Introvert Mimusops

Introvert Mimusops Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Introvert Mimusops, Video Creator, Rajshahi.

তোমার অবহেলাগুলো নিজেকে
পাথর বানিয়েছে,
ভুলতে শিখিয়েছে সব আক্ষেপ।
বুঝিয়েছে
যেখানে আমার অস্তিত্বের অভাব
তোমার হ্নদপিন্ডকে স্থির করতে পারে না-
সেখানে আমার
বুকের পাজরে অদেখা ভুমিকম্প
তোমার মনকে গলাতে পারবে না।

06/06/2025

৫০০ শ এর ভাড়া ১১০০শ
তাই সেনাবাহিনীর তরফ থেকে ঈদ সালামি 🥰

এমন ঈদ সালামি, CNG, ও three wheeler এর জন্যও বরাদ্দ চাই ✋

28/05/2025

Beauty of Jamil Madrasa (Bogura)

Masallah🤲

23/05/2025

একেকটা দীর্ঘশ্বাসের আড়ালে শূন্যতার ভীড় থাকে.. কে বা দূর.. কেই বা আগলে রাখে!? গ্রাস করা নিপূন অবকাশের কোলাহল ছেড়ে কোন এক অসীম শূন‍্যতায় পাড়ি দিতে হবে একদিন। আমি নামে কেউ রবে না ব‍্যস্ততার ভীড়ে আমিও মলিন..!!

ছেলেরা কেমন জানেন?তারা কখনও আপনাকে বুঝতে দেবে না—তাদের হৃদয়ের নিভৃত কোনায় আপনার জন্য কতটুকু ভালোবাসা জমে আছে।প্রতিটি ছেল...
28/04/2025

ছেলেরা কেমন জানেন?

তারা কখনও আপনাকে বুঝতে দেবে না—
তাদের হৃদয়ের নিভৃত কোনায় আপনার জন্য কতটুকু ভালোবাসা জমে আছে।
প্রতিটি ছেলে, যতই কঠিন হোক,
কেউ একটিবার হাসলে তার ভেতরে জেগে ওঠে এক স্বর্গীয় আলো।

ভালোবাসার মানুষের একটি নিঃশব্দ হাসি—
একজন ছেলের জীবনকে আলোকিত করে দেয়,
যেমন ঘন অন্ধকারে হঠাৎ জ্বলতে থাকা দীপশিখা।

আপনি টেরও পাবেন না,
কিন্তু সেই হাসিমুখের জন্যই
একজন ছেলে নির্দ্বিধায় পুরো জীবন কাটিয়ে দিতে পারে,
বিনিময়ে চায় না কোনো রাজসিক সিংহাসন,
চায় শুধু কিছু নিঃশব্দ মুহূর্তের আশীর্বাদ।

আপনি যতোই আয় করুন না কেন,
একটি গোলাপফুল হাতে নিয়ে গেলে,
যার দাম হয়তো মাত্র ২০ টাকা,
তবুও প্রিয় মুখের এক চিলতে হাসিতে
আপনি খুঁজে পাবেন অনন্ত শান্তির স্বাদ।

জীবনের নির্জন বাঁকে,
প্রতিটি পুরুষের প্রয়োজন হয় একজন শখের মানুষ,
যে তার ভেতরের ক্লান্তি, বিষাদ আর নিঃসঙ্গতা সরিয়ে
হাসির রোদের মতো তাকে আলোকিত করে রাখবে।

কিন্তু প্রশ্ন রয়ে যায়...
এই বিশাল পৃথিবীর ভিড়ে,
আমরা কি সত্যিই সেই পবিত্র আত্মাকে খুঁজে পাই?
নাকি সারাজীবন সেই অনির্বচনীয় ভালোবাসার সন্ধানেই
আমরা হাঁটতে থাকি…
একটি অদেখা স্বপ্নের পেছনে?

©Emon

আপনি আমার সেই বাকরুদ্ধ কণ্ঠস্বর যার মায়ায় কাঁদি গভীর নিশিথে। আপনি আমার সেই অসাংবিধানিক প্রথম হৃদয় স্পর্শ যার আবেশে ভেস...
27/03/2025

আপনি আমার সেই বাকরুদ্ধ কণ্ঠস্বর যার মায়ায় কাঁদি গভীর নিশিথে।
আপনি আমার সেই অসাংবিধানিক প্রথম হৃদয় স্পর্শ যার আবেশে ভেসে বেড়াই স্বপ্নেলোকে...!!

©introvert Mimusops

"আপনি আমি আর এক কাপ চা নীরবতায় গুঞ্জন, শীতলতায় উষ্ণতা।মায়ার চাদরে মোড়ানো এক চিরন্তন গল্প।"🌸বা পাঁজরে থাকা কোমল হৃদয় ...
25/01/2025

"আপনি আমি আর এক কাপ চা
নীরবতায় গুঞ্জন, শীতলতায় উষ্ণতা।

মায়ার চাদরে মোড়ানো এক চিরন্তন গল্প।"🌸

বা পাঁজরে থাকা কোমল হৃদয় গহীনে স্পেশাল জায়গা টা আপানার,
আপনার আপনি আমার স্পেশাল ❤️❤️❤️

©Introvert Mimusops
--------( বকুল ফুল)--------

আপনি আমার অনন্ত কালের হাহাকার,  পৃথিবীর একমাত্র রত্ন কায়োথুইট এর চেয়ে দামি আপনি  শীতল, তবে  কী রুক্ষতা_আর আমি...???(ভুল...
21/01/2025

আপনি আমার অনন্ত কালের হাহাকার,

পৃথিবীর একমাত্র রত্ন কায়োথুইট এর চেয়ে দামি

আপনি শীতল, তবে কী রুক্ষতা_
আর আমি...???
(ভুলে ভরা প্রশ্নবিদ্ধ মানব)

তাহলে কী জীবন কমপ্লেক্স টাইট্রেশন এ আটকে রবে?

নাকি তীব্র প্রতীক্ষার পর সরলতার ছোঁয়া নিয়ে বুক পাঁজরে স্থান দিবেন??

©introvert_Mimusops

19/01/2025

ভুলে ভরা জীবনের জং ধরা মস্তিষ্কে আপনি প্রবল ঝড়
যদি কখনো আপনি আপনাকে ভুলে যেতে বলেন
আমি দ্বিধা পেড়িয়ে ভুলে যাব পৃথিবী!

©introvert_Mimusops

10/01/2025

তাহার চক্ষু পানে তাকাইয়া,
- নক্ষত্রের ন্যায় খসে পড়ে বিষাদেরা!'🖤🌸

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Introvert Mimusops posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category