Ahmed Khairul

Ahmed Khairul অন্যের ভালো চাইতে শিখুন ৲ স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার! দেশের জন্য,দেশের মানুষের জন্য ভালো কিছু করলে,নিজের জন্য অটো হয়ে যাবে ৲

কোথাও কোন গড়মিল হচ্ছে 🤣 অটো অটো ফলোয়ার বাড়ছে 🥺
10/07/2025

কোথাও কোন গড়মিল হচ্ছে 🤣 অটো অটো ফলোয়ার বাড়ছে 🥺

🔴 আমেরিকার “ফেইসবুক” চীন ব‍্যবহার করে না। চীন সেটাকে ব‍্যান করে রেখেছে। তবে বিকল্প একটা তৈরি করেছে।আমেরিকার গুগল ওরা ব‍্...
08/07/2025

🔴 আমেরিকার “ফেইসবুক” চীন ব‍্যবহার করে না। চীন সেটাকে ব‍্যান করে রেখেছে। তবে বিকল্প একটা তৈরি করেছে।
আমেরিকার গুগল ওরা ব‍্যবহার করে না। গুগল ম‍্যাপ ব‍্যবহার করে না। চীন নিজেরাই বিকল্প এপ তৈরি করেছে—বাইডু!
WeChat নামক জনপ্রিয় এক এপ দিয়ে চীনের মানুষ বহু কাজ করে ফেলে।

আমেরিকান পণ‍্য ব‍্যবহার করে, আমেরিকার অর্থনীতিকে শক্ত করতে রাজি না চীন। কিন্তু চীনের পণ‍্য সারা পৃথিবীতে ওরা ছড়িয়ে দিবে। পণ‍্য আর মানুষ—এই দুই জিনিস চীন সারা দুনিয়াতে দিয়ে দিয়েছে।

এদিকে আমেরিকা থেকে প্রফেসর নিয়ে যায় চীন। নোবেল বিজয়ী বিজ্ঞানীকে মোটা অংকের টাকা দিয়ে নিয়ে যায়। আর সারা দুনিয়া থেকে ছেঁকে ছেঁকে নিয়ে যায় চাইনিজ ব্রিলিয়ান্টদের। এই ছাঁকা পরীক্ষায় যারা ঢুকতে পারে না, তারা অন‍্য দেশে পড়ে থাকলেও, চীন সেটা নিয়ে মাথাও ঘামায় না। You stand with the best, you get into the best! এটাই হলো ওদের প্রিন্সিপাল।

যে জাপানর সাথে তাদের রাজনৈতিক চির শত্রুতা, সেই জাপানের বিশ্ববিদ‍্যালয়গুলোতে পর্যন্ত, চীনের ছেলে-মেয়েরা ভরা।

অথচ বাংলাদেশের কয়েক লক্ষ রোগী প্রতিবছর শুধু বিদেশে যায় চিকিৎসা নিতে। দেশের টাকা ঢেলে দেয় বিদেশে গিয়ে। দেশে সে মানের চিকিৎসা সেবা পায় না বলে অভিযোগ-আক্ষেপ। দেশের পয়সাওয়ালারা ছেলে-মেয়েদেরকে টাকা দিয়ে বিদেশে পড়ায়। অথচ ৫৩ বছরেও একটা বিশ্ববিদ‍্যালয় বিশ্বমানের হয়ে উঠে না।

রাজনীতিবিদরা, চাকরিজীবিরা দুর্নীতি করে বাড়ি কিনে বিদেশে। শিল্পপতিরা শ্রমিকদের বেতন বাড়াতে চায় না, কিন্তু কানাডা, সিঙ্গাপুর টাকা জমায়। রাজনীতিবিদরা লুট-পাট করে ক্ষমতা শেষ হলে বিদেশে বসে দেশ নিয়ে চক্রান্ত করে। মিথ‍্যা ছড়ায়। দেশের বহু ব্রিলিয়ান্ট ছেলে-মেয়ে দেশ ছাড়ে। দেশে ফিরতে পারে না। ফেরার পথগুলো সব বন্ধ করে রাখা হয়েছে যতোসব পুরোনো নিয়ম-নীতি দিয়ে।

কিন্তু আমেরিকার ফেইসবুক, ইউটিউব ব‍্যবহার করে, আমেরিকার অর্থনীতিকে শক্ত করছি। জাপানের গাড়ি কিনছি। ভারতের ডাক্তারদের ধনী করছি। চীনের ইঞ্জিনিয়ারদের পয়সা দিচ্ছি। আমাদের কর্পোরেট চাকরি করছে চীন-ভারত-শ্রীলংকার লোকজন। এদিকে ভূ-মধ‍্যসাগরে আমাদের তরুণরা নৌকাডুবিতে মরে। আর গ্রামের কলেজেও অনার্স খুলে একটা প্রজন্মকে বানানো হয়েছে বামন-বুদ্ধির। ঘরে ঘরে জন্ম নিয়েছে সহ-সভাপতি।

আমরা তো সব হারাই। পাই কি? আমাদের দরকার এমন পরিকল্পনা ও নীতি, যেখানে দেশটা সবদিক দিয়ে গেইন করবে বেশি। লুজ করবে কম। দাঁড়াতে হলে নেট গেইন বাড়াতে হবে—সর্বক্ষেত্রে। .......................
Credit:RAUFUL ALAM

জিমে না গিয়েও যদি এমন 🤣 (AI +)
04/07/2025

জিমে না গিয়েও যদি এমন 🤣 (AI +)

অপেক্ষা অবশ্যই করা উচিত! তবে মানুষের জন্য না,,,,ভালো সময়ের জন্য 😊Alhamduillah 🌿 Horse.
25/06/2025

অপেক্ষা অবশ্যই করা উচিত! তবে মানুষের জন্য না,,,,ভালো সময়ের জন্য 😊

Alhamduillah 🌿 Horse.

Horse 🐎
22/06/2025

Horse 🐎

অসম্ভব সুন্দর 🌸
13/06/2025

অসম্ভব সুন্দর 🌸

ফুল মানেই সুন্দর, সেটা টবে হোক আর জঙ্গলে🌿
10/06/2025

ফুল মানেই সুন্দর, সেটা টবে হোক আর জঙ্গলে🌿

যখন ফুল ছিলাম সে তখন আসেনি 🌸
04/06/2025

যখন ফুল ছিলাম সে তখন আসেনি 🌸

জীবনের প্রতিটি ধাপই আমাদের গড়ে তোলে—সাফল্য আমাদের উঁচুতে তোলে, আর ব্যর্থতা শেখায় আরও শক্তভাবে দাঁড়াতে।শেষ পর্যন্ত সবকিছু...
11/05/2025

জীবনের প্রতিটি ধাপই আমাদের গড়ে তোলে—সাফল্য আমাদের উঁচুতে তোলে, আর ব্যর্থতা শেখায় আরও শক্তভাবে দাঁড়াতে।

শেষ পর্যন্ত সবকিছুই অভিজ্ঞতা, আর সেটাই জীবনের আসল শিক্ষা।

পৃথিবীর সবচাইতে দামী দুটি জিনিস হলো, বিশ্বাস আর অপেক্ষা 😊
08/05/2025

পৃথিবীর সবচাইতে দামী দুটি জিনিস হলো, বিশ্বাস আর অপেক্ষা 😊

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Khairul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Khairul:

Share

Category