ্ঞান আপনার জীবনে সর্বদা কাজে লাগবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক ভাবে চলার জন্য বই পড়ে জ্ঞান বৃদ্ধি করা একান্ত জরুরী। এই সকল জ্ঞান আপনার ক্যারিয়ারেও ভালো প্রভাব ফেলবে।

৩. একাগ্রতা বৃদ্ধি করে

বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে সবাই এখন ব্যস্ত হাতের মোবাইল নিয়ে। প্রতি ৫ মিনিট অন্তর দেখা যায় আপনি বিভিন্ন অ্যাপ এর নোটিফিকেশন চেক করায় ব্যস্থ হয়ে পড়ছেন। এমন কি কাজ করার সময়ও হয়তো আপনি ম্যাসেজের রিপ্লাই দিচ্ছেন। এতে করে আপনার কাজের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। অথচ আপনার যদি নিয়মিত বই পড়ার অভ্যাস থাকে, তাহলে আপনার নির্দিষ্ট কাজের একাগ্রতা বৃদ্ধি পাবে। এবং আপনি যেকোনো কাজে মনোযোগী এবং প্রোডাক্টিভ হতে পারবেন।

৪. শব্দ ভান্ডার বাড়ায়

বই পড়ার কারণে আমাদের মধ্যে নতুন নতুন শব্দ ভান্ডার এর সৃষ্টি হয়। কোন নির্দিষ্ট জায়গায় কথা বলার সময় এই সমস্ত শব্দ ভান্ডার গুলি আমাদের চরিত্রের বিকাশ ঘটায়। এই কারণেই বই পড়লে আমাদের একটি সুন্দর চরিত্রের সৃষ্টি হয়।

বাকী গুলো পরে দেওয়া হবে, ইনশাআল্লাহ

ভরপুর সফলতা কামনা করি।
21/11/2024

ভরপুর সফলতা কামনা করি।

Adresse

জগন্নাথপুর
Democratic Republic Of The

Téléphone

+8801304855358

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque হাফিজ জহিরুল ইসলাম রাহঃ স্মৃতি পাঠাগার publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à হাফিজ জহিরুল ইসলাম রাহঃ স্মৃতি পাঠাগার:

Partager