SO Shoikat

SO Shoikat Food and cat lover

23/07/2025

Oscar Oasis Season 2 cartoon video

আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমীন
23/07/2025

আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমীন

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। ...
21/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

‼️ বিপদে পরে পোস্টটা দিচ্ছি। কেউ দয়া করে এটা ফান হিসেবে নেবেন না।আমি সারাবছর কোচিং করলেও পরীক্ষার আগে সবসময় অনলাইনে ক্লা...
16/07/2025

‼️ বিপদে পরে পোস্টটা দিচ্ছি। কেউ দয়া করে এটা ফান হিসেবে নেবেন না।
আমি সারাবছর কোচিং করলেও পরীক্ষার আগে সবসময় অনলাইনে ক্লাস দেখে প্রস্তুতি নিই। কালকে আমি আমার প্রিয় এডুকেশনাল ইউটিউব চ্যানেলের সামিরা আপুর হিসাববিজ্ঞান ক্লাস করছিলাম। কিছুক্ষণ পর আব্বু আমার পাশে এসে বসলেন।একটু পর হঠাৎ ক্লাসের মাঝখানে সামিরা আপু ওনার এক সহকর্মী স্যারের সঙ্গে অপ্রত্যাশিতভাবে চুমু খাওয়া শুরু করলেন!আমি তো লজ্জায় শেষ! একদিকে আব্বু পাশে, আরেকদিকে ক্লাসে এমন কাণ্ড! আব্বু ভাবলেন আমি ক্লাসের নামে এসব দেখি...সাথে সাথেই আমার ফোন কেড়ে নিয়ে গেলেন। কিছু বলতেও দিলেন না।এখন আমি আম্মুর ফোন দিয়ে ফেসবুকে লগইন করে পোস্টটা দিচ্ছি। আমি জানি, ভুল আমার না।যেহেতু আমি পরীক্ষার আগে আনলাইনে ক্লাস করেই প্রস্তুতি নেই তাই পরীক্ষার আগে ফোন ছাড়া আমার পড়াশোনা করা অসম্ভব।
এখন কীভাবে আব্বুকে বুঝায়া আমার ফোনটা ফেরত আনা যায়?
ফোনটা না ফেলে হয়তো আমি খারাপ করবো

এক ছোট ভাইয়ের পোস্ট 😐

স্বাধীনতা তুমি কই? দেখি শুধু কাগজে,গলাবাজি যত বেশি দেশ প্রেমিক তো সে। মিথ্যের ইতিহাসে সত্যের পরাজয়, পলায়িত লোকজন যুদ্ধ...
15/07/2025

স্বাধীনতা তুমি কই? দেখি শুধু কাগজে,
গলাবাজি যত বেশি দেশ প্রেমিক তো সে।
মিথ্যের ইতিহাসে সত্যের পরাজয়,
পলায়িত লোকজন যুদ্ধের স্মৃতি কয়।
স্বাধীনতার চেতনা লিখে রাখে বুকেতে,
দেশটাকে লুটপাটে নিয়োজিত রাখে সে।
তুমি আমি আবেগি অল্পতেই বিশ্বাস,
বাজারেতে গেলে পড়ে গরীবের দীর্ঘ শ্বাস।
তুমি আমি গরিব থেকে আরও গরিবে,
পয়সাওয়ালারা লুটে খায় আমাদের।
এভাবে চুপ থেকে হয়ে গেছি খরগোশ,
মাথাটা লুকিয়ে ভাবি সব নির্দোষ।
ইতিহাস হয়ে গেছে যেন আজ গল্প,
মন যায় লেখে তাই নেয় কোন সত্য।
তুমি আমি শুনেছি পড়ে গেছি নিরবে
বুঝি নাই অর্থ লিখে গেছি খাতাতে,
রক্তের দাগ গুলো মুছে গেছে সবুজে,
দম্ভের পাহাড় টা ভেঙ্গে গেছে ক্ষনিকে।
অত্যাচারীরা হোক যতো জোরদার,
রক্তের গন্ধে গলে হবে কাঁদাকার।
মুক্তি পাবে থেকে অন্যায় অবিচার,
ইতিহাসে লেখা হবে কলঙ্কের অধ্যায়।
দেখিনি তো যুদ্ধ দেখিনি তো রক্ত,
বীরে রা রেখে গেছে তাদের ঐ বীরত্ব।

14/07/2025

Funny comedy cartoon video foryou part 5

08/07/2025

Funny comedy cartoon video foryou

07/07/2025

Oscars asis funny cartoon video part 4
***y

07/07/2025

Oscars asis funny cartoon video part 3

***y

06/07/2025

Oscars asis funny cartoon video part 2

***y

06/07/2025

Oscars asis funny cartoon video

06/07/2025

Funny caveman cartoon video today

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when SO Shoikat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SO Shoikat:

Share