05/07/2025
অনেক চিন্তা করে দেখলাম এই কন্টেন্ট বানানো জগতটা সবার জন্য না,আর যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হলো এই জগতটা আমার জন্য মোটেও না।
আর সেটার কারণটা অনেক সাধারণ, এই যেমন এইসব ব্লগাররা জীবনের প্রতিটা মুহূর্ত ভিডিও করতে পারে সেটা যেমনই পরিস্থিতি হোকনা কেন।
যেমন কিছুদিন আছে ব্লগার শিশির ভাইয়ের বাবার কিছুদিন আগে হার্টের অপারেশন হয়েছে,তখন দেখলাম তারা প্রতিদিন টাইম টু টাইম ভিডিও দিচ্ছে প্রতিটা মোমেন্টের একটা সিন ও দেখি বাদ দেন না,পারলে অপারেশনের ভিডিও টাও করে দেন।
তাদের মত হাজার ব্লগারদের দেখেছি প্রতিটিদিন প্রতিটা মুহূর্তের ভিডিও শেয়ার করে।এমন ও দেখেছি বাচ্চা ব্যথা পেলেও আগে ভিডিও করে তারপর মেডিসিন দেয়।
আর আমার মত ব্লগার প্রতিদিন আর প্রতি মুহূর্তের ভিডিও টাইম মত দিতে পারি না তার কারণ,যদি বাসায় বাচ্চারা ব্যথা পায় বা অসুস্থ হয় তাহলে ভুলে যাই মোবাইলের কথা তাহলে ভিডিওটা কিভাবে করব,তারপর বাসার পরিস্থিতি যখন ঠিক হয় তখন আবার চেষ্টা করি সময় মত ভিডিও দেওয়ার।
কিন্তু বিশ্বাস করেন আমিও চাই তাদের মত ব্লগার হতে কিন্তু দিনশেষে আমি হেরে যাই আমার মায়ার কাছে। আজ প্রায় ১ মাসের বেশি হয়ে গেল মা অসুস্থ ,৪ দিন হলো মেডিকেল ভর্তি তাই ফেসবুক পেইজে একটিভ থাকতে পারি না, ভিডিও দিতে পারি না নিয়ম মত,
আর তখন বুঝলাম এই
জগতটা আমার জন্য না, কারণ আমি কিছু হলেই হাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারি না,আবার সেই ভিডিও এডিট করে সময় মত ছাড়তে পারি না।
আমার জীবনে বা আমার আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে সেইগুলা যদি আমি প্রতিদিন ভিডিও করে ছাড়তে পারতাম তাদের মত তাহলে মনে হয় এতদিন আমিও বড় সেলিব্রিটি হয়ে যেতে পারতাম। কিন্তু দিনশেষে আমার বিবেক আমাকে বাধা দেয়!
আমি সত্যি বলতে গুছিয়ে কথা বলতে পারি না তাই
ভুল ক্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে।
কিন্তু দিনশেষে আমার গোলামী মনে প্রশ্ন জাগে এই ব্লগার গুলো আসলে মানুষ না কি এলিয়েন?? মানুষের ইমোশন নিয়ে এরা আর কত খেলবে??