NATA Creators

NATA Creators নতুন কিছু শেখা, মজা আর বাস্তব জীবনের কনটেন্ট নিয়ে আসছি প্রতিদিন!
ভিডিও ভালো লাগলে Follow করুন — আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ।

🕙 রাত দশটা।স্থান: রাজশাহী নগরভবনের সামনের চত্তর।চুপচাপ বসে আছি হঠাৎ এক অচেনা কণ্ঠে প্রশ্ন —"ভাইয়া, সিগারেট লাগবে?"চোখ ত...
23/08/2025

🕙 রাত দশটা।
স্থান: রাজশাহী নগরভবনের সামনের চত্তর।

চুপচাপ বসে আছি হঠাৎ এক অচেনা কণ্ঠে প্রশ্ন —
"ভাইয়া, সিগারেট লাগবে?"
চোখ তুলে দেখি, এক কিশোর।
প্রথমে একটু অবাক হলাম।
তারপর তাকে পাশের আসনে বসতে বললাম।
কথা বলতে শুরু করলাম।

তার নাম আজিজুল ইসলাম।
বয়স মাত্র ১৫। বাড়ি মাদারীপুরে।
জন্ম হয়েছে গরিব পরিবারে, কিন্তু গরিবি নিয়ে তার মধ্যে কোনো অভিযোগ নেই।
বলল —
"অবস্থা খারাপ ছিল, তাই পড়ালেখা হয়নি ভাইয়া। নামটাও ঠিকমতো লিখতে পারি না।"

শিক্ষা না থাকলেও আজিজুল জীবনের শিক্ষায় পিছিয়ে নেই।
এই বয়সেই পরিবারের আয় রোজগারে নিজেকে যুক্ত করেছে।
সে বুঝে গেছে — দোষ দিয়ে নয়, কাজ করেই জীবনের হাল ধরতে হয়।

তাকে মন দিয়ে শুনলাম।
কিছু সময় তার সঙ্গে কাটালাম।
আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু করা সম্ভব, করেছি।
তার সম্মতিতেই একটি ছবি তুলেছি, এবং এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।

আমার একটাই চাওয়া —
আমাদের চারপাশে থাকা আজিজুলদের গল্প যেন হারিয়ে না যায়।
আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে পরিবার, সমাজ, দেশের জন্য কিছু করি —
তবে এই সমাজ আরও সুন্দর হতে বাধ্য।

আজিজুলের জন্য দোয়া করবেন।
এবং যদি এমন কাউকে চিনেন যার পাশে দাঁড়ানো যায়,
তাহলে প্লিজ হাত বাড়িয়ে দিন।

মানুষের পাশে মানুষই তো থাকবে, তাই না?

#মানবিকতা #জীবনের_গল্প #আজিজুল #শেখা_আসে_সবখানেই #ভালোথাকুকমানুষ

ভালো স্মৃতি মানে শুধু পুরোনো ছবি বা কথোপকথন নয়, বরং তা হলো সেই অনুভূতির এক টুকরো, যা হৃদয়ের ভেতর চুপিচুপি বাস করে।জীবন...
19/08/2025

ভালো স্মৃতি মানে শুধু পুরোনো ছবি বা কথোপকথন নয়, বরং তা হলো সেই অনুভূতির এক টুকরো, যা হৃদয়ের ভেতর চুপিচুপি বাস করে।
জীবনের গতিময় দৌঁড়ে অনেক কিছুই বদলে যায়—মানুষ বদলায়, সময় বদলায়, জায়গা বদলায়। কিন্তু কিছু মুহূর্ত থাকে, যেগুলো কোনোভাবেই ধরা দেয় না সময়ের পরিবর্তনে। সেগুলোই "ভালো স্মৃতি"।

তো  কি অবস্থা সবার....! কাম ব্যাক কি হবে.?
28/07/2025

তো কি অবস্থা সবার....! কাম ব্যাক কি হবে.?

তো গাইস মালটাকে কি চেনা যাচ্ছে..?
26/07/2025

তো গাইস মালটাকে কি চেনা যাচ্ছে..?

স্মৃতি ❤️‍🩹
11/05/2025

স্মৃতি ❤️‍🩹

শুধু মিষ্টি না,সময়টাও ছিল ভীষণ মিষ্টি —আমি আর আমার ভাগ্না, একসাথে একটা হাসিমাখা রাত!
10/05/2025

শুধু মিষ্টি না,
সময়টাও ছিল ভীষণ মিষ্টি —
আমি আর আমার ভাগ্না, একসাথে একটা হাসিমাখা রাত!

I got 2,000 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉
07/05/2025

I got 2,000 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

05/05/2025

দুই ভাইয়ের জমি ভাগাভাগি.!
অস্থির ফানি ভিডিও । 😁

অনেক পরিশ্রমের মধ্য দিয়ে,বড় ভিডিওর শুটিং শেষ করলাম। ❤️
03/05/2025

অনেক পরিশ্রমের মধ্য দিয়ে,
বড় ভিডিওর শুটিং শেষ করলাম। ❤️

বড় ভিডিওর শুটিং চলছে । ❤️‍🩹
30/04/2025

বড় ভিডিওর শুটিং চলছে । ❤️‍🩹

শুটিং চলছে 🔥 🔥🔥
23/08/2024

শুটিং চলছে 🔥 🔥🔥

Address

ঠিকানা: গ্রাম/রাস্তা: উত্তর ভবানীপুর, ডাকঘর: ভবানীপুর-৬৩৪১, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when NATA Creators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NATA Creators:

Share