09/07/2025
মানুষ আজ সত্যের সাথে থাকবে, নাকি টাকার (ঘুষ) বিনিময়ে সৎ পথ থেকে সরে গিয়ে ক্রিমিনালকে সমর্থন করবে এটাই সে ঠিক করতে পারেনা।
আপনি জানেন কি? প্রত্যেকটা মানুষ পরীক্ষার মধ্যে নিপতিত।
আপনার কাছে সৎ এবং আসৎ দুই ধরনেরই সুযোগ পাঠানো হয় পরীক্ষার জন্য। আমল নামায় এটাই লিখা হয় যে আপনি নিয়ামত গ্রহন করে অতি সামান্য কষ্ট গ্রহন করছেন নাকি দুনিয়ায় প্রাপ্তির লোভে আপনি মিথ্যাকে আপন করে নিচ্ছেন।
ইংরেজীতে একটা শব্দ আছে “Karma" অনেকটা “যেমন কর্ম তেমন ফল” এর মত। কিস্তু বাস্তবে এটা কিন্তু “যেমন কর্ম তার হাজার গুন ফল” এর মত।
পার্থিব লাভের আশা মানুষকে কি পরিমান নিচে নামাতে পারে তার উদাহরণ ভুরিভুরি। আবার মৌন সমর্থন জানিয়ে আমরাও অনেকেই তাদেরই অংশিদার।
অন্যায়ের প্রতিবাদ না জানিয়ে আমরা জাহান্নামের রাস্তা সুগম করছি। তাই নয় কি?
-আঞ্জুমান নূর-
Send a message to learn more