OTG. Gaming YT

OTG. Gaming  YT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OTG. Gaming YT, Rajshahi.

এই ফ্রিজ টি বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে ইনবক্স করুন যোগাযোগের নম্বর 01747631959
20/06/2025

এই ফ্রিজ টি বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে ইনবক্স করুন যোগাযোগের নম্বর 01747631959

বিক্রয় করা হবে
16/06/2025

বিক্রয় করা হবে

এই ফ্রিজটি নিতে চাইলে এখনি ইনবক্স করুন যোগাযোগের ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বরদী।  মোবাইল নম্বর 01747631959 .. এবং যেকোনো...
16/06/2025

এই ফ্রিজটি নিতে চাইলে এখনি ইনবক্স করুন যোগাযোগের ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বরদী। মোবাইল নম্বর 01747631959 .. এবং যেকোনো ধরনের এসি ফ্রিজ এর সমস্যা হলে যোগাযোগ করতে পারেন । ধন্যবাদ

09/09/2024
দ্বিতীয় পাটতোর তখন আমি একটা কাজ শুরু করি যার জন্য আমি তাকে সময় দিতে পারতাম না এমন করে অনেকদিন কেটে গেল তার সাথে দেখা হ...
08/03/2024

দ্বিতীয় পাট
তোর তখন আমি একটা কাজ শুরু করি যার জন্য আমি তাকে সময় দিতে পারতাম না এমন করে অনেকদিন কেটে গেল তার সাথে দেখা হয় না
কথাও হয় না তার সাথে কোন যোগাযোগ ছিল না আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগে তার সাথে দেখা হয়ে গেল সে এখন ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ে তার পরীক্ষা চলছে সে পরীক্ষা শেষ করে বাসায় যাচ্ছিলো তখনই আমি তার পথ আটকে দাঁড়ায় আর তাকে আমি আর মনের কথাটা জানায় আমিও ভাবতাম হয়তো সে আমাকে ভালোবাসে ঠিক আমার মতই কিন্তু সে যেটা বল্ল সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না সে আমাকে বলল তাই নাকি যোগ্য নয় আমি তো এই কথা শোনার পর আমি যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম আর সে আমাকে পাশ কাটিয়ে তার বাসা থেকে রওনা দিল আমিও অশ্রু ভেজা চোখে বাসায় এসে বিছানায় লুটিয়ে পড়লাম কখন জানি ঘুমিয়ে পড়ছি আমি নিজেও জানিনা তো ঘুম থেকে উঠে আবার তার কথাটার মধ্যে হারিয়ে গেলাম ভাবতে থাকলাম এটাই কি ছিল আমার কপালে আমি কি সত্যিই তার যোগ্য না সে তো ঠিকই বলছি সত্যিই আমি তার যোগ্য না তো ভাবলাম আমি আর তার দিকে ঘুরেও তাকাবো না তার থেকে অনেক দূরে চলে যাবো কিন্তু সেটা হয়ে ওঠেনি আমি কোন ভাবেই যেন তাকে ভুলতে পারছি না সে আমার মস্তিষ্কে যেন গেথে আছে যাই ঘুরতে যাই শুধু তাকেই মনে পড়ে সবকিছু জুড়েই যেন সে তো এমন করে আরো কিছুদিন কেটে গেল তারপরে আবার তার সাথে আমার দেখা সেদিনের কথা ভুলে আমি আবারও তার সামনে গিয়ে তাকে বললাম আমার মনের কথা হয়তো ভাবছি তার সাথে এতদিন যোগাযোগ করি নাই তার জন্য হয়তোবা আমার সাথে এগুলা করছিল যার জন্য দ্বিতীয়বার আবার তাকে আমার মনের কথা জানালাম কিন্তু এইবার তার বিপরীত হয়ে গেল যেটা হয়ে গেল সেটা আমার কল্পনার বাইরে ছিল সে বাসায় আমার নামে নালিশ করল তার বাবা এসে আমার বাবাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে সেটা আমি সহ্য করতে পারি নাই এবার আমি আমার মন থেকে তাকে একেবারে মুছে ফেলার চিন্তা নিলাম আর ভাবতে থাকলাম তার থেকে উচ্চ পর্যায় আমাকে যেতেই হবে তাকে আমার সফলতা দেখাতেই হবে তার যোগ্য করে তুলতেই হবে আমাকে অবশেষে তাকে বলতে সফল হলাম কিন্তু মন থেকে মুছে যেতেই যাচ্ছে না এমন করে অনেক দিন পাড়ি দিয়ে দিলাম ইনশাল্লাহ এখন আমি সকল বাসা থেকে আমার জন্য মেয়ে দেখা হচ্ছে আমি তো বিয়ের জন্য রাজি না কারণ আমি তো এখনো তাকে ভালোবাসি অবশেষে তার সাথে আমার বিয়েটা হয়েই গেল তো বন্ধুরা গল্প ভালো লাগলে লাইক দিয়ো

আমি বিগত সাত বছর যাবত ঢাকা ছিলাম । অতঃপর আমি যখন দেশের বাড়িতে আসলাম তখন নিজের এলাকাটা খুবই অপরিচিত ছিল । তখন ভালো করে ন...
08/03/2024

আমি বিগত সাত বছর যাবত ঢাকা ছিলাম । অতঃপর আমি যখন দেশের বাড়িতে আসলাম তখন নিজের এলাকাটা খুবই অপরিচিত ছিল । তখন ভালো করে নিজের এলাকাটা ঘুরে দেখার জন্য বের হলাম। ঘুরতে ঘুরতে আমাদের গ্রামে ছোট্ট একটা স্কুল ছিল তো সেই স্কুলের চারিদিকটা ভালো করে লক্ষ্য করতে গিয়ে হুট করেই চোখটা আটকে গেল একটা মেয়েকে দেখে।
তো তার পরিচয়টা জানার খুব ইচ্ছা হল তো খুব একটা অসুবিধা হলো না তার পরিচয়টা জানতে কারণ সেখানে আমার চাচাতো বোন সুমাইয়া পড়ালেখা করতো সে ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ে আর সেই মেয়েটাও একই ক্লাসে পড়ে। যখন আমি আমার চাচাতো বোন সুমাইয়াকে ডাকলাম আর ওই মেয়েটার দিকে লক্ষ্য করলাম দেখি সেই মেয়েটাও আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। তখন আমি ওই মেয়েটার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললাম আমার চাচাতো বোনকে ওই মেয়েটার নাম কি সেটা জানার জন্য তখন আমাকে উত্তর স্বরূপ জানালো সেই মেয়েটার নাম তিন্নি তো ওকে দেখার পর আমার নিজের চোখ দুটোকে ওর দিক থেকে সরাতে পারছি না এতটাই আমার মনে ধরে যায় ওকে তখন সেটা আমার বোন সুমাইয়াকে জানালাম। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সেখান থেকে আমি বাসায় চলে এলাম সন্ধ্যার দিকে যখন আমার বোনের সাথে দেখা হল সে আমাকে যেটা বলল সেটা শুনে তো আমি অনেকক্ষণ নীরব হয়ে থাকলাম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না এটা কি আমি সত্যিই শুনছি। তো আপনারা শুনুন সে কি বলল আমাকে। আমার বোন সুমাইয়া আমাকে বলল সেই মেয়েটা নাকি আমাকে কাল তাদের স্কুলে যেতে বলছে। তো‌ আমাকে যখন সে বলল কালকে নাকি আমাকে তাদের স্কুলে যেতে বলছে । বিশ্বাস করুন দর্শক সেই রাতে আমি ঘুমাতে পারি নাই এতটা আনন্দ হচ্ছিল মনের মধ্যে তো এমন করতে করতে রাত পেরিয়ে সকাল হল। তারপরে মোটামুটি সেজেগুজে বের হলাম তাদের স্কুলের উদ্দেশ্যে। তারপর সেই মেয়েটা স্কুলের জানালা দিয়ে আমার দিকে বারবার তাকাচ্ছে আমি সেই দিকটা লক্ষ্য করলাম । এমন করে বেশ কিছুক্ষণ চলল । এইবার স্কুল ছুটি হওয়ার পালা স্কুলের ঘন্টাটা বেজে উঠলো হুট করেই তখন আমার সেই স্বপ্নের পরীটা আমার সামনে দিয়ে বাচ্চাদের মতো হেঁটে যাচ্ছে আর আমি পেছন থেকে সেটা নিরব দৃষ্টিতে দেখে যাচ্ছি এভাবে খুব ভালোই চলছিল আমাদের প্রেম কাহিনী হুট করেই একদিন কালো মেঘে ঘিরে এলো আমাদের জীবন। আমি এতদিন বসে থাকার পরে ভাবলাম কিছু একটা করা দরকার আর আমি একটা কাজ বেছে নিলাম ।পরেরটুকু দ্বিতীয় পাটে দেওয়া হবে।

সবাই তার জন্য দোয়া করবেন 😔
14/08/2023

সবাই তার জন্য দোয়া করবেন 😔

সবাই শেয়ার করবেন
07/08/2023

সবাই শেয়ার করবেন

ছাদের উপর কমলা চাস ☺🥰🥰
13/06/2023

ছাদের উপর কমলা চাস ☺🥰🥰

ঈশ্বরদী উপজেলা কনফারেন্স রুম🥰🥰
08/06/2023

ঈশ্বরদী উপজেলা কনফারেন্স রুম🥰🥰

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when OTG. Gaming YT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share