18/09/2024
জগতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারো জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা।
আপনি আপনার মাকে কিছু বলতে চান। হয়তো কথাটা গলা পর্যন্ত এসে আটকে গেল। আপনার বাবার সাথে হয়তো একটা ডিপ কনভার্সেশন হতে গিয়েও হল না।
আপনি যাকে স্পেশাল ফিল করাতে চান হয়তো তাকে সেটা বোঝাতে পারলেন না। কাউকে নিয়ে যা ভাবছেন হয়তো সেই কথাটা কখনোই বলা হল না। অপর পক্ষের মানুষটা আপনার ভেতরের অনুভূতিটা কোনদিন জানলোই না।
হয়তো আপনি যা বলতে চাইলেন সে বুঝলো না। সে আপনাকে ভুল ভাবে পড়ে ফেললো। আপনার কথার মিস ইন্টারপ্রেট করে রাখলো সে। জগতের কোন শক্তিই তাকে সেটা বুঝাতে পারল না।
এই যে ক্ষেত্রবিশেষে আপনি আপনাকে আরেকজনের কাছে ভাঙতে পারেন না, এসবের কোন ব্যাখা হয় না। এক্সট্রোভার্ট, ইনট্রোভার্ট দিয়ে যাচাই করা যায় না।
জগতে যা বলা যায় না, যা প্রকাশ করা যায় না, তার ভার অনেক বেশি।
©
সংগ্রহীত - N S Simon PS