15/10/2025
ত্বহা দ*ম্পতির কী হয়েছে—পোস্ট করো।
রিপন মিয়ার পরিবারে কী হয়েছে—পোস্ট করো।
অমুকের বাড়িতে কী হয়েছে—পোস্ট করো।
কার বউ কার সাথে ভাগসে—পোস্ট করো।
কোন বেডায় তিন বিয়া করসে—পোস্ট করো।
কেডায় গো*পন গো*নাহ করসে—পোস্ট করো।
আমরা এমন এক জেনারেশন এসে পৌঁছেছি, যারা সারাদিন অন্যদের নিয়ে ব্যস্ত থাকে। নিজেকে নিয়ে ভাবার ফুরসৎ তাদের নেই। নিজে পা*প করি, গো*নাহ করি, অথচ অন্যের পা*পের কথা শুনলে তাকে তা*চ্ছিল্য করি। নিজেই যে মস্ত বড় পা*পী, সেইটা ক'জন ভাবি?
নিজের চিন্তায় ব্যস্ত থাকুন। অন্যের পরিবার নিয়ে হুমরি খেয়ে পড়বেন না। অন্যের ব্যক্তি জীবন নিয়ে কথাও বলবেন না। যার যার আমল, তারতার বিষয়। প্রত্যেকে তার নিজের আমলের জবা*বদিহি নিজেই করবে। সো, নিজেকে নিয়ে ভাবুন। নিজের আমল ও ভুলত্রুটি নিয়ে ভাবুন। মানুষের চিন্তা বাদ দিন, গীবত আর দোষচর্চাও বাদ দিন।