23/04/2025
মনটায় যেন একটানা হাহাকার...
তেপান্তরের ডাক যে হৃদয়ের গহীন থেকে ওঠে!
সব ছেড়ে ছুটে যেতে ইচ্ছে করে, সেই বিস্তৃত ধূসর প্রান্তরে,
যেখানে আকাশটা আরও একটু বেশি নীল,
আর হাওয়ারা কথা বলে নির্জনতার ভাষায়।