04/08/2023
হানাফি রা বলে আহলে হাদীসরা নাকি নামাজ চোর!
#আসলে কারা নামাজ চোর ও ইহুদিদের দালাল দলিলের মাধ্যমে প্রমাণ করব,,ইনশ-আল্লাহ।
নীচে দালিলিক আলোচনা করা হল।
===================
আহলে হাদীস দের সালাম ও জোরে আমিন শুনে ইহুদীদের শরীর জ্বলে আর হানাফীদের ও জ্বলে?এবার বিচার করুন? ইহুদীদের দালাল কারা
(ইবনে মাজাহ ৮৫৬)
• #আহলে হাদীসরা সালাতে রফউল ইয়াদাইন করে। হানাফীরা এটা চুরি করেছে।
#রফুল ইয়াদাইন এর হাদীস
সহিহ বুখারী, হাদিস নং ৭৩৫,৭৩৬,৭৩৮,৭৩৯
সহীহ মুসলিম হাদীস নং
৭৪৭,৭৪৮,৭৪৯'৭৫০,৭৫১
সুনানে আবুদাউদ হাদীস নং
৭২১,৭২২,৭২৩.৭২৫,৭২৬,৭২৭,৭২৮,৭২৯,৭৩০
================
• #আহলে হাদীসরা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ে। হানাফীরা এটা চুরি করেছে।
#সালাতে ফাতিহা পাঠের দলিল?
বুখারী-৭৫৬ (সুনানে নাশায়ী ৯০৯
================
#আহলে হাদীসরা সরবে আমীন বলে। হানাফীরা এটা চুরি করেছে।
#আমিন বলার হাদীস (বুখারী-৪৪৭৫-৭৮০
==============
#আহলে হাদীসরা ঈদের সালাতে বারো তাকবীরে দেয়। হানাফীরা ছয় তাকবীর চুরি করেছে।
#বারো_তাকবিরের হাদীস (আবু দাউদ-১১৫০)
=============
• #আহলে হাদীসরা জানাজার সালাতে সুরা ফাতিহা পড়ে। হানাফীরা এটা চুরি করেছে।
#যানাজা সালাতে ফাতিহা পাঠের দলিল (আবু দাউদ-৩১৯৮)
============
#আহলে হাদীসরা মসজিদে প্রবেশ করতেই দুই রাকাআত তাহিয়্যাতুল মসজিদ পড়ে।
#খুতবা চলাকালে হানাফীরা এটাকে হারাম করেছে।
মশজীদে প্রবেশ করে না বশা
বুখারী- ৪৪৪,৯৩১
===========
#আহলে হাদীসরা প্রত্যেক বৈঠকে তাশাহ্হুদের সাথে দরুদ পড়াকে জায়েজ মনে করে।
হানাফীরা দুই বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে দরুদ পড়াকে নাজায়েজ মনে করে।
(বুখারী ৮৩১)
=========
#আহলে হাদীসরা মাগরিবের ফরজের আগে দুই রাকাআত সুন্নাত পড়ে। হানাফীরা এটা চুরি করেছে।
#মিশকা ১১৬৫
==========
আহলে হাদীসরা খুতবাহ দেওয়ার সময় লাঠি হাতে রাখে। হানাফীরা এটা চুরি করেছে।
#আবুদাউদ ১০৯৬
===============
#আহলে হাদীসরা কুরআন সুন্নাহ বিরোধী না হলে সমস্ত ইমামদের কথা সমানে মূল্যায়ন করে। হানাফীরা নির্দিষ্ট এক মাযহাবে গন্ডিবদ্ধ।
#কুরআন কুরআন/৪৭/সুরা মুহাম্মদ-আয়াত ৩৩
==============
#আহলে হাদীসরা আওয়াল ওয়াক্তে সালাত আদায় করে। হানাফীরা অলসতা
করে।
#আবুদাউদ ৪২৬
===========
আহলে হাদীসরা সাহরীর আজান দেয়। হানাফীরা এটা চুরি করেছে।
#বুখারী ৬২১-১৯১৮
===========
আহলে হাদীসরা বিতর সালাত পাঁচ, সাত এমনকি নয় রাকাআতকেও জায়েজ মনে করে। হানাফীরা তিনের বেশি পড়াকে জায়েজ মনে করে না।
#ইবনে মাজাহ ১১৯০
==========
#আহলে হাদীসরা সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়। হানাফীরা দাঁড়ায় না।
বুখারি ৭২৫ আবুদাউদ ৬৬২,৬৬৬
=========
#আহলে হাদীসরা ৩৩ বার সুবহানাল্লাহ,
৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর পড়ে। হানাফীরা তিন ওয়াক্ত চুরি করেছে।
#সুনানে নাশায়ী-১৩৪৯ (হাদীস সম্ভার -৭২৮)
===========
তাশাহ্হুদের পুরো বৈঠক জুড়ে শাহাদাত আঙুল নাড়ায় অথবা ইশারা করে। হানাফীরা দুই সেকেন্ডের জন্য ঠুক করে তুলে ঠুক করে নামিয়ে ফেলে।
সুনানে নাশায়ী ৮৮৯,)
আশা করি এবার বুঝে গিয়েছেন ইহুদীদের দালাল কারা✅