23/08/2025
🕙 রাত দশটা।
স্থান: রাজশাহী নগরভবনের সামনের চত্তর।
চুপচাপ বসে আছি হঠাৎ এক অচেনা কণ্ঠে প্রশ্ন —
"ভাইয়া, সিগারেট লাগবে?"
চোখ তুলে দেখি, এক কিশোর।
প্রথমে একটু অবাক হলাম।
তারপর তাকে পাশের আসনে বসতে বললাম।
কথা বলতে শুরু করলাম।
তার নাম আজিজুল ইসলাম।
বয়স মাত্র ১৫। বাড়ি মাদারীপুরে।
জন্ম হয়েছে গরিব পরিবারে, কিন্তু গরিবি নিয়ে তার মধ্যে কোনো অভিযোগ নেই।
বলল —
"অবস্থা খারাপ ছিল, তাই পড়ালেখা হয়নি ভাইয়া। নামটাও ঠিকমতো লিখতে পারি না।"
শিক্ষা না থাকলেও আজিজুল জীবনের শিক্ষায় পিছিয়ে নেই।
এই বয়সেই পরিবারের আয় রোজগারে নিজেকে যুক্ত করেছে।
সে বুঝে গেছে — দোষ দিয়ে নয়, কাজ করেই জীবনের হাল ধরতে হয়।
তাকে মন দিয়ে শুনলাম।
কিছু সময় তার সঙ্গে কাটালাম।
আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু করা সম্ভব, করেছি।
তার সম্মতিতেই একটি ছবি তুলেছি, এবং এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আমার একটাই চাওয়া —
আমাদের চারপাশে থাকা আজিজুলদের গল্প যেন হারিয়ে না যায়।
আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে পরিবার, সমাজ, দেশের জন্য কিছু করি —
তবে এই সমাজ আরও সুন্দর হতে বাধ্য।
আজিজুলের জন্য দোয়া করবেন।
এবং যদি এমন কাউকে চিনেন যার পাশে দাঁড়ানো যায়,
তাহলে প্লিজ হাত বাড়িয়ে দিন।
মানুষের পাশে মানুষই তো থাকবে, তাই না?
#মানবিকতা #জীবনের_গল্প #আজিজুল #শেখা_আসে_সবখানেই #ভালোথাকুকমানুষ