shuvoshop.com

shuvoshop.com www.shuvoshop.com A large platform of quality products at reasonable price. Shop your choice from us!

শুভ ই-কমার্স লিমিটেড একটি প্রতিশ্রুতিবদ্ধ মার্কেটপ্লেস ই-কমার্স কোম্পানি, আমাদের ওয়েবসাইট www.shuvoshop.com যা ফ্যাশন থেকে শুরু করে গ্রোসারী, ইলেকট্রনিক্স, শিক্ষাগত প্যাকেজ, খেলনা এবং খেলাধুলা সামগ্রী,গৃহস্থালি সামগ্রী ও আউটডোর পণ্য,পোষা প্রাণী এবং নার্সারি,ফ্যাশন এবং লাইফস্টাইল পণ্য,স্বাস্থ্য ও সৌন্দর্য এবং আনুষাঙ্গিক আইটেম, অর্গানিক খাদ্য, ডিজিটাল পণ্য, যান্ত্রিক ইত্যাদি। shuvoshop.com চমৎকার

গ্রাহক পরিষেবা এবং সন্তুষ্টি সহ "পরিবর্তন অভিজ্ঞতা" এ বিশ্বাস করে যাতে গ্রাহকরা সারা বাংলাদেশে তাদের নিকটতম অবস্থানে একটি ঝামেলামুক্ত পণ্য ডেলিভারি পান। গ্রাহকরা আমাদের পণ্যগুলি অর্ডার করার জন্য বিনামূল্যে রিটার্ন, দ্রুত ফেরত, এবং ক্যাশ অন ডেলিভারি, অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট এবং বিকাশ, নগদ এবং উপে সহ বিভিন্ন পেমেন্ট পদ্ধতির সুবিধাও পান। আমাদের সর্বশেষ প্রচার, প্রচারাভিযান এবং ঘটনা সম্পর্কে আপডেট থাকতে www.shuvoshop.com ওয়েভ সাইট ও আমাদের shuvo shop অ্যাপ ডাউনলোড করে অনুসরণ করুন।

অভিজ্ঞতার পরিবর্তনই মূল বিষয়!

আপনার সেরা গ্রাহক অভিজ্ঞতা আমাদের মূল মান, আমরা আপনার জন্য যত্নশীল:

shuvoshop.com আপনাকে আপনার দৈনন্দিন অনলাইন কেনাকাটার সেরা অভিজ্ঞতা দেওয়ার জন্য এর যাত্রা শুরু করেছি। আমাদের অভিজ্ঞতা-ভিত্তিক দল আপনার জন্য সেরা পণ্য আনতে এবং প্রতিদিন আপনার মসৃণ ডিজিটাল কেনাকাটা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমরা দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ।
আমাদের মূল নীতি:
কেনাকাটার সুবিধার জন্য সম্পূর্ণ বাংলাদেশ কভারেজ।
আপনার যা কিছু দরকার, প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
সেরা স্থানীয় এবং বিদেশী ব্র্যান্ডের পণ্য নির্বাচন করুন ও অর্ডার কনর্ফাম এর পর দ্রুততম ডেলিভারি পরিষেবা,০১ থেকে ০৭ দিন এর মধ্যে দিয়ে থাকি (রাজশাহীর বাইরে) ০১ থেকে ২ দিনের মধ্যে রাজশাহীতে ডেলিভারি সেবা দিয়ে থাকি।

পণ্যের যেকোন সমস্যায় ৩ দিনের মধ্যো সহজ এবং বিনামূল্যে রিটার্ন নিয়ে থাকি, তাই নির্দ্বিধায় অর্ডার করুন।
১০০% গ্রাহক সুরক্ষা নীতি, তাই আমাদের বেছে নেওয়ার বিষয়ে কোন সন্দেহ নেই।
নিয়মিত ব্র্যান্ড ওয়ারেন্টি সুবিধা, তো থাকছেই নিশ্চিন্তে।

আমরা অনলাইন, সক্রিয়, 24/7

সেরা গ্রাহক অভিজ্ঞতার অভিজ্ঞতা নিন:
গ্রাহক সন্তুষ্টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার. আপনাকে সংযুক্ত করতে, আমাদের 24/7 গ্রাহক যত্ন পরিষেবা রয়েছে।
গ্রাহক পরিষেবা হটলাইন 24 ঘন্টার জন্য উপলব্ধ +88 01989 916 979
আপনি ইমেল করতে পারেন আমরা [email protected]এ আমাদের সাথে সাথে আপনার কাছে পৌঁছাব,
আমাদের পেজে বা shuvoshop.com ওয়েবসাইটে ফেসবুক চ্যাট বা Facebook মেসেঞ্জারের মাধ্যমে।
প্রতি একক ডেলিভারি সম্পন্ন হওয়ার পর আমাদের গ্রাহকদের কাছ থেকে ফিডব্যাক কল আসে

দ্রুত ডেলিভারি
আমরা সর্বদা আপনার সুখ সরবরাহ করতে তাড়াহুড়ো করি:
আমরা জানি আপনার আইটেমগুলি কতটা গুরুত্বপূর্ণ, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার পণ্য সরবরাহ করতে ক্ষুধার্ত থাকি, যেভাবেই হোক, এবং সত্যিই দুর্দান্ত অবস্থায়!
সারা বাংলাদেশে ডেলিভারি
নিকটতম অফিস পিক আপ / গুদাম সংগ্রহের সুবিধা (সম্পূর্ণ বিনামূল্যে)
শুভ এক্সপ্রেস ডেলিভারি সিস্টেম (আসন্ন)

সহজ রিটার্ন এবং রিফান্ড প্রক্রিয়া
আমাদের গ্রাহক সুরক্ষা নীতি আপনার জন্য তৈরি করা হয়েছে:
আমরা আমাদের সঙ্গে আপনার অভিজ্ঞতা যত্ন! আমাদের পণ্যের সাথে আপনার কোন সমস্যা থাকলে, আপনি আমাদের কাছে অক্ষত এবং সম্পূর্ণ বিনামূল্যে ফিরে আসতে পারেন! আপনার রিফান্ডের অনুরোধগুলি কখনই বিনা কারণে বিলম্বিত হয় না, বরং আপনার দ্রুত প্রাপ্তির জন্য আমরা তাৎক্ষণিকভাবে সেগুলি প্রক্রিয়া করি।
আমরা যেকোনো জায়গা থেকে রিটার্ন গ্রহণ করি।
আমরা আপনার কুরিয়ার চার্জ ফেরত পরিশোধ!
রিফান্ড আমাদের প্রান্ত থেকে অবিলম্বে প্রক্রিয়া করা হয়, তাই অ্যাকাউন্ট/পেমেন্ট গেটওয়ে/ব্যাঙ্ক সিস্টেম বিলম্ব আপনার জন্য দীর্ঘ হবে না! Corporate Office: House -327, BSCIC Industrial city, Sopura, Rajshahi City Corporation, Rajshahi

23/07/2025

#বিজনেসকে করে ফেলুন অটোমেটিক মানি মেকিং মেশিন।

#ব্যাবসা করতে গেলে আমাদের মাথায় প্রথমে যেটা আসে সেটা হচ্ছে পূঁজি কই পাবো?

#যেটা মাথায় আসা দরকার সেটা হলো ব্যাবসা পরিচালনা করবো কিভাবে, টিম বানাবো কিভাবে, একটা বিজনেস সিস্টেম বানাবো কিভাবে যেটা দিয়ে অটোমেটিক টাকা জেনারেট হবে।

#ব্যাবসা করার জন্য যাবতীয় সিক্রেট জানতে অবশ্যই যোগাযোগ করুন হোয়ার্টআপ এ 01728356889

11/07/2025
দেইখা লন ১২০ বাইছা লন ১২০কি বিশ্বাস হয় না গার্মেন্টস এর রিজেক্ট হয়ে যাওয়া নতুন ফ্রেস বোরখা আছে৷ কিছু ত্রুটি তো থাকবেই। ত...
14/06/2025

দেইখা লন ১২০ বাইছা লন ১২০
কি বিশ্বাস হয় না গার্মেন্টস এর রিজেক্ট হয়ে যাওয়া নতুন ফ্রেস বোরখা আছে৷ কিছু ত্রুটি তো থাকবেই। তবে খুব ভালো৷
হাজারো ডিজাইনের হাজারো কালারের বোরখা পাবেন আমাদের কাছে ১২০ টাকা সাথে ডেলিভারি চার্জ যোগ হবে৷ একাধিকবার চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে৷

14/06/2025

সাজেকের ১৫টি রিসোর্টের তালিকা ও মোবাইল নামবার
কি কি খাবেন বিস্তারিত নিচে দেওয়া হলো :

মেঘের রাজ্য সাজেক যেতে চান? বর্ষা, শরৎ ও হেমন্ত এই তিনটি সময়ে পর্যটকে গিজগিজ করে এই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক। কিন্তু, গেলেই তো আর হবে না। গিয়ে থাকবেন কোথায় এটা অনেকের জন্য চিন্তা হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন পর্যটকদের আনাগোনা বেশি থাকে। সেই সমস্যার সমাধানেই আমরা আজকে উপস্থাপন করছি সাজেকের ১৫ টি রিসোর্ট এবং রিসোর্টগুলোর অবস্থান, খরচ ও যোগাযোগ নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা।
সাজেকের সেরা ১৫ টি রিসোর্ট ও কটেজ | সাজেক রিসোর্ট মোবাইল নাম্বার

আলোচনার প্রথমেই দেখে এক নজরে নেই সাজেক রিসোর্ট তালিকা:

রিসোর্ট রুংরাং
সাজেক রিসোর্ট
রুন্ময় রিসোর্ট
মেঘপুঞ্জি রিসোর্ট
মেঘ মাচাং রিসোর্ট
লুসাই কটেজ
জুম ঘর ইকো রিসোর্ট
সাম্পারি রিসোর্ট
আদ্রিকা ইকো রিসোর্ট
ট্রিনিটি রিসোর্ট
মেঘাদ্রি ইকো রিসোর্ট
রুলুই রিসোর্ট
ছায়ানীড় ইকো রিসোর্ট
ম্যাডভেঞ্চার রিসোর্ট
চাঁদের বাড়ি রিসোর্ট

১। রিসোর্ট রুংরাং রিসোর্ট, সাজেক

সাজেকের বেস্ট রিসোর্ট বলা হয় রিসোর্ট রুংরাংকে। চমৎকার ডিজাইনে করা এই রিসোর্টে রয়েছে ৪টি কাপল রুম এবং ৪ টি ডাবল রুম। ছুটির দিন ভেদে এই রুমগুলোর ভাড়া উঠা-নামা করে। ছুটির দিনে কাপল রুমের ভাড়া পড়বে ৩০০০ টাকা এবং ডাবল রুমের ভাড়া ৩৫০০ টাকা। আর অন্যান্য দিনে কাপল রুম গুলো ২৫০০ টাকায় এবং ডাবল রুম গুলো ৩০০০ টাকায় পেয়ে যাবেন।

সুবিধা:

চমৎকার রুমসজ্জা।
পূর্ব পাশে খোলা বারান্দা।
ইলেকট্রনিক সুবিধা।
উন্নতমানের ওয়াশরুম ব্যবস্থা।
রুম সার্ভিস।
রুম এবং বেলকনি থেকেই ভিউ দেখার চমৎকার সুযোগ।

আপনি যদি সাজেক যেয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

01884710723, 01869649817।

এছাড়া আপনি চাইলে সোশাল মিডিয়া ফেসবুকেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
২। সাজেক রিসোর্ট

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্ট সাজেকের অন্যতম সুন্দর একটি রিসোর্ট। সেনাবাহিনী পরিচালিত বলে অন্যান্য রিসোর্টের তুলনায় ভাড়া বেশি হলেও সুযোগ সুবিধাও তেমন মানের। এই রিসোর্টের রুম গুলোর ভাড়া শুরু হয় ১০০০০ টাকা থেকে। সর্বোচ্চ ভাড়া ১৫০০০। এসি ও নন-এসি রুমভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে।

তবে কখনো কখনো ভাড়ার পরিমাণ সামান্য কম বেশি হয়ে থাকে।

সুবিধা:

এসি ও নন-এসি রুম
রুম সার্ভিস
ওয়াই-ফাই নেটওয়ার্ক
খাবারের ব্যবস্থা।
প্রাইভেট বেলকনি।
নান্দনিক রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও ইলেকট্রনিক সুবিধা।
রুম ও বেলকনি থেকে চমৎকার ভিউ দেখার সুবিধা।

এইসব সুযোগ সুবিধার পাশাপাশি কোনো সেনা কর্মকর্তা বা প্রথম শ্রেণীর সরকারী অফিসারদের জন্য সাজেক রিসোর্টে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রয়েছে।

আপনি যদি সাজেকের এই রিসোর্টটিতে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৮৫৯০২৫৬৯৪, ০১৮৪৭০৭০৩৯৫, ০১৭৬৯৩০২৩৭০।
৩। রুন্ময় রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি অনিন্দ্য সুন্দর রিসোর্ট হলো রুনময় রিসোর্ট। এটি বাইরে থেকে দেখতে যেমন অসাধারণ তেমনি এর আভ্যন্তরীণ সাজসজ্জাও নজর কাড়বে আপনার। দোতালা এই রিসোর্টটিতে রয়েছে ৫ টি রুম। প্রতিটি রুমে থাকতে পারবেন দুইজন করে। এই রিসোর্টটিও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত। রুনময়ের রুমভাড়া দোতালা এবং নিচতলা ভেদে ভিন্ন হয়। দোতালার কামরা গুলো আপনি ৪৯৫০ অর্থাৎ প্রায় ৫০০০ টাকায় পেয়ে যাবেন। আর নিচতলার কামরা গুলোতে থাকলে চাইলে আপনার গুণতে হবে প্রায় ৪৪৫০ টাকা। তবে আপনি যদি অতিরিক্ত বেড নিতে চান তাহলে দোতালা এবং নিচতলা উভয়ের জন্যই আপনার পকেট থেকে বেরিয়ে যাবে নগদ ৬০০ টি টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো এর সুযোগ সুবিধা ভিআইপি মানের। কিছু সুবিধা আমাদের লেখায় তুলে ধরছি:

সুবিধা:

চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।
খাবারের ব্যবস্থা।
ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা।
টেলিভিশন দেখার সুবিধা।
অত্যাধুনিক মানের রেস্টরুম ফ্যাসিলিটি।
প্রাইভেট বেলকনি।
বেলকনি থেকে সাজেকের ভিউ দেখার সুযোগ।

আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তবে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার: ০১৮৬৫৪৭৬৮৮।
৪। মেঘপুঞ্জি রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি চমৎকার রিসোর্ট এর নাম মেঘপুঞ্জি রিসোর্ট। এই রিসোর্টটি এতই চমৎকার যে একবার গেলে মনে হবে থেকেই যাই। এর বিশেষ দিক হচ্ছে, রিসোর্টটি বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরী করা হয়েছে। অন্যান্য রিসোর্টের মতো ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স না বরং চারটি সুন্দর কটেজ দিয়ে এই রিসোর্টটি বানানো। কটেজ গুলোর নামও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যের মতো মায়া জড়ানো। মেঘপুঞ্জি রিসোর্টের কটেজ গুলো হলো: তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা।

এসব কটেজের ভাড়াও ছুটির দিন এবং অন্যান্য দিন ভেদে আলাদা হয়ে থাকে। মেঘপুঞ্জির কটেজ গুলোর মধ্যে তারাশা ব্যতিত বাকি তিনটি কটেজ ছুটির দিনে ৫৫০০ এবং অন্যান্য দিনে ৫০০০ এ পেয়ে যাবেন।

তারাশার জন্য ছুটির দিনে গুণতে হবে ৬০০০ টাকা এবং অন্য দিনগুলোতে ৫৫০০ টাকায় পেয়ে যাবেন।

তবে, এই রিসোর্টটি এতই জনপ্রিয় যে আপনি যদি সাজেক এসে এখানে থাকতে চান তাহলে বুকিং দিতে হবে প্রায়ই মাসখানেক আগে। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:

সুবিধা:

নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন যা কাঠ, বাঁশ এবং গ্লাস দিয়ে করা।
উন্নত মানের রেস্ট রুম।
ওয়েলকাম ড্রিংকস।
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
রুম সার্ভিস।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা।
ঘুরে দেখার জন্য বিশাল জায়গা।
রাতে চমৎকার লাইটিং এর ব্যবস্থা।
নিরাপত্তার নিশ্চয়তা।

সাজেকের চমৎকার এই রিসোর্টটাতে থাকতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার :

01815761065
ফেসবুক
ওয়েবসাইট লিংক

৫। মেঘ মাচাং রিসোর্ট, সাজেক

নাম শুনেই মনে হচ্ছে না মেঘ দিয়ে মাচা বানানো হয়েছে বসার জন্য। আসলেও এমনই! জি পাঠক, মেঘ মাচাং রিসোর্টটি সাজেকের আরেকটি জনপ্রিয় রিসোর্ট। সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত এই রিসোর্টটিতে রয়েছে ছোটো বড়ো মিলিয়ে পাঁচটি কটেজ।

যার এক্সটেরিয়র ডিজাইন করা হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে। এই ডিজাইনের উপর ভিত্তি করে কটেজের ভাড়া কম বা বেশি হয়ে থাকে। বাঁশ নির্মিত কটেজের ভাড়া সাধারণত ৩৫০০ যা ছুটির দিন গুলোতে বেড়ে দাঁড়ায় ৪০০০ এ। আর কাঠের তৈরী কটেজ গুলোর সাধারণ ভাড়া ৪০০০ যা ছুটির দিনে ৪৫০০ তে বৃদ্ধি পায়। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:

সুবিধা:

চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।
খাবারের ব্যবস্থা।
আধুনিক সুবিধা সম্পন্ন রেস্টরুম ফ্যাসিলিটি।
প্রাইভেট বেলকনি।
মিজোরাম মুখী বেলকনি থেকে সাজেকের অপূর্ব ভিউ দেখার সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেক ঘুরতে গিয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৮২২১৬৮৮৭৭
ফেসবুক পেজ

৬। লুসাই কটেজ

সাজেকের আরেকটি সুন্দর কটেজ হলো লুসাই কটেজ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাজেক রিসোর্ট এর বিপরীত পাশেই এর অবস্থান। বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গ্রুপ ট্যুর গ্রুপ বিডি বা টিজিবি পরিচালিত রিসোর্ট এটি। অসাধারণ নান্দনিক ইন্টেরিয়র সজ্জার পাশাপাশি এই রিসোর্টের বিশেষত্ব হলো এর বিশাল খোলা বারান্দা যেখানে বসে সাজেকের ভিউ দেখার পাশাপাশি বন্ধুবান্ধব মিলে জমকে আড্ডা দেয়া যায়। এই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। ছুটির দিন ভেদে এসব রুমের ভাড়া ৫০০ টা কম বেশি হয়। লুসাই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম ও তার রেগুলার ভাড়া:

লুসাই স্পেশাল রুম ৩৫০০
কাপল রুম ২৫০০
জলঘর কাপল রুম ৩৫০০
ফ্যামিলি রুম ৩০০০
গ্রুপ রুম ৪০০০
জলঘর বাইকার্স রুম ৩৫০০

এছাড়া কেউ যদি পুরো কটেজ ভাড়া নিতে চায় তাহলে তার জন্য রয়েছে বিশেষ ছাড়। এই কটেজের রয়েছে অনেকগুলো আকর্ষণীয় সুযোগ সুবিধা।

সুবিধা:

হিল ভিউ প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি এই কটেজে থাকতে চান তবে যোগাযোগ করুন নিচের ঠিকানায় :

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৬৩৪১৯৮০০৫
ফেসবুক লিংক

৭। জুম ঘর ইকো রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি নান্দনিক রিসোর্ট হলো জুম ঘর ইকো রিসোর্ট। রিসোর্টটিতে কয়েকটি কটেজ রয়েছে। প্রতি কটেজেই প্রায় একই ধরনের ৬টি রুম রয়েছে। এসব রুমগুলোতে সাধারণত ৪ জন থাকতে পারে। যার ভাড়া ৪০০০ টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো ছুটির দিন কিংবা সাধারণ দিন কখনোই ভাড়া তেমন উঠা নামা করে না। নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি এই রিসোর্টে সাজেকের অপূর্ব ল্যান্ডস্কেপ দেখার জন্য রয়েছে বিশাল খোলা বারান্দা। এছাড়া পর্যটকদের ঘোরাঘুরির জন্য সুন্দর বাগান এবং দোলনা ও রয়েছে। এই রিসোর্টের সুবিধা সমূহ:

সুবিধা:

প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেক গিয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে বুকিং এর জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

যোগাযোগের ঠিকানা:

০১৮৮৪২০৮০৬০।
ফেসবুক পেইজ

৮। সাম্পারি রিসোর্ট, সাজেক

সাজেকের আরো একটি অসাধারণ রিসোর্ট এই সামপারি রিসোর্ট। এটি সম্পূর্ণ রূপে একটি ইকো রিসোর্ট। এখানে নানাবিধ আধুনিক সুবিধা না থাকলেও নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সবকিছুই রয়েছে। এই রিসোর্টটি বেশ বড় জায়গা নিয়ে নির্মিত। সব বয়সের মানুষের কথা বিবেচনা করে রিসোর্টের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র সাজানো হয়েছে। রিসোর্টটিতে নানা ধরনের কটেজ ও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।

কাপল কটেজ: কাপলদের হানিমুনের জন্য রয়েছে ৪ টি কাপল কটেজ। এই কটেজ গুলোর নাম গুলোও খুব সুন্দর। মেঘ, বৃষ্টি, রোদ, ছায়া নামের এই কটেজ গুলোর ভাড়া ৩৫০০ টাকা।
কাপল রুম: কটেজ ছাড়া কাপল রুম ও রয়েছে, এই রিসোর্টে। এই রুমের ভাড়া ২৫০০ টাকা।
দুই বেডের রুম: এই রিসোর্টে দুই বেডের রুমে চার জন থাকতে পারে। এগুলোর ভাড়া ৩৫০০ করে পড়বে।
তিন বেডের রুম: সামপারির এই রুম গুলোতে ৬ জন থাকতে পারে। এজন্য গুণতে হবে ৪৫০০ টাকা।

এই ভাড়াগুলো ছুটির দিনের জন্য। এছাড়া অন্য দিনে প্রতিক্ষেত্রেই ৫০০ টাকা ছাড় দেয়া হয়। কেউ যদি পুরো রিসোর্ট ভাড়া নিতে চায় তাহলে সাধারণত ৩৫০০০ টাকা এবং ছুটির দিনে ৪০০০০ টাকা গুণতে হবে। এই রিসোর্টের সুবিধা সমূহ উল্লেখ করা হলো:

সুবিধা:

খোলা মাচা, দোলনা ও বাগান।
ফটোশুট করার ব্যবস্থা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ।
উন্নত মানের রেস্ট রুম
খাবারের ব্যবস্থা
রুম সার্ভিস
সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

01849-889055, 01835-538083, 01869-157666
ফেসবুক লিংক

৯। আদ্রিকা ইকো রিসোর্ট, সাজেক

এই রিসোর্টটিও অত্যন্ত চমৎকার একটি রিসোর্ট। আপনি সাজেক বেড়াতে যেয়ে যদি একটু নিরিবিলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আদ্রিকা ইকো রিসোর্ট হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো পছন্দের একটি। এই রিসোর্টটি লুসাই রিসোর্টের পেছনেই অবস্থিত। এটিও বাংলাদেশের বিখ্যাত ভ্রমণ সংস্থা ট্রাভেল গ্রুপ বিডি’র আওতায় পরিচালিত।

এই রিসোর্ট রুম সংখ্যা মাত্র ২ টা। ছুটির দিনে ভাড়া ৪০০০ এবং অন্য দিনগুলোতে তা ৩৫০০ টাকা।

সুবিধা:

লুসাই হিল ভিউ প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেকের জনপ্রিয় এই রিসোর্টটিতে থাকতে চান তাহলে আগে থেকে বুকিং করে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। বুকিং এর জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায় :

রিসোর্ট মোবাইল নাম্বার :

০১৮৭৭৭২২৮৫৯
০১৮৯৬১৭৮১৫০ (ঢাকা অফিস)
ফেসবুক লিংক

06/05/2025

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন!

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারেন, আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে, কারণ সে ধনী।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না, আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোঁটা দেয়।

পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে, বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি।

যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার।

যখন দেখবেন, আপনার টাকা নেই বিধায় আত্মীয়স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে, তখন স্পষ্ট হবে টাকার মূল্য।

বিপদের সময় দেখবেন, আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না, আপনার প্রতি সহানুভূতি দেখায় না! তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা।

টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব। তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে, টাকা কামাই করতে শিখুন। কারণ, জীবনের ৮০% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব!

03/08/2024

আমার ছোট ভাইয়েরা নিউ জেনারেশন সবাই কেমনে পাল্টে গেলো, তাইনা!
প্রায় বিশ দিন থেকে তেমন কেউ গান বাজনা পোস্ট করেনা,কেউ খেলাধুলা নিয়ে ভাবেনা,প্রিয়জনের ছবি স্টোরি দেয়না,কেউ ছ্যাঁ'কা খাওয়া পোস্ট দেয়না, বিকেলে খেলতে যায়না,কেউ পড়তে বসে না,ঠিক মত ঘুমায় না!
সবার কেবল একটাই চিন্তা ‘নিজের দেশ’💔
আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করছে মনে হচ্ছে আবার ভর্তি হয়ে যাই কোন একটা ক্যাম্পাসে৷ যোগ দিই আন্দোলন এ৷ দেশটা যদি এবার রাক্ষসের হাত থেকে রক্ষা না হয় তবে আর কোনদিন ই সম্ভব না। এ পোষ্ট করার পরে জানিনা এরেস্ট হয়ে যাবো কি না। যদি হই তবুও একদিন বাচ্চাদের গল্প শুনাতে পারবো৷ আমার মেয়েটার বয়স ৬ মাস আর ৬ মাস পর থেকে গল্প শুনতে চাইবে। আমরা ছোটবেলায় কাল্পনিক রাক্ষসীর গল্প শুনতাম৷ আমি বাচ্চাকে বাস্তব রাক্ষসী রানীর গল্প তো শুনাতে পারবো৷
__________(শুভ)

02/08/2024

দফা এক দাবি এক নিরবিচ্ছিন্ন ইন্টারনেট চাই,
ব্যবসা করে বাঁচতে চাই।


14/07/2024

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

Address

Dhaka
Rajshahi
6306

Alerts

Be the first to know and let us send you an email when shuvoshop.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share