21/08/2025
☪️ নামাজের দোয়া ☪️
জায়নামাজের দোয়া ✔️
আরবি:উচ্চারণঃ
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
বাংলা উচ্চারণ:
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস্সামাওয়াতি ওয়ালআরদা হানীফান, ওয়া মা আনা মিনালমুশরিকীন।
অর্থ:
নিশ্চয়ই আমি তাঁর দিকে মুখ ফিরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
---
ছানা ✔️
আরবি:উচ্চারণঃ
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
বাংলা উচ্চারণ:
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়াতাবারাকা ইসমুকা, ওয়া তা‘আলা জাদ্দুকা, ওয়া লা ইলা-হা গাইরুক।
অর্থ:
হে আল্লাহ! তুমি পবিত্র; সকল প্রশংসা তোমারই। তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চ। তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই।
---
রুকুর তাসবিহ ✔️
আরবি:উচ্চারণঃ
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
বাংলা উচ্চারণ:
সুবহানা রব্বিয়াল আযীম।
অর্থ:
মহাপবিত্র আমার প্রতিপালক, যিনি মহান।
---
রুকু থেকে উঠার পর ✔️
এক. আরবি:উচ্চারণঃ
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
বাংলা উচ্চারণ:
সামি‘আল্লাহু লিমান হামিদাহ।
অর্থ:
যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা কবুল করুন।
দুই.✔️ আরবি:উচ্চারণঃ
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
বাংলা উচ্চারণ:
রব্বানা ওয়া লাকাল হামদু, হামদান কাছীরান ত্বাইয়্যিবান মুবারাকান ফীহি।
অর্থ:
হে আমাদের রব্ব! আপনারই জন্য সমস্ত প্রশংসা; বিপুল, পবিত্র ও বরকতময় প্রশংসা।
---
সিজদার তাসবিহ ✔️
আরবি:উচ্চারণঃ
سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى
বাংলা উচ্চারণ:
সুবহানা রব্বিয়াল আ‘লা।
অর্থ:
মহাপবিত্র আমার প্রতিপালক, যিনি সর্বোচ্চ।
---
তাশাহহুদ (আত্তাহিয়াতু)✔️
আরবি:উচ্চারণঃ
التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
বাংলা উচ্চারণ:
আত্তাহিয়াতু লিল্লাহি, ওয়াছ্ছালাওয়াতু, ওয়াত্ত্বাইয়্যিবাতু। আসসালামু ‘আলাইকা আইয়ুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবাদিল্লাহিস্সালিহীন। আশহাদু আল্লা ইলা-হা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহু ওয়া রাসূলুহু।
অর্থ:
সব ধরনের সম্মান, ইবাদত ও পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক আমাদের উপর ও আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।
---
দরূদে ইবরাহীম✔️
আরবি:উচ্চারণঃ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিন্ ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন্, কামা সাল্লাইতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ।
আল্লাহুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিন্ ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন্, কামা বারাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ।
অর্থ:
হে আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ ও তাঁর পরিবার-পরিজনের উপর, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসনীয় ও মহিমান্বিত। হে আল্লাহ! আপনি বরকত দিন মুহাম্মাদ ও তাঁর পরিবার-পরিজনের উপর, যেমন আপনি বরকত দিয়েছেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসনীয় ও মহিমান্বিত।
---
দো’আয়ে মাছূরাহ ✔️
আরবি:উচ্চারণঃ
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাছীরান, ওয়া লা ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা, ফাগফিরলী মাগফিরাতাম্ মিন্ ‘ইনদিকা, ওয়ারহামনী, ইন্নাকা আনতাল গাফূরুর রাহীম।
অর্থ:
হে আল্লাহ! আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আপনার ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। তাই আমাকে আপনার পক্ষ থেকে ক্ষমা করুন এবং আমার উপর দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, পরম দয়ালু।