Razia's creation

Razia's creation ‘রব আর বান্দা’র সম্পর্ক ছাড়া দুনিয়ার বাকি সব সম্পর্কেই লাভ-ক্ষতি জড়িত। আল্লাহকে ভালোবাসার মাঝে লাভ ব্যতীত ক্ষতির লেশমাত্র নেই।
(18)

🌻সকালের স্নিগ্ধ শুভেচ্ছা,🌻
14/01/2026

🌻সকালের স্নিগ্ধ শুভেচ্ছা,🌻

🍀কথাটা একদম ঠিক 🍀
13/01/2026

🍀কথাটা একদম ঠিক 🍀

13/01/2026

ওয়াও

🦋তুমি হয়তো জানো না, তোমার একটা ছোট্ট দোয়া তোমার তাকদির বদলে দিতে পারে।🦋 🍂শুভ সকাল 🍂
13/01/2026

🦋তুমি হয়তো জানো না, তোমার একটা ছোট্ট দোয়া তোমার তাকদির বদলে দিতে পারে।🦋 🍂শুভ সকাল 🍂

যদি আল্লাহকে ফুল দেওয়ার সুযোগ হয় তাহলে কেমন ফুল দিবেন?নিশ্চয়ই অনেক বেছে বেছে একদম তরতাজা, টাটকা ও খুশবুদার ফুলটাই বাছাই ...
13/01/2026

যদি আল্লাহকে ফুল দেওয়ার সুযোগ হয় তাহলে কেমন ফুল দিবেন?

নিশ্চয়ই অনেক বেছে বেছে একদম তরতাজা, টাটকা ও খুশবুদার ফুলটাই বাছাই করবেন।

আউয়াল ওয়াক্তের নামাজ হলো সেই খুশবুদার ফুল।
যত দেরি হয়, সময় চলে যায় ফুল তত শুকিয়ে যায়, ফুলের সৌন্দর্য কমে আসে।
এমন ফুল কি কখনো আল্লাহকে দিতে পছন্দ করবেন?
দেরিতে নামাজ আদায় হয় ঠিকই কিন্তু সেই তাজা ভালোবাসা, সেই বিশেষ সৌন্দর্য আর থাকে না। আউয়াল ওয়াক্তের নামাজ রবের দরবারে দেওয়া সবচেয়ে খুশবুদার ফুল। 🌹
Sadia Samha

দোয়া দ্রুত কবুল হওয়ার ৪ দিনের আমল।আপনি কি কখনও এমন দোয়া করেছেন যা বারবার করছেন, কিন্তু উত্তর আসে না?মন ভেঙে গেছে, ভাবছেন...
12/01/2026

দোয়া দ্রুত কবুল হওয়ার ৪ দিনের আমল।

আপনি কি কখনও এমন দোয়া করেছেন যা বারবার করছেন, কিন্তু উত্তর আসে না?
মন ভেঙে গেছে, ভাবছেন — আল্লাহ কি আমার দোয়া শোনেন না?
এই আমলটি তাদের জন্য, যাদের অন্তর অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েছে।

🌙 কুরআনে আল্লাহ তাআলা বলেন —
“আর তিনিই সেই সত্তা, যিনি তাঁর বান্দাদের দোয়া কবুল করেন।”
(সূরা আশ-শুরা, আয়াত ২৬)

এই আয়াতের ব্যাখ্যায় উলামারা বলেন —
যখন বান্দা দোয়ার আগে আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করে,
আর সূরা আশ-শুরার এই আয়াতটি পড়ে দোয়া করে,
তখন সেই দোয়া দ্রুত আসমানের দরজা ছুঁয়ে ফেলে ইনশাআল্লাহ।

🌿 আমলটি এমন:
১️⃣ প্রতিদিন ফজরের পর বা রাতে তাহাজ্জুদের আগে
২️⃣ ৩ বার সূরা আশ-শুরার ২৬ নম্বর আয়াত পড়ুন
৩️⃣ তারপর আপনার দোয়া বলুন (মন থেকে, নিজের ভাষায়)

এভাবে ৪ দিন ধারাবাহিকভাবে করুন।

ইনশাআল্লাহ দেখবেন—যে দোয়া আপনি মাসের পর মাসে কবুল চাননি,
সেটি যেন হঠাৎ বাস্তবে ফল দিতে শুরু করেছে।
মনের ভেতর এক প্রশান্তি আসবে—“আমার রব সত্যিই আমাকে শুনেছেন।”

শেষ কথা:
কখনও কখনও দোয়া কবুল হতে দেরি হয় না,
বরং আল্লাহ চাচ্ছেন আপনি একটু বেশি ভালো জায়গায় পৌঁছান।
এই আমলটা শুরু করুন আজ রাত থেকেই—
হয়তো আপনার দোয়া আকাশ ছুঁয়ে ফেলবে ইনশাআল্লাহ
লেখা: সংগৃহীত

12/01/2026

শীতের সৌন্দর্য

🌻শুভ সকাল 🌻
12/01/2026

🌻শুভ সকাল 🌻

আল্লাহুম্মা আজিরনি মিনান্নার।আরবি: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِঅর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা ...
11/01/2026

আল্লাহুম্মা আজিরনি মিনান্নার।
আরবি: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
এই দোয়াটি পড়ার মূল উদ্দেশ্য হলো আখিরাতে বা পরকালে মহান আল্লাহর কঠিন শাস্তি (জাহান্নাম) থেকে আশ্রয় প্রার্থনা করা। একজন মুমিনের জীবনের অন্যতম লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে দূরে থাকা। রাসুলুল্লাহ (সা.) এই দোয়াটি শিখিয়েছেন যাতে আমরা নিয়মিত আল্লাহর কাছে নিরাপত্তার আবেদন জানাই।

হাদিস অনুযায়ী এই দোয়াটি পড়ার বিশেষ দুটি সময় রয়েছে,,,,,
🤲ফজরের নামাজের পর: ফজর নামাজের সালাম ফেরানোর পর কারো সাথে কথা বলার আগে ৭ বার।
🤲মাগরিবের নামাজের পর: মাগরিবের নামাজের সালাম ফেরানোর পর কারো সাথে কথা বলার আগে ৭ বার।

যদি কেউ ফজর বা মাগরিবের পর এই দোয়াটি ৭ বার পাঠ করে এবং ওই দিন বা রাতে তার মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন।

Munia Bassar…..✍🏻

দোয়া কবুলের  সবচেয়ে পরীক্ষিত আমল:  – ৫০০ বার এই যিকির পড়ুন, আল্লাহ দোয়া কবুল করবেন!ভাই-বোনেরা, চোখ বন্ধ করে ভাবুন – আ...
11/01/2026

দোয়া কবুলের সবচেয়ে পরীক্ষিত আমল:

– ৫০০ বার এই যিকির পড়ুন, আল্লাহ দোয়া কবুল করবেন!
ভাই-বোনেরা, চোখ বন্ধ করে ভাবুন – আপনার মনে একটি বড় হাজত, দোয়া করছেন বারবার কিন্তু কবুল হচ্ছে না? চোখ ভিজে যায় রাতের নির্জনতায়? তাহলে এই পরীক্ষিত আমলটি করুন। হাদীসে বর্ণিত "লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ" জান্নাতের ধন, বিপদ দূর করে এবং দোয়া কবুলের দরজা খুলে দেয়। এই আমল করে অনেকের অলৌকিকভাবে অসম্ভব দোয়া কবুল হয়েছে!

এই আমলটি কীভাবে করবেন (সঠিক নিয়মে):

১. ইশার নামাজের পর বা তাহাজ্জুদের সময় উত্তমরূপে ওযু করে দু রাকাত নফল নামাজ আদায় করুন।

২. নামাজ শেষে ১০০ বার যেকোনো দরূদ শরীফ পড়ুন।

৩. তারপর ৪৯৯ বার পড়ুন:

"লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ"

৪. ৫০০তম বার পড়ুন:

"লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম"

৫. তারপর আবার ১০০ বার দরূদ শরীফ পড়ুন।

৬. শেষে হাত তুলে কাঁদতে কাঁদতে আপনার হাজতের দোয়া করুন – পূর্ণ বিশ্বাস নিয়ে।

হাদীসে রাসূল (সা.) বলেছেন: "লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ" জান্নাতের গুপ্তধন। (বুখারী, মুসলিম) এই যিকির পড়লে বিপদ দূর হয়, দোয়া কবুল হয় এবং আল্লাহর রহমত নাজিল হয়।

ইনশাআল্লাহ এই আমল পূর্ণ বিশ্বাস ও একাগ্রতায় করুন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, অন্তরে অফুরন্ত শান্তি নামবে। চোখ ভিজে যাবে কৃতজ্ঞতায়!

যারা এই পোস্ট দেখছেন, সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন, আমার জন্যও দোয়া করুন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমীন 🤲



আপনি কি আজ থেকে এই আমল শুরু করবেন!

🍀আলহামদুলিল্লাহ 🍀 ইংশাআল্লহ🦋
10/01/2026

🍀আলহামদুলিল্লাহ 🍀 ইংশাআল্লহ🦋

🦋শুভ সকাল 🦋
10/01/2026

🦋শুভ সকাল 🦋

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razia's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share