28/04/2025
ছেলেরা কেমন জানেন?
তারা কখনও আপনাকে বুঝতে দেবে না—
তাদের হৃদয়ের নিভৃত কোনায় আপনার জন্য কতটুকু ভালোবাসা জমে আছে।
প্রতিটি ছেলে, যতই কঠিন হোক,
কেউ একটিবার হাসলে তার ভেতরে জেগে ওঠে এক স্বর্গীয় আলো।
ভালোবাসার মানুষের একটি নিঃশব্দ হাসি—
একজন ছেলের জীবনকে আলোকিত করে দেয়,
যেমন ঘন অন্ধকারে হঠাৎ জ্বলতে থাকা দীপশিখা।
আপনি টেরও পাবেন না,
কিন্তু সেই হাসিমুখের জন্যই
একজন ছেলে নির্দ্বিধায় পুরো জীবন কাটিয়ে দিতে পারে,
বিনিময়ে চায় না কোনো রাজসিক সিংহাসন,
চায় শুধু কিছু নিঃশব্দ মুহূর্তের আশীর্বাদ।
আপনি যতোই আয় করুন না কেন,
একটি গোলাপফুল হাতে নিয়ে গেলে,
যার দাম হয়তো মাত্র ২০ টাকা,
তবুও প্রিয় মুখের এক চিলতে হাসিতে
আপনি খুঁজে পাবেন অনন্ত শান্তির স্বাদ।
জীবনের নির্জন বাঁকে,
প্রতিটি পুরুষের প্রয়োজন হয় একজন শখের মানুষ,
যে তার ভেতরের ক্লান্তি, বিষাদ আর নিঃসঙ্গতা সরিয়ে
হাসির রোদের মতো তাকে আলোকিত করে রাখবে।
কিন্তু প্রশ্ন রয়ে যায়...
এই বিশাল পৃথিবীর ভিড়ে,
আমরা কি সত্যিই সেই পবিত্র আত্মাকে খুঁজে পাই?
নাকি সারাজীবন সেই অনির্বচনীয় ভালোবাসার সন্ধানেই
আমরা হাঁটতে থাকি…
একটি অদেখা স্বপ্নের পেছনে?
©Emon