Echo Flick

Echo Flick Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Echo Flick, Patgram.

আপনার অ্যাড বাজেট ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সেলস বাড়ছে না? আমরা ঠিক করি Pixel, Conversion API ও Server-side ট্র্যাকিং, যাতে আপনার প্রতিটি টাকা কাজে লাগে। স্পষ্ট ডেটা, বাড়তি সেলস। Echo Flick — আপনার ট্রাস্টেড ট্র্যাকিং পার্টনার।

09/07/2025

👉 Pixel ছাড়া Ads Run করছেন? অর্ধেক বাজেট স্রেফ নষ্ট হচ্ছে!

🎯 ফেসবুক অ্যাড থেকে অর্ডার আসছে—কিন্তু কোনটা কাজ করছে, কোনটা নয়, কিছুই জানেন না? Pixel + Conversion API ছাড়া আপনার সব রিপোর্ট অন্ধকার।
অনেক নতুন WooCommerce দোকানদার আছেন, যারা Boost দিয়ে অ্যাড চালাচ্ছেন। অর্ডারও আসছে, কিন্তু—
❌ ওয়েবসাইটে Pixel সেটআপ নেই বা ভুল আছে।
❌ কোন কাস্টমার কীভাবে কিনছে বোঝেন না।
❌ Add to Cart বা Purchase ইভেন্ট ঠিকমতো ট্র্যাক হয় না।
❌ রিপোর্টে কোন অ্যাড কাজ করছে আর কোনটা বাজেট নষ্ট করছে স্পষ্ট হয় না।
ফলাফল কী?
আপনি টাকা খরচ করছেন, কিন্তু কোন মার্কেটিং ডিসিশন নিতেই পারছেন না। আর iOS আপডেট, কুকি ব্লকিং – এগুলো আপনার ডেটা আরও অদৃশ্য করে দিচ্ছে।
এই সমস্যার সমাধান একদম সহজ।
Echo Flick এনেছে আপনার জন্য একটা Complete Tracking Solution, যা আপনার বর্তমান ও ভবিষ্যতের মার্কেটিং ডিসিশনগুলোকে ডেটা-ভিত্তিক ও প্রফিটেবল করে তুলবে।
আমরা যেগুলো দিচ্ছি:
✅ Facebook Pixel একদম সঠিকভাবে সেটআপ করা হবে
✅ Conversion API (CAPI) যুক্ত করা হবে, যাতে iOS ইউজারদের ডেটাও হারিয়ে না যায়
✅ WooCommerce এর প্রতিটি ইভেন্ট (View, ATC, Purchase) নির্ভুলভাবে ট্র্যাক করা হবে
✅ Custom Event Tracking – আপনার বিজনেসের স্পেশাল ইভেন্টগুলোও বাদ পড়বে না
✅ Data Layer Integration – যাতে সব ডেটা ক্লিয়ার ও স্ট্রাকচারড থাকে
✅ GTM Debug & Fixes – পুরনো ভুল বা GTM ঝামেলাও মিটে যাবে
✅ GA4, Microsoft Clarity, Hotjar, Looker Studio – সব ইন্টিগ্রেট করা হবে, যেন একসাথে ডেটা দেখা, বোঝা ও রিপোর্ট করা সহজ হয়
📈 একবার ট্র্যাকিং ঠিকমতো বসে গেলে, আপনি স্পষ্ট দেখতে পারবেন –
→ কোন অ্যাড থেকে কত অর্ডার আসছে
→ কোন অ্যাডে বাজেট নষ্ট হচ্ছে
→ এবং কোথায় স্কেল করলে লাভ বাড়বে
ফলাফল? ROAS বাড়বে, বাজেট অপচয় কমবে – আর আপনি বুঝে-শুনে ব্যবসার সিদ্ধান্ত নিতে পারবেন।

👇 Boost করে টাকা নষ্ট করার দিন শেষ। এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন, আপনার ফ্রি ট্র্যাকিং অডিট বুক করুন।

💡 Pixel + Conversion API ঠিক থাকলে আপনার বিজনেস আর অনুমান নির্ভর থাকবে না। ডেটা দেখুন, সিদ্ধান্ত নিন, সেলস বাড়ান। এটিই আপনার বিজনেসের জন্য সবচেয়ে বড় গেম-চেঞ্জার।

24/06/2025

Echo Flick একটি বিশেষায়িত Tracking সার্ভিস এজেন্সি – যারা শুধু Facebook Pixel নয়, বরং WordPress, WooCommerce, Custom Event, Data Layer ইত্যাদি সর্বোচ্চ মানের সার্ভিস দিয়ে থাকে। এই স্লাইডে দেখুন কেন Echo Flick কে বেছে নেবেন আপনি এবং আপনার ব্যবসা।

“Echo Flick মানেই সঠিক Tracking, প্রফেশনাল সেটআপ” অনেকেই আজকাল Pixel বসাতে পারেন, Events ফায়ার করতে পারেন। কিন্তু আপনি ক...
24/06/2025

“Echo Flick মানেই সঠিক Tracking, প্রফেশনাল সেটআপ”

অনেকেই আজকাল Pixel বসাতে পারেন, Events ফায়ার করতে পারেন।
কিন্তু আপনি কি জানেন, সেই Events কি Facebook ঠিকমতো পাচ্ছে?
Echo Flick কাজ করে শুধু Tools নয়, Result নিয়ে।
আমরা আপনার সাইটে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখি:
🔹 Facebook Pixel
🔹 Conversion API (server-side)
🔹 WooCommerce Purchase & Custom Events
🔹 GTM Debug & Fix
🔹 Data Layer Integration
🔹 Button, Scroll, Form Tracking
আমরা কোনো guesswork করি না।
আমরা Google Tag Manager ব্যবহার করে clean, lightweight, efficient tracking structure দেই।
তাই যারা আমাদের কাজ নিয়েছে, তারা শুধু “Ads Run” না, “Data-Driven Growth” করতে পেরেছে।
📥 আজই ইনবক্স করুন — লিখুন “Tracking চাই”।

23/06/2025

সঠিক tracking না থাকলে, Facebook Ads-কে optimize করা যায় না। আপনি হয়তো ভাবছেন Ads ভালো চলছে, অথচ ডেটা বলছে উল্টো। Echo Flick এর GTM Debug & Fix সার্ভিস দিয়ে আপনার সব Tracking Issue চেক এবং ফিক্স করা হয়। এই স্লাইডে দেখুন কীভাবে।

“WooCommerce Store চালাচ্ছেন? তাহলে Tracking টা সঠিক তো?” আপনার WooCommerce সাইটে কি “Purchase Event” ঠিকঠাক ফায়ার হচ্ছে...
23/06/2025

“WooCommerce Store চালাচ্ছেন? তাহলে Tracking টা সঠিক তো?”

আপনার WooCommerce সাইটে কি “Purchase Event” ঠিকঠাক ফায়ার হচ্ছে?
অথবা কি একই ইভেন্ট বারবার ফায়ার হচ্ছে?
কিংবা একটাই অ্যাড টু কার্ট-এ Pixel আর CAPI দুবার করে রিপোর্ট করছে?
❌ এইসব সমস্যা আপনি চোখে দেখেন না। কিন্তু Facebook-এ Ads অপটিমাইজ হয় না, কনভার্সন রিপোর্ট হয় ভুল, আর বাজেট চলে যায় অপচয়ে।
Echo Flick করে থাকে:
🛠️ Full GTM Debug
⚙️ WooCommerce এর Custom Event Fix
📊 Purchase, Add to Cart, Initiate Checkout সব event ঠিকঠাক কাজ করছে কিনা — সেই নিশ্চিতকরণ
আমরা কোড লেভেলে চেক করে সঠিক tracking বসিয়ে দেই — যাতে আপনি Ad performance পুরোপুরি বুঝতে পারেন।
📥 মেসেজ করুন — লিখুন “Woo Fix চাই”।

22/06/2025

ক্লায়েন্ট form পূরণ করছে? ফোন নম্বরে ক্লিক করছে? Checkout দিচ্ছে? যদি এসব event ঠিকমতো ট্র্যাক না হয়, তাহলে ডেটা-ভিত্তিক ডিসিশন সম্ভব না। Echo Flick আপনার সাইটে Custom Event + GTM এর মাধ্যমে সম্পূর্ণ tracking সেটআপ করে। এই স্লাইডে জানুন কী কী Event ট্র্যাক করা যায়।

“আপনার ওয়েবসাইটে কে কী করছে — জানেন?”(সার্ভিস: Custom Event Tracking) একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢুকল। সে হয়তো আপনার সা...
22/06/2025

“আপনার ওয়েবসাইটে কে কী করছে — জানেন?”
(সার্ভিস: Custom Event Tracking)

একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢুকল।
সে হয়তো আপনার সার্ভিস পড়ল, হয়তো ফোন নাম্বারে ক্লিক করল, হয়তো ফর্ম পুরণ করে সাবমিট করল।
কিন্তু আপনি জানেন না…
👉 কে করল, কখন করল, কোন পেজে করল?
এটা কি সমস্যা মনে হচ্ছে না?
কল্পনা করুন — আপনি দোকান খুলে বসেছেন, কিন্তু জানেন না কারা ঢুকছে, কে দেখছে, কে কিছু বলছে।
Echo Flick সেটআপ করে Custom Event Tracking,
যাতে আপনি pixel এ শুধু "Page View" না, বরং দেখতে পান:
✅ কে Scroll করল
✅ কে Button-এ ক্লিক করল
✅ কে ফর্ম সাবমিট করল
✅ কে ফোন নাম্বারে ট্যাপ করল
✅ এমনকি কে ২৫ সেকেন্ড ওয়েবসাইটে থাকল
এই ডেটা দিয়েই আপনার বিজনেস decision নেবে।
📥 এখনই মেসেজ করুন — লিখুন “Event চাই”।

21/06/2025

Browser-based tracking এখন পুরানো। iOS14+, Cookie Restriction সবকিছু tracking-কে কঠিন করে দিয়েছে। সমাধান? Server-Side Tracking / Conversion API। এই স্লাইডে দেখুন, Echo Flick কিভাবে আপনার WooCommerce বা WordPress সাইটে Conversion API implement করে এবং ROAS বাড়িয়ে দেয়।

“iOS 14 এর পর থেকে আপনার অ্যাড ফর্মুলা পুরনো হয়ে গেছে” iOS 14 আসার পর থেকে আপনি কি লক্ষ্য করেছেন— আগে যেই অ্যাডে ১০ টা স...
21/06/2025

“iOS 14 এর পর থেকে আপনার অ্যাড ফর্মুলা পুরনো হয়ে গেছে”

iOS 14 আসার পর থেকে আপনি কি লক্ষ্য করেছেন—
আগে যেই অ্যাডে ১০ টা সেল হতো, এখন ২ টাও হয় না?
এটা আপনার ক্রিয়েটিভের দোষ না।
এটা আপনার অ্যাড বাজেটের দোষ না।
👉 এটা আপনার ট্র্যাকিং ব্রেক হয়ে যাওয়ার ফলাফল।
ব্রাউজার এখন আর সব ডেটা পাঠায় না।
Cookies ব্লক হয়ে যায়, ইউজার tracking allow না করলে কিছুই আসে না।
সেই জন্যই Conversion API লাগবেই —
👉 সার্ভার থেকে সরাসরি Facebook-এ ডেটা পাঠানোর জন্য।
Echo Flick CAPI সেটআপ করে WordPress/WooCommerce এর জন্য

1. সার্ভার সাইড
2. ডুপ্লিকেট ছাড়া
3. ব্রাউজার+সার্ভার কম্বিনেশনসহ

এখন থেকেই আপনিও modern tracking system এ চলে আসুন।
📥 “CAPI চাই” লিখে ইনবক্স করুন — আমরা আপনার জন্য বসিয়ে দেব।

“Pixel ছাড়া আপনি অন্ধকারে দৌড়াচ্ছেন” অনেকেই আজকাল ফেসবুক অ্যাড চালাচ্ছেন। কিন্তু বেশিরভাগই জানেন না — Pixel না বসিয়ে অ্য...
20/06/2025

“Pixel ছাড়া আপনি অন্ধকারে দৌড়াচ্ছেন”

অনেকেই আজকাল ফেসবুক অ্যাড চালাচ্ছেন।
কিন্তু বেশিরভাগই জানেন না — Pixel না বসিয়ে অ্যাড মানেই
👉 চোখ বন্ধ করে রাস্তা পার হওয়া।
Pixel কি শুধু বসালেই হয়?
❌ না! সঠিকভাবে সেটআপ, প্রপার ইভেন্ট ফায়ারিং, এবং ব্রাউজার থেকে সঠিক সিগন্যাল পাঠানো — এসব কিছুই দরকার।
Echo Flick ঠিক এখানেই কাজ করে।
আমরা আপনার ওয়েবসাইটে ব্রাউজার-ভিত্তিক Pixel বসাই Google Tag Manager দিয়ে — যতগুলো ইভেন্ট দরকার, ঠিক ততগুলো।
💡 ফলাফল? আপনি জানবেন কোন অ্যাড কতটা কাজে আসছে।
আর সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারবেন।
চোখ বন্ধ করে নয় — এবার দেখা যাচ্ছে সব।
📥 DM করুন “Pixel Setup” লিখে — শুরু হোক আপনার Smarter Marketing যাত্রা।

05/03/2025

How Much Money Are You Losing Every Day Without a Website for Your Restaurant?

If your restaurant doesn’t have a website, you’re losing potential customers and revenue daily. But how much exactly? Let’s break it down!

🔹 The Cost of Not Having a Website
❌ Missed Online Orders – People prefer ordering food online. Without a website, they go to competitors.
❌ Lost Local Customers – 70% of diners search for restaurants on Google before visiting. If they can’t find you, they won’t come.
❌ No Direct Sales – Relying only on food delivery apps means paying 20-30% commissions on every order.
❌ Weaker Brand Presence – Without a website, you have no direct way to showcase your menu, offers, and unique identity.

🔹 Real Numbers – Let’s Calculate!
Imagine you get 10 online orders per day with an average order value of $20:
✔ With your own website: $200/day = $6,000/month (100% profit)
❌ Through a food delivery app (30% commission): $140/day = $4,200/month (You lose $1,800/month!)

🔹 Solution: Get a Website & Take Back Your Profits!
✔ Accept online orders directly & avoid high commissions.
✔ Rank higher on Google and attract more local customers.
✔ Build customer loyalty through special offers & direct marketing.

👉 Still relying on food delivery apps alone? It’s time to invest in your own website and stop losing money! 🚀

Address

Patgram

Opening Hours

Monday 11:00 - 02:00
Tuesday 11:00 - 02:00
Wednesday 11:00 - 02:00
Thursday 11:00 - 02:00
Friday 14:30 - 02:00
Saturday 11:00 - 02:00
Sunday 11:00 - 02:00

Telephone

+8801400116443

Alerts

Be the first to know and let us send you an email when Echo Flick posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Echo Flick:

Share