
05/06/2025
ফ্রিল্যান্সিংয়ে ✨ কাজের অভাব বলে কিছু থাকবে না, যদি আপনার কিছু রেগুলার ক্লায়েন্ট থাকে। আমার নিজের কিছু ক্লায়েন্ট আছেন, যাদের একজন এখন পর্যন্ত ✅ ৩৭টি, আরেকজন ✅ ৪০টি এবং আরেকজন ✅ ৪২টি অর্ডার করেছেন!
এভাবে লং-টার্ম ক্লায়েন্ট তৈরি করা সম্ভব—শুধু কয়েকটি বিষয় ঠিকভাবে মেনে চললেই:
🔹 ক্লায়েন্টের চাহিদা ঠিকভাবে বোঝা
🔹 সময়মতো ⏰ এবং কোয়ালিটি সহকারে 🎯 কাজ ডেলিভারি
🔹 প্রফেশনাল ও আন্তরিক কমিউনিকেশন 🤝
💡 মনে রাখবেন, ক্লায়েন্টের সন্তুষ্টিই 💖 ভবিষ্যতের কাজের মূল চাবিকাঠি।
তাই যারা দীর্ঘমেয়াদে 🛤️ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান, তারা অবশ্যই গুরুত্ব দিন—সার্ভিস এবং সম্পর্ক-এ।