22/08/2025
# # # # #
রাজা আর তিনজন অন্ধ মানুষের গল্প
এক দেশে এক রাজা ছিলেন। তিনি জানতে চাইলেন, “মানুষ আসলে সত্যকে কতটা বুঝতে পারে।”
তিনি তিনজন অন্ধ মানুষকে হাতি ছুঁয়ে দেখতে দিলেন।
প্রথম জন হাতির শুঁড় ধরল আর বললঃ “হাতি দেখতে একেবারে লম্বা সাপের মতো।”
দ্বিতীয় জন হাতির পা ছুঁয়ে বললঃ “না না! হাতি হলো বিশাল এক খুঁটির মতো।”
তৃতীয় জন হাতির কান ধরে বললঃ “না, হাতি হলো বড় একটা পাখার মতো।”
তিনজনই ঝগড়া শুরু করে দিল—কারো কথাই অন্যজন বিশ্বাস করছে না।
রাজা তখন হেসে বললঃ
— “তোমরা সবাই ঠিক বলছ, আবার সবাই ভুলও বলছ। কারণ তোমরা হাতির শুধু একটা অংশ দেখেছো, পুরোটা না। সত্যকে বুঝতে হলে পুরোটা জানতে হয়।”
---
শিক্ষাঃ
আমরা অনেক সময় মানুষ বা ঘটনা সম্পর্কে আংশিক জেনে বিচার করি। কিন্তু সত্য বুঝতে হলে পুরোটা জানতে হয়। 🌿