11/05/2025
[ Welcome to Arif’s Words ]
কথা নয়, এগুলো ভেতরের একেকটা নীরব ক্ষণ।
আমি শুধু লিখি, যেটুকু বলার সাহস হয় না কারো চোখে তাকিয়ে।
এই পেজটা সবার জন্য নয় — শুধুমাত্র তাদের জন্য,
যারা শব্দের ভেতর নিজেকে খুঁজে পেতে চায়,
যারা নিরবতাকে অনুভব করতে পারে।
“যাদের বলা যায় না, তাদের জন্যই এই লেখা...”
এখানে তুমি পাবে— ভালোবাসার অস্পষ্টতা, একাকিত্বের শব্দ,
অভিমানের ভার, আর বেঁচে থাকার ছোট ছোট যুদ্ধের গল্প।
শব্দে যেটুকু বলা যায়, আমি তা বলার চেষ্টা করি।
তুমি যদি অনুভব করতে চাও — পাশে থেকো।
— আরিফ
Arif’s Words