Sumi's Carft Gallary

Sumi's Carft Gallary Sumi's life styles is Sumi's message. I'm just enjoying my life at the moment. I'm fall in love with my life. I intend to live life...

আরাফার দিনে (৮ জুলাই)  যোহর থেকে মাগরিবের সময় পযন্ত অনেক দামী সময়।এই সময় হাজীরা আরাফার ময়দানে অবস্থান  করবেন।  এই সময় আল...
08/07/2022

আরাফার দিনে (৮ জুলাই) যোহর থেকে মাগরিবের সময় পযন্ত অনেক দামী সময়।এই সময় হাজীরা আরাফার ময়দানে অবস্থান করবেন। এই সময় আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করতে থাকেন,গুনাহ মাফ করতে থাকবেন আর দুয়া কবুল করতে থাকবেন ।এই সময় আমরা গুনাহ মাফের জন্য তওবা করব আল্লাহর দরবারে, কান্নাকাটি করব আমাদের গুনাহের কথা স্মরণ করে আর আমাদের জীবনে যা যা লাগবে তার জন্য দুয়া করব।এই সুযোগ টা আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ।

এই ৬ টা দুআ অবশ্যই করব ঃ

১)আরাফার দিনের দু‘আ ১০০ বার

لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ، وهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

নেই কোন উপাস্য এক আল্লাহ ব্যতীত। তাঁর শরীক নেই। রাজত্ব তাঁর জন্য। প্রশংসা তাঁর জন্য। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।

২) সূরা ইখলাস ১০০ বার

সূরা আল-ইখলাস

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

اللَّهُ الصَّمَدُ

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

কুল হুওয়াল্লা-হু আহাদ। আল্লা-হুসসামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।

বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।

3) দরুদে ইব্রাহিম ১০০ বার

দুরূদে ইব্রাহিম

اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ .. اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আ’লা ইব্‌রাহীমা ওয়া আ’লা আলি ইব্‌রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ, আল্লাহুম্মা বারিক আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা বারাক্‌তা আ’লা ইব্রাহীমা ওয়া আ’লা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।

হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদ (সাঃ) ও তাঁর পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন, যেভাবে বর্ষণ করেছেন ইব্রাহীম (আঃ) ও তাঁর এর পরিজনের প্রতি, নিশ্চই আপনি প্রশংসিত ও সম্মানিত !

02/07/2022
“বৃক্ষ গুণে  ফল  হয়,আর মাতৃ গুনে   সন্তান”।আপনার  সন্তানকে যাই শিখাবেন তাই শিখবে, হোক সেটা খা'রা'প  দিক, হোক সেটা ভালো  ...
02/07/2022

“বৃক্ষ গুণে ফল হয়,আর মাতৃ গুনে সন্তান”।আপনার সন্তানকে যাই শিখাবেন তাই শিখবে, হোক সেটা খা'রা'প দিক, হোক সেটা ভালো দিক। আপনি যেমন আপনার সন্তানও তেমন হবে । আপনার সন্তানকে ভালো কিছু শিখাতে চাইলে , নিজে আগে ভালো কিছু করুন ।

সন্তানকে অ'মা'নু'ষ না করে মানুষ করুন। সম্মান শিখান, ভদ্রতা শিখান, সহানুভূতিশীলতা শিখান। আপনার সন্তানকে ভালো কাজে উৎসাহিত করুন। মন্দ কাজ থেকে বিরত রাখুন।

ভালো ফল চাইলে আপনি আগে ভালো গাছ হোন।নিজেকে বদলান আপনার সন্তানও বদলে যাবে। আপনার সন্তানকে মানুষ করার আগে নিজেকে নিজে মানুষ করুন। আপনি মানুষ হলে আপনার সন্তানও মানুষ হবে।

অফার !!  অফার !!  অফার!!!! (ফ্রি ডেলিভারি )বাসায় গেস্ট আসলে বসার সোফাটায় একটা চমকে দেওয়া পিলো সেট না থাকলে কেমন শূন্য শূ...
26/06/2022

অফার !! অফার !! অফার!!!! (ফ্রি ডেলিভারি )

বাসায় গেস্ট আসলে বসার সোফাটায় একটা চমকে দেওয়া পিলো সেট না থাকলে কেমন শূন্য শূন্য হয়ে যায় !! 😊
গেস্ট এর কাছ থেকে নিজের ঘর গোছানোর প্রশংসা শুনতে কার ই না ভালো লাগে বলেন !! 🥰
আপনার বাসায় কুশন কভার এর রঙিন ছোঁয়ায় প্রিয় মানুষষের মন জয় করে হয়ে উঠবেন একজন গোছালো মানুষ , ব্যাপারটা কতোটা স্পেশাল সেটা হয়তো আপনি উপলব্ধি করবেন 😊
প্রিয় মানুষদেরকে চমকে দেয়ার এই মিশনকে আরো সহজ করতে অনেক অনেক রঙিন কভার নিয়ে আমরা সার্বক্ষন আছি আপনার সাথে । চলুন মিশন শুরু করা যাক 😉

উপাদান: সফট ভেলভেট এন্ড লিনেন ব্লেন্ড ফেব্রিক।
প্রিন্টেড : কালার গ্যারান্টি।
ইনসাইড জিপার।
৫ পিচের সেট।
সাইজ :১৬/১৬,১৮/১৮

দেশ আছে, দেশ থাকবে, দেশের উন্নতি হবে, এটাই হলো একটা স্বাভাবিক নিয়ম, দেশকে যারা মন থেকে ভালোবাসে দেশের উন্নতিতে তারা অবশ্...
24/06/2022

দেশ আছে, দেশ থাকবে, দেশের উন্নতি হবে, এটাই হলো একটা স্বাভাবিক নিয়ম, দেশকে যারা মন থেকে ভালোবাসে দেশের উন্নতিতে তারা অবশ্যই খুশি হবে।

★ গত ইদ উল ফিতরের ঘটনা। ফেরিঘাটে জ্যাম হবে সে জন্য ঘাট থেকে অন্তত ২ কিমি দূরে নামিয়ে দেওয়া হয়। বাকি পথ টুকু হেটেই যেতে হয় ঘাটে। একদিকে প্রচন্ড রোদ আর গরম অন্যদিকে রোজা থাকা অবস্থায় ব্যাগ নিয়ে এতদূর হাঁটা। আমার বন্ধু রোজাটা কন্টিনিউ করতে পারেনি। তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল এবারই এই ভোগান্তি শেষ। এটা একটা ছোট ঘটনা মাত্র।

> এই ঘাটে কত জীবন ও সম্পদের যে করুন পরিনতির ঘটনা আছে তার হিসেব নেই। আমরা হাজারো সমালোচনা করতে পারি কিন্তু সফলতার জন্য প্রসংশা টুকু ও করা শিখতে হবে। কত সময়, কত শ্রম, কত ত্যাগের বিনিময়ে পদ্মা সেতু আজ বাস্তব। একটা সেতু একটা অঞ্চলের মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে পারবে। অবশ্যই এ অর্জন নিয়ে আমাদের গর্ব করা উচিত।

> আমাদের দেশ হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশে অনেক কিছুই আছে যা অনেক উন্নত দেশেও নাই, তাহলে আমরা কেন পিছনে থাকবো? তাই সঠিক পরিকল্পনা নিয়ে সামনে যেতে পারলে, ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাবো।

>এখন পদ্মা সেতু হয়েছে, আগামীতে, আরও অনেক কিছু হবে। এভাবেই এদেশের মানুষ একত্রিত হয়ে সব কিছুই করে থাকে ।

>আগামীকাল ২৫ তারিখ পদ্মা সেতু’র উদ্বোধন বলে দেবে নির্ভীক বাঙালি জাতির গল্প । এ গল্প পদ্মা পাড়ের মানুষের গল্প , এ গল্প বাংলাদেশের গৌরবের আর পারা না পারার গল্প ।

আমি পারি,আমি পারবো,আমি করে দেখাবো এবং আমিই জয়ী হবো। কখনো অন্যের জীবনের সাথে নিজেকে গুলিয়ে ফেলবেন না। তার হয়েছে আমারও হবে...
22/06/2022

আমি পারি,
আমি পারবো,
আমি করে দেখাবো এবং
আমিই জয়ী হবো।

কখনো অন্যের জীবনের সাথে নিজেকে গুলিয়ে ফেলবেন না। তার হয়েছে আমারও হবে এমন ভাবা উচিৎ নয়,,

যার যার জীবন আলাদা ভালো থাকা, আলাদা প্রব্লেম অন্যকে অনুকরণ করে নিজ অবস্থান পরিবর্তন হয়না,

তবে মনে উদ্যোম প্রাণ শক্তি থাকলে আপনিও আপনার উদ্দেশ্য,স্বপ্ন,আশা, ইচ্ছাই সফল হতে পারবেন।পরাজিত জীবনকে বাচিঁয়ে তুলুন আপন শক্তিতে ভয় আর হেরে গেলেনতো পিছিয়ে গেলেন।

আমি সুমি
কাজ করছি... কুশিকাটা, নেক,পাপোশ,টেবিল ম্যাট,কুসুন কভার নিয়ে।
🧡🧡🧡

Address

Rajshahi
Rajshahi

Telephone

+8801581594297

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumi's Carft Gallary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share