
16/05/2025
সব হারিয়ে দিয়েও
মোঃ তোহিদুল ইসলাম
হয়তো তুমি ভাবো
আমি বিনা কারণে চলে গেছি,
তোমার ভেঙ্গে দিয়েছি প্রতিটা কথা
প্রতিটা প্রতিশ্রুতি।
সেদিন বলেছিলাম
আমায় ছেড়ে যেওনা
তখন সত্যিই ভেবেছিলাম
সবকিছু একসাথে গড়ে তুলবো।
হ্যাঁ সেদিন তোমাকে মায়াতে পড়তে
বাধ্য করেছিলাম,
কারণ সেই মায়াটা সত্যিই ছিল।
তুমি ভাবো,
আমি মায়া দেখিয়েছি, অভিনয় করেছি?
না.... আমি শুধু হেরে গেছি নিজের সঙ্গে
সময় আর বাস্তবতার কাছে।
তোমার স্মৃতি ভুলিনি
আজও আমার সকাল শুরু হয়
তোমার চুপ করে তাকিয়ে থাকার ছবিতে
আমার চোখে আজও কুয়াশা জমে
তোমার কথা মনে পড়লে।
শুধু চাই
তোমার হাসিটা যেন না হারায় কখনো।
তুমি বলো আমি কাকে পেয়েছি
কার কাধে ভরসা রাখি?
আসলে কাউকে না
আমার ভিতরটা আজও তোমায় নিয়ে গড়া।
তুমি জিজ্ঞেস করো, নাটক ছিল কিনা?
না, ছিল না
তবে আমি যথেষ্ট সত্য ছিলাম না
তোমার মত,
আমার ভালোবাসা ছিল
কিন্তু সাহস ছিল না।
ারিয়ে_দিয়েও