08/10/2023
হতভাগা আমি...😌
প্রাইমারী থাকতে এক মেয়েকে😣
প্রপোজ করছিলাম,,, মেয়ে বলে, ওকে😷
প্রতিদিন চকলেট দিতে হবে। পকেটের মায়ায় প্রেম হলো না....😶
মাধ্যমিকে উঠে এক মেয়েকে ভালো😌 লাগতো,
এখনো বলতে পারিনি। মনের প্রেম মনেই রেখে দিছি, দুরে থেকে 🧐 দেখেই কাটিয়ে দিয়েছি কয়েকটি বছর।😷
কলেজে উঠেই ভাবলাম এবার প্রেম 😍 করেই ছাড়বো, অনেক খুজে মনের মতো একজন পেলাম 🙂 লুকিয়ে লুকিয়ে অনেক দেখতাম তাকে 😌 আর রাতে তাকে নিয়ে রঙিন স্বপ্নে বিভোর থাকতাম। 🙃
অনেক কষ্টে সকল ভয় ভীতি এড়িয়ে তার😷
সামনে গিয়ে দাড়ালাম। হাটু গেড়ে ফিল্মী কায়দায় প্রপোজ করলাম, 😍
সব শুনে মাইয়া কইলো দুই দিন হলো সে রিলেশন শুরু করেছে।😔 প্রেম আর হলোনা....
বাস্তবে প্রেম খুজে না পেয়ে😟
ভার্চুয়াল লাইফ ☺ ফেসবুক প্রেম খোঁজা শুরু করলাম।😌
খুজে খুজে সুন্দরী মেয়েদের রিকুয়েস্ট দিতে থাকলাম, 🙂 কেউ একসেপ্ট করলো না😕
ফলোয়ার হয়েই রইলাম।।😴
রাগে দুঃখে ফেসবুক বিদায় জানতে চাইলাম 😌
ডিএক্টিভ বাটনে চাপ দেয়ার মুহূর্তেই এঞ্জেল ফাহিমা রিকুয়েস্ট পাঠালো।😑 খুশিতে মনটা বাকুম বাকুম করে উঠলো।🙃
কিন্তু অভাগার কপালে সুখ সয়না।😚
অতি উচ্ছাসে একসেপ্ট করতে গিয়া😐
ডিলেট বাটনে চাপ লেগে গেল।😔
প্রেম আর হইলো না...🙁
সব আশা ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বসে রইলাম, ঠিক তখনি খেয়াল হলো পাশের বাসার নিলা প্রতিদিন মেহেদী তুলতে বাড়িতে আসে।🙂
মনে সন্দেহ হইলো, মেয়েটা প্রতিদিন মেহেদী দিয়া করেটা কি....?😑
পরদিন সামনে গিয়া দাড়ালাম, জিজ্ঞেস করলাম প্রতিদিন এতো মেহেদী দিয়া করোটা কি...?😷
মাইয়া কইলো, মেহেদী নেওয়ার ছলে কাউরে যে দেখতে আসি সেটাতো সে বোঝেনা।।🙂
বলেই মুচকি হেসে চলে গেল।☺
বাড়ির পাশে প্রেম রাইখা আমি পুরো দেশে ঘুরতাছি।😊
খুশিতে দিলাম এক লাফ,, পা বেঙ্গে আমি এখন হসপিটালে।।🙋♂️🙋♂️
হসপিটাল থেকে এসে দেখি নীলার গায়ে হলুদ 😅😅
এখন আমার কি করা উচিৎ?😕
যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন আমাদের গ্রূপের গল্প গুলো মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে আমাদের গ্রূপে জয়েন হন 📕সাহিত্য-কাব্য📗