NAFIM

NAFIM Digital Content Creator

18/09/2024

জগতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারো জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা।

আপনি আপনার মাকে কিছু বলতে চান। হয়তো কথাটা গলা পর্যন্ত এসে আটকে গেল। আপনার বাবার সাথে হয়তো একটা ডিপ কনভার্সেশন হতে গিয়েও হল না।

আপনি যাকে স্পেশাল ফিল করাতে চান হয়তো তাকে সেটা বোঝাতে পারলেন না। কাউকে নিয়ে যা ভাবছেন হয়তো সেই কথাটা কখনোই বলা হল না। অপর পক্ষের মানুষটা আপনার ভেতরের অনুভূতিটা কোনদিন জানলোই না।

হয়তো আপনি যা বলতে চাইলেন সে বুঝলো না। সে আপনাকে ভুল ভাবে পড়ে ফেললো। আপনার কথার মিস ইন্টারপ্রেট করে রাখলো সে। জগতের কোন শক্তিই তাকে সেটা বুঝাতে পারল না।

এই যে ক্ষেত্রবিশেষে আপনি আপনাকে আরেকজনের কাছে ভাঙতে পারেন না, এসবের কোন ব্যাখা হয় না। এক্সট্রোভার্ট, ইনট্রোভার্ট দিয়ে যাচাই করা যায় না।
জগতে যা বলা যায় না, যা প্রকাশ করা যায় না, তার ভার অনেক বেশি।
©
সংগ্রহীত - N S Simon PS

17/07/2024

পুলিশ টিয়ারসেল মারলে যা করবেন

📌যথাসম্ভব ঠান্ডা পানি দিয়ে চোখে ঝাপটা দিবেন কিন্তু পানি যাতে গাল বেয়ে বা কাপড় বেয়ে গড়িয়ে না পড়ে (ey ta ami nije yt theke research kore ber korechi,ar pura ta post copy kora)

১। কাপড় কোন লেমনেড বা লেবু পানিতে চুবিয়ে নিবেন। সেই কাপড় দিয়ে নিজের নাক জড়িয়ে নিবেন। ২০১৮'র আন্দোলনে আমি সবসময় গামছা রাখতাম।

২। এইটা যদি সম্ভব না হয় তাহলে ক্লোজআপের প্যাকেট রাখবেন। ক্লোজআপের পেস্ট কপালে এবং চোখের নিচে লাগাবেন। দেখবেন যেন চোখে প্রবেশ না করে। ক্লোজআপ না পাইলে সেন্ট্রাল ফ্রেশের মেন্থল।

৩। আশেপাশে আগুন জ্বালানোর জিনিসপত্র রাখবেন। টিয়ারসেল মারলে আগুন জ্বালাইবেন। আগুনের কাছে এসে শ্বাস নিবেন।

৪। স্যালাইন পানি দিয়ে মুখ ধুবেন। চোখে স্যালাইন পানি দিবেন। নরমাল পানি দিবেন না।

৫। যারা বিড়ি খান তারা টিয়ারসেল মারলেই বিড়ি ধরাবেন। বিড়িও আপনাকে সাময়িক রিলিফ দিবেন।

মোটামুটি দশ মিনিট টিকে থাকতে পারলেই টিয়ারসেল আর কোন কাজে আসে না।

-Mollah Shuvro
(Collected)








29/07/2023

বন্ধুকে একটু রোস্ট করলাম।

31/05/2023

পড়ালেখা চাঙ্গে,,,💔🔪
আমি ভাসি গাঙ্গে,,, 🤧✨

03/04/2023


youtube.com/

05/12/2022


Must Recommend Series's Do Watch on Netflix
Series Name: Wednesday 🖤 Jenna Ortega
Netflix this series such a amazing 🔥

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when NAFIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NAFIM:

Share