Pias Kumer Vlog

Pias Kumer Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pias Kumer Vlog, Digital creator, Rajshahi.

প্রিয় ‍সুধী,
আমার ভ্লগে স্বাগতম। আশা করছি সবাই কুশলেই আছেন। আপনারা জানেন আমি বিভিন্ন স্থানের ভ্রমণ ভিডিও এই পেজের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনাদের ভালোবাসায় আজ আমি এতদুর আসতে পেরেছি। এজন্য আমি কৃতজ্ঞ। আপনারা এভাবেই আমার পেজ এর পাশে থেকে আমাকে উৎসাহ যোগাবেন বলে আশা করছি।
ধন্যবাদ।

17/09/2025

🌿 আমার চোখে পানের বরজ | গ্রামীণ প্রকৃতি ও পানের চাষ 🌿

আজ আমি নিজে ঢুকে গিয়েছিলাম একেবারে আসল পানের বরজে (panner boroj)। ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলাম, তা সত্যিই অবিশ্বাস্য! সবুজে ঘেরা, ছায়াময় একটা পরিবেশ—যেখানে পান গাছগুলোকে বিশেষ যত্নে লতা দিয়ে সাজানো হয়েছে।

এই ভিডিওতে আমি দেখিয়েছি—
✔️ পানের বরের সৌন্দর্য কাছ থেকে কেমন লাগে
✔️ পানের জমি, চাষ ও পরিচর্যা কিভাবে হয়
✔️ রাজশাহীর পানের বরজের দৃশ্য
✔️ কিভাবে কৃষকরা মিষ্টি পান চাষ করে ফলন বাড়ান
✔️ পানের ব্যবসা ও গ্রামীণ জীবনের সাথে এর সম্পর্ক

ভ্রমণের সময় আমি স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি, তাদের অভিজ্ঞতা শুনেছি এবং হাট-বাজারে ঘুরে দেখেছি পানের সাথে জড়িয়ে থাকা গ্রামীণ সংস্কৃতি। প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে মনে হয়েছে—এ যেন এক জীবন্ত প্রকৃতি ও জনপদ (travel vlog), যেখানে পান শুধু ব্যবসা নয়, মানুষের জীবন-জীবিকার অংশ।

👉 যদি গ্রামীণ জীবন, দর্শনীয় স্থান, চাষ পদ্ধতি আর প্রকৃতির সৌন্দর্য দেখতে ভালো লাগে, তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন।

✨ ট্যাগ: পানের বর, পানের বরজ, পানের বর panner boroj, পানের বরের দৃশ্য, পানের ব্যবসা, পানের চাষ, পানের ফলন, পানের জমি, পানের যত্ন, রাজশাহীর পানের বরজ, পানের পরিচর্যা, পানের উপকারিতা, পান বর, পানের রোগ বালাই, মিষ্টি পানের চাষ, প্রকৃতি ও জনপদ, প্রকৃতি ও জনপথ, জনপথ ও প্রকৃতি, travel vlog, prokrity o jonopoth, pokity o jonopot, হাট বাজার, দার্শনীয় স্থান, চাষ পদ্ধতি, প্রকৃতি ও জনপদ, জনপদের খবর, প্রকৃতি জনপদ, prokriti o janopod, prokiti o jonopoth

See More Videos:
https://www.youtube.com/watch?v=P6fB1RoBJ3E
https://www.youtube.com/watch?v=ydlR1x17waI
https://www.youtube.com/watch?v=nj9zo0Kfn5s

01/09/2025

আমার আমার স্ত্রী ও মেয়েকে নিয়ে রাজশাহী বোটানিক্যাল গার্ডেনে একটি অসাধারণ দিন কাটিয়েছি! প্রকৃতির মাঝে সবুজের সমারোহ, পশু-পাখির সান্নিধ্য, আর পরিবারের সাথে হাসি-আনন্দে ভরা মুহূর্তগুলো তুলে ধরেছি এই ভ্লগে। বাচ্চাদের সাথে বেড়াতে যাওয়ার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। আমাদের এই ফ্যামিলি ট্রিপের মজার মজার মুহূর্তগুলো দেখুন এবং জানুন কীভাবে আপনিও এখানে একটি স্মরণীয় দিন কাটাতে পারেন! লাইক, কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

30/08/2025

মাত্র ২০০ টাকায় ঘুরে এলাম নাটোরের এক অনন্য গ্রাম, যেখানে প্রকৃতি নিজেই ওষুধের ভাণ্ডার!
এই ভিডিওতে আমি, পিয়াস কুমার, আপনাদের নিয়ে যাচ্ছি নাটোরের ঔষধীগ্রামে—যেখানে শতাধিক ভেষজ গাছ, শান্ত পরিবেশ, আর অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে।

🔍 এই ভিডিওতে পাবেন:
- কীভাবে যাবেন, কত খরচ
- কী কী ভেষজ গাছ আছে ও তাদের উপকারিতা
- গ্রামের পরিবেশ, মানুষ, আর আমার বাস্তব অভিজ্ঞতা
- ভ্রমণ টিপস + তথ্য + অনুপ্রেরণা

22/08/2025

মনসা পূজার মেলা | কালিকাপুর, নাটোর | বেহুলা-লখিন্দরের গান ও জিলাপির স্বাদ 🌾
এই ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি নাটোর জেলার কালিকাপুর গ্রামে, মনসা পূজার ঐতিহ্যবাহী মেলায়।
গ্রামীণ বাংলার সংস্কৃতি, ধর্মীয় আবেগ, আর লোকসঙ্গীতের ছোঁয়ায় ভরা এই মেলায় ছিল—

🎶 মাদার ও বেহুলা-লখিন্দরের গান — হৃদয় ছুঁয়ে যাওয়া লোককথার সুর
🍭 জিলাপির স্বাদ — গরম গরম জিলাপি, মেলার মিষ্টি মুহূর্ত
🛍️ হাট-বাজারের রঙ — গ্রামীণ পণ্যের বাহার
🙏 মনসা দেবীর পূজা — বিশ্বাস আর ভক্তির মিলন

এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক দিন 👍, কমেন্ট করুন 💬, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🔄—আপনার একটি শেয়ার আমাদের ঐতিহ্যকে আরও দূরে পৌঁছে দিতে পারে।

📌 চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না – আরও এমন ভ্লগ, লোকসংস্কৃতি ও মানুষের গল্প পেতে!
আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের পথচলার শক্তি

11/08/2025

গত কয়েকদিন আগে কুষ্টিয়া শহরের লালন মাজার চত্বরে গিয়েছিলাম। লালন সাঁইয়ের সাধনক্ষেত্রে ঢুকে মনটা শান্ত হয়ে গিয়েছিল। অসংখ্য বাউল সাধক এবং ভক্তদের ভিড়ে পুরো জায়গাটা যেন প্রাণবন্ত হয়ে উঠেছিল।
​মাজারের পাশে লালন মিউজিয়ামে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগই লালন সাঁইয়ের ছবি ছিল, কিন্তু তার জীবন ও কর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সকালে সেখানে লালনগীতি পরিবেশন করা হচ্ছিল, যা শুনে মন ভরে যায়। এখানকার প্রতিটি কোণায় যেন লালন সাঁইয়ের আধ্যাত্মিকতা আর দর্শনের ছোঁয়া লেগে আছে।
​এই পুরো ভ্রমণ অভিজ্ঞতাটা আমি আমার ভ্লগে তুলে ধরেছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। এমন আরও সুন্দর সুন্দর জায়গার ভ্লগ দেখতে আমার Pias Kumer Vlog পেজটি ফলো করে রাখুন।

05/06/2025

🌾 বিলকুমারী বিল, তুলসীক্ষেত্র: প্রকৃতির মায়াবী ক্যানভাস 🌾

স্বাগতম Pias Kumer Vlog-এ! এবার ঘুরে আসি তানোরের বিলকুমারী বিল, তুলসীক্ষেত্র। বর্ষায় পানিতে টৈটম্বুর, শুষ্ক মৌসুমে শান্ত ও শুকনো—এই বিল যেন প্রকৃতির এক গল্প। মাঝের রাস্তা ও ব্রিজ প্রকৃতি ও মানুষের মিলনের সাক্ষী।

কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন:
“দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপর
একটি শিশির বিন্দু।”

এই বিলের দৃশ্য যেন সেই শিশির বিন্দু—সাধারণ, কিন্তু অপরূপ। ভিডিওতে দেখুন বিলের সৌন্দর্য, রাস্তার শান্তি, আর তুলসীক্ষেত্রের সবুজ মায়া।🌟 এই যাত্রায় সঙ্গী হোন!

লাইক, কমেন্ট, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।

Pias Kumer কুমার পিয়াস Khokon Kumar Megh Prince Sajeeb

02/06/2025

কিছু জায়গা মন ভাল করে দেয়। মনে আনে প্রশান্তি। দুর করে সারা দিনের ক্লান্তি। নদীর পানি ও বাতাস মন শীতল করে তোলে। সবুজ প্রকৃতিতে যেন মিশে যেতে চায় মন।

বলুনতো কোথায় এটি? জায়গাটি চিনলে কমেন্টে জানান, যদি না চেনেন তবে কমেন্ট করুন আমি বলে দেব। :)

ভাল লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এতে টাকা খরচ হয়না :) ধন্যবাদ

@কুমারপিয়াস Pias Kumer Sumon Kumar

24/06/2024

A tour at ila mitra museum nachol । ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা ভ্রমণ by pias kumer vlog

বন্ধু বুলবুল ও আমি ঘুরে আসলাম তেভাগা আন্দোলনের নেত্রী, চাঁপাই নবাবগঞ্জ জেলার, নাচোল উপজেলার অন্তর্গত ইলা মিত্রের স্মৃতি সংগ্রহশালা থেকে।

কুমার পিয়াস Pias Kumer Dwaipayan Biswas



#ইলামিত্র
#স্মৃতিসংগ্রহশালা
#নাচোল


বিস্তীর্ণ মাঠের মাঝে, সবুজে ঘেরা প্রকৃতির ছোয়ায়, গ্রাম্য পরিবেশে, আধুনিক ডিজাইনের দোতলা ভবনের আদলে মাটির বাড়ি, সাথে চিরায়ত ঐতিহ্যবাহী নকশার কারুকাজে সজ্জিত অপরূপ অসাধারণ স্মৃতি সংগ্রহশালাটি। গেলেই যেন মন ভাল হয়ে যায়। গেলে মনে হয় যেন ইলামিত্রের সেই তেভাগা আন্দোলনের সময়ে, ইলা মিত্রের জীবন নিয়ে কোন সিনামা দেখছি। ইলামিত্রের জীবনের বহু স্থিরচিত্র দিয়ে সাজানো সংগ্রহশালাটি যেন আপনাকে একটি টাইম ট্রাভেল করাবে। ঘুরে আসতে পারেন অসাধারন জায়গাটি।

তবে যাবার আগে, কিভাবে যাবেন, সেখানে কি কি দেখার মতন, সেটা কবে খোলা ও বন্ধ থাকে, কেমন যানবাহনে যাবেন, কি কি সুবিধা অসুবিধা আছে তা আমাদের এই ভিডিও থেকে দেখে নিয়ে ঝামেলাবিহীন ট্যুর প্লান করুন ।

আপনার যাত্রা মঙ্গলময় হোক। ‍শুভকামনা ও ধন্যবাদ।

স্বল্প মূল্যে ওয়েবসাইট
07/10/2023

স্বল্প মূল্যে ওয়েবসাইট

Keep Smiling Alltime
28/09/2023

Keep Smiling Alltime

Address

Rajshahi

Website

https://whoisviralbd.com/

Alerts

Be the first to know and let us send you an email when Pias Kumer Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pias Kumer Vlog:

Share