04/05/2025
ফেসবুকে কোনো জেনুইন কিছু জানা যায় না আর। এসির গ্রুপে এসির এজেন্ট, ব্রডব্যান্ড এর গ্রুপে ব্রডব্যান্ড এর এজেন্ট, স্কিন কেয়ার এর গ্রুপে পেজের এজেন্ট, রাজনৈতিক বট বাহিনী।
মানে আপনি যেখানেই প্রশ্ন করবেন এঞ্জেন্ট থেকে উত্তর পাবেন, ওরাই সেরা। রিয়াল লাইফে যারা ইউজ করে তাদের উত্তর পাবেন না। পেলেও এজেন্টদের ভেতর হারিয়ে যাবে।