
13/05/2025
আলহামদুলিল্লাহ!
আলোর সন্ধানে ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সারেংগল গ্রামের মোঃ ফারুক হাওলাদার-এর চোখের চিকিৎসার জন্য সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অর্থ সহায়তা হাতে তুলে দিচ্ছেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ও ক্যাশিয়ার।
এই ক্ষুদ্র প্রয়াসটি মহান আল্লাহ রাব্বুল আলামিন-এর দরবারে কবুল হোক। তিনি যেন আমাদের ভবিষ্যতেও আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন—আমিন।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—
"সামর্থ্য অনুযায়ী ভালো কাজ চালিয়ে যাওয়াই প্রকৃত সফলতা।"
আলোর সন্ধানে ফাউন্ডেশন সবসময়ই মানুষের কল্যাণে নিবেদিত থাকার চেষ্টা করে যাচ্ছে—ইনশাআল্লাহ।
📌 আপনার সহযোগিতা ও দোয়া আমাদের প্রেরণা ও শক্তির উৎস।
#মানবতার_সেবাই_আমাদের_প্রতিশ্রুতি
#আলোর_সন্ধানে_ফাউন্ডেশন