SonnetiZm

SonnetiZm বিশেষ প্রয়োজনে ইন্সটাগ্রাম এ যোগাযোগ করুন

04/05/2025

ফেসবুকে কোনো জেনুইন কিছু জানা যায় না আর। এসির গ্রুপে এসির এজেন্ট, ব্রডব্যান্ড এর গ্রুপে ব্রডব্যান্ড এর এজেন্ট, স্কিন কেয়ার এর গ্রুপে পেজের এজেন্ট, রাজনৈতিক বট বাহিনী।
মানে আপনি যেখানেই প্রশ্ন করবেন এঞ্জেন্ট থেকে উত্তর পাবেন, ওরাই সেরা। রিয়াল লাইফে যারা ইউজ করে তাদের উত্তর পাবেন না। পেলেও এজেন্টদের ভেতর হারিয়ে যাবে।

03/05/2025

শাকিব খানের "বরবাদ" দেখলাম। ভালো লাগেনি। যদিও ভালো লাগবে এমন আশা নিয়ে দেখতেও বসিনি।

স্পয়লার:
নায়িকা প্রতিশোধ নেওয়ার জন্য শাকিব খানের সাথে প্রেম করে। কিন্তু সিনেমাতে শুধু প্রেমটাই দেখানো হয়েছে। প্রতিশোধ কোথাও দেখতে পেলাম না। রাইটারের মটকায় অতখানি হয়তো বুদ্ধি নেই যে মাস্টারমাইন্ড টাইপ প্রতিশোধ দেখাতে পারে। প্রেমের অংশ কমিয়ে একটা জমকালো থ্রিলিং প্রতিশোধ দেখানো যেতেই পারতো। আমরা পেতাম বাংলাদেশি "নো মারসি" কিংবা মাস্টারমাইন্ড "গন গার্ল"।

শাকিব খান, যে আগে থেকেই নেশাখোর, খুনি। তাকে আবার কী বরবাদ করবে নায়িকা? এই এতো নাটকের কোনো ফলাফলই দেখলাম না।

যিশু সেনগুপ্তকে এই চরিত্রে একেবারেই মানায়নি। একটা উল্লেখযোগ্য অভিনেতা নিতে হবে তাই নিয়ে ফেলেছে। তার চেয়ে যিশুর ভাই যে পুরা সিনেমা "আমার মুখে মুইত্তা দিছে" বলে কাটিয়েছে সে'ই ভালো করেছে। দুষ্টু কোকিল গানের ঐ ছেলেটা আর কী। বেচারা সব সিনেমাতেই শাকিব খানের হাতে মরে।

সেকেন্ড হাফ খুবই বাজে ছিলো। একেবারে যাচ্ছেতাই। প্রথম হাফে তাও নায়িকার জন্য শাকিব খানের কাজকর্ম দেখা যাচ্ছিলো।

সিন সিকোয়েন্স এতো বাজে ছিলো কী বলবো! খাপছাড়া এডিটিং। ধুপধাপ এক সিন থেকে অন্য সিনে চলে যাচ্ছে।
আর ব্যাক গ্রাউন্ড মিউজিক! পুরাই মাথা ধরিয়ে দিয়েছে। এতো বেশি ব্যাকগ্রাউন্ড লাউড মিউজিক আর এই যুগে চলে!

সব মিলিয়ে যেমন লাগবে ভেবেছিলাম ওমনই লেগেছে। বিলো অ্যাভারেজ।

16/04/2025

সৌদি আরব থেকে বাঙালিদের বের করে দিচ্ছে!

15/03/2025

আপনি একজন সিনেমাপ্রেমী কিন্তু ঋতুপর্ণ ঘোষ এর "রেইনকোট" দেখেননি! আপনার সিনেমাপ্রেমী হওয়া'ই ব্যর্থ....

25/11/2023

বাংলাদেশ ভারত ক্রিকেট ট্রল....
Bangladesh India Cricket Troll.....

11/11/2023

কেন The হোয়াই?

24/09/2023

কেউ যখন বলে "আপনার ভিডিও দেখলাম" বুকের মধ্যে ধক্ করে উঠে। আমার ভিডিও আবার কে ভাইরাল করলো! পরে মনে পড়ে আমার তো একটা পেজ আছে।

21/09/2023

Jaane Jaan or Suspect X | Movie Review in Bengali | Kareena Kapoor | Netflix


I watched Indian Hindi Movie Jaane Jaan or Suspect X on Netflix and here's what I think about the film.
IG: https://www.instagram.com/sonnetizm

09/09/2023

জাওয়ান উন্মাদনায় ভাসছে বাংলাদেশ। উচ্ছ্বসিত রাজশাহী শাহরুখ ভক্তরা। জানিয়ে দিচ্ছেন তাদের অনুভূতি.....


Jawan movie public reaction

08/09/2023

Honest Review of JAWAN in Bangla

Jawan movie review. Jawan movie with Shahrukh Khan in lead role. Is jawan movie good to watch? Jawan review. Jawan movie review.




Address

Rajshahi

Website

https://tvtime.com/r/1Vbls

Alerts

Be the first to know and let us send you an email when SonnetiZm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SonnetiZm:

Share

Category