Ittadi Drama

Ittadi Drama কত বছর পেরিয়ে গেল
তবুও পায় না দেখা তার,
কোন শহরে থাকো
আমার বাম পাঁজরের হাড়...!🙂
(19)

সব হারিয়ে দিয়েও মোঃ তোহিদুল ইসলাম হয়তো তুমি ভাবো আমি বিনা কারণে চলে গেছি, তোমার ভেঙ্গে দিয়েছি প্রতিটা কথা প্রতিটা প্র...
16/05/2025

সব হারিয়ে দিয়েও
মোঃ তোহিদুল ইসলাম

হয়তো তুমি ভাবো
আমি বিনা কারণে চলে গেছি,
তোমার ভেঙ্গে দিয়েছি প্রতিটা কথা
প্রতিটা প্রতিশ্রুতি।

সেদিন বলেছিলাম
আমায় ছেড়ে যেওনা
তখন সত্যিই ভেবেছিলাম
সবকিছু একসাথে গড়ে তুলবো।

হ্যাঁ সেদিন তোমাকে মায়াতে পড়তে
বাধ্য করেছিলাম,
কারণ সেই মায়াটা সত্যিই ছিল।

তুমি ভাবো,
আমি মায়া দেখিয়েছি, অভিনয় করেছি?
না.... আমি শুধু হেরে গেছি নিজের সঙ্গে
সময় আর বাস্তবতার কাছে।

তোমার স্মৃতি ভুলিনি
আজও আমার সকাল শুরু হয়
তোমার চুপ করে তাকিয়ে থাকার ছবিতে
আমার চোখে আজও কুয়াশা জমে
তোমার কথা মনে পড়লে।
শুধু চাই
তোমার হাসিটা যেন না হারায় কখনো।

তুমি বলো আমি কাকে পেয়েছি
কার কাধে ভরসা রাখি?
আসলে কাউকে না
আমার ভিতরটা আজও তোমায় নিয়ে গড়া।

তুমি জিজ্ঞেস করো, নাটক ছিল কিনা?
না, ছিল না
তবে আমি যথেষ্ট সত্য ছিলাম না
তোমার মত,
আমার ভালোবাসা ছিল
কিন্তু সাহস ছিল না।

ারিয়ে_দিয়েও

স্বীকারোক্তিমোঃ তোহিদুল ইসলাম আমি তোমাকে অপমান করে কথা বলিনি,তবুও স্বীকার করছি আমি অপমান করেছি।আমি তোমাকে কষ্ট দিইনি,তবু...
11/05/2025

স্বীকারোক্তি
মোঃ তোহিদুল ইসলাম

আমি তোমাকে অপমান করে কথা বলিনি,
তবুও স্বীকার করছি
আমি অপমান করেছি।

আমি তোমাকে কষ্ট দিইনি,
তবুও বলি নিঃশব্দে
আমি কষ্ট দিয়েছি।

আমি তোমাকে ভালোবাসি,
তবুও স্বীকার করছি
আমি ভালোবাসি না।

আমি কোনো প্রত্যাশা করিনি,
তবুও স্বীকার করছি
তোমার একটুখানি খেয়াল চেয়েছিলাম।

তুমি কবিতা বুঝো
অথচ কবির দুঃখ বুঝো না
তুমি আমার দেওয়া কষ্ট বুঝো,
অথচ আমার ভালোবাসা বুঝো না।

তুমি তোমার অপমান বুঝো,
তোমার অভিমানের ভাষা বোঝো,
কিন্তু তোমার অবহেলায়
কেউ নিঃশব্দে ভেঙে পড়ে
সেটা বোঝো না।

#স্বীকারোক্তি

আমাকে খুঁজো না তুমি বহুদিন -কতোদিন আমিও তোমাকে খুঁজি নাকো; 💚-জীবনানন্দ দাশ
06/05/2025

আমাকে খুঁজো না তুমি বহুদিন -
কতোদিন আমিও তোমাকে খুঁজি নাকো; 💚

-জীবনানন্দ দাশ

পুরোনো দিনের সেই আড্ডা, বিকেলের খেলা, রাতের ফোনকল সব আজও বেঁচে আছে আমার মনে। ব্যাস্ততা না থাকলে হয়তো আজকের বিকেলটাও একসা...
03/05/2025

পুরোনো দিনের সেই আড্ডা, বিকেলের খেলা, রাতের ফোনকল সব আজও বেঁচে আছে আমার মনে। ব্যাস্ততা না থাকলে হয়তো আজকের বিকেলটাও একসাথে আড্ডা দিতাম।

তোমায় আমি ভালোবাসি তখনও বাসতাম,স্কুলের সেই দিনগুলোতেস্বপ্ন গেঁথে রাখতাম।সেভেন ক্লাসের সকাল বেলাপ্রথম ভালো লাগা,তোমার হাস...
03/04/2025

তোমায় আমি ভালোবাসি
তখনও বাসতাম,
স্কুলের সেই দিনগুলোতে
স্বপ্ন গেঁথে রাখতাম।

সেভেন ক্লাসের সকাল বেলা
প্রথম ভালো লাগা,
তোমার হাসি, তোমার চোখে
মুগ্ধতার বাঁধন বাঁধা।

তোমার গালের ছোট্ট তিল
কত যে আপন লাগতো,
কথা হলে, আশেপাশে থাকলে,
মনটা সারাদিন ভালো থাকতো।

শুক্রবার এলেই মনে হতো,
কেন আসে এই ছুটি?
সারাদিন কাটতো বিরহে,
যেন সময় থামে না কোনো রীতি।

তুমি বসতে প্রথম বেঞ্চে,
আর আমি ও ঠিক সেকেন্ড বেঞ্চের আসনটিতে
তোমায় দেখার কারণে।
তোমার দিকে তাকিয়ে থাকতাম,
কতশত বাহানা।

সেদিন গুলির স্মৃতিচারণে
লিখতে বসি তোমাকে।

তারপর এলো দূরত্ব, সময়ের নির্মম খেলা,
ভালোবাসা নামক শব্দটি এসে
কেড়ে নিয়েছে আমার থেকে তোমাকে।

তবুও মন রয়ে গেল, তোমার কাছেই পড়ে,
প্রতিটি মুহূর্তে অনুভব করি,
ভালোবাসি তোমায় মোড়ে মোড়ে।

কবিতা : তোমার জন্য
লেখা : তোহিদুল ইসলাম তরুণ

08/03/2025

Happy International Women's Day Ma.❤️

"মা" শব্দটাই যথেষ্ট! ❤️🌻

27/02/2025

যে শহরেই দৌড়ায় না কেন সেই শহরের মাঝরাতের অঘোর ঘুমে শুধু মাকেই ডাকি 🙂

যদি আমার জীবনটা একটা উপন্যাস হয় তাহলে তুমি সেই উপন্যাসের প্রধান চরিত্র। যদি প্রতিটি মেয়ে এক একটি কবিতা হয়তাহলে তুমি সেই ...
12/02/2025

যদি আমার জীবনটা একটা উপন্যাস হয়
তাহলে তুমি সেই উপন্যাসের প্রধান চরিত্র।

যদি প্রতিটি মেয়ে এক একটি কবিতা হয়
তাহলে তুমি সেই কবিতার প্রত্যেকটা লাইন।

যদি কখনো প্রশ্ন করো
হাজার বছর আয়ু চাই না তোমাকে
তাহলে আমি প্রশান্তির একটা নিঃশ্বাস ফেলে
তোমাকেই চাইবো।

জীবনের এই ছোট্ট টুরে
তোমার সাথেই পথ চলবো।

হয়তো এই পথ চলা বাস্তবে হবে না
তাই তো তোমায় নিয়ে গড়েছি কল্পনার রাজ্য
এই রাজ্যটা হবে একান্তই আমাদের
শুধু তোমার আমার।

কিন্তু যখন এই কল্পনার শহর থেকে
বাস্তবে ফিরে আসি।
আর যখন তোমার স্মৃতি গুলো
হুট করেই মনে পড়ে যায়।
তখন জীবনটা খুব যত্নে
এলোমেলো হয়ে যায়।

তখন তোমাকে না পাওয়ার আক্ষেপ
বাড়তেই থাকে।

কবিতা : কল্পনার রাজ্য
মোঃ তোহিদুল ইসলাম

Address

Chapainawabganj Rajshahi
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Ittadi Drama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ittadi Drama:

Share