কালাই-জয়পুরহাট

কালাই-জয়পুরহাট কালাই উপজেলার আপডেট পেতে লাইক দিন

17/08/2023

আপনি ওয়াজের মঞ্চে বসে রাজনৈতিক প্যাচাল পারবেন।বিরোধী মতের লোকদের জাহান্নামী ফতোয়া দিবেন।সুরেলা কণ্ঠে গান ধরবেন-''ও বুবু ও বুবু আপনি ভারত চলে যান।''ওয়াজে বসে স্বাধীনতার মহান স্থপতি বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করবেন,হাসি ঠাট্টা করবেন!আপনি প্রতিষ্ঠিত গণতন্ত্রকে বুকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এম পি হয়ে সংসদে ভাষণ দিবেন,সুদের কারবারি এন.জি.ও অনুমোদন দিবেন,মদের লাইসেন্স দিবেন।
আর বিরোধীপক্ষ আপনাকে খোঁচা দিলেই আপনি হয়ে যান-আলেম,আপনি শায়েখ,আপনি তাফসিরকারক!!
আপনার টেলিফোন লাইট্টাফিসের স্ক্যান্ডালের কথা না ই বললাম!
সারাজীবন করলেন রাজনীতি।যেই আপনি এবং আপনার দল দেশের অস্তিত্বের বিপক্ষে ছিলো সেই দলের সাংসদ হয়ে রাজনীতি করলেন।এই উপমহাদেশে ধর্মপ্রচারকরা,সুফিরা শান্তির কথা বলেছেন,আর ধর্ম প্রচারের সভায়,ওয়াজে আপনি দিয়েছেন একের পর এক উস্কানিমূলক বয়ান।স্বাধীনতার বিরোধিতা করেছেন।সি আর দত্তকে শিয়াল দত্ত,শহীদ জননী জাহানারা ইমামকে বলেছেন জাহান্নামের ইমাম,ডঃকুদর ই খোদাকে গজবই খোদা বলে নাম বিকৃত করেছেন প্রকাশ্যে।প্রকাশ্য ওয়াজে বলেছেন যারা আপনাকে রাজাকার বলে তারা পিতৃ-পরিচয়হীন জারজ।আপনি দুঃসাহস দেখিয়েছেন,বঙ্গবন্ধু কে বলেছেন বঙ্গবল্টু!!!
রাজনীতিবিদ হলে পোক খেতেই হয়।
রাজনীতি করেছেন,ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন।
মরার পরেও আপনার রেখে যাওয়া শিষ্য দিয়ে রাজনীতি করে যাচ্ছেন।কখনো আপনাকে আকাশে চাঁদে দেখা যায়!কখনো আপনার মৃত্যুতে রিকটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়।গুজব রটে আপনার গায়েবি জানাজা হয় পবিত্র কাবায়,পবিত্র কাবার সিডিতে আপনার ইডিটেড ছবি ভেসে আসে টাইমলাইনে!!আর কত!আর কত!!
কিন্তু দিনশেষে-
''যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়।কারন মিথ্যা তার প্রকৃতগত কারনেই বিলুপ্ত হয়ে যায়।"
সূরা-ইসরা,অধ্যায়-১৭,আয়াত-৮১
বলা হয় মৃত ব্যক্তির নামে সমালোচনা করা ঠিক নয়।
ভুল ক্ষমা করে মহান আল্লাহ সকল মুসলিম কে জান্নাতুল ফেরদৌস দান করুক।

04/07/2023

আইকিউ টেস্ট

ক্লাসে ছাত্র পায়ের উপর পা তুলে বসে আছে। শিক্ষক ছাত্রকে যা বলল তা একটি দেশের নাম। শিক্ষক ছাত্রকে কী বলেছিল?

03/07/2023

সতেরো থেকে ৪ বাদ দিলে ১৩ হয়।
সতেরো থেকে আর কি বাদ দিলে ১৩ হয় ❓

ব্যস্ততার পরিবর্তে উৎপাদনশীল হওয়ার দিকে মনোনিবেশ করুন।
03/07/2023

ব্যস্ততার পরিবর্তে উৎপাদনশীল হওয়ার দিকে মনোনিবেশ করুন।

কাঠ গোলাপের রাজ্যে 🌸💗
03/07/2023

কাঠ গোলাপের রাজ্যে 🌸💗

03/07/2023
খাটি গ্রামের দৃশ্য ২০২৩ ❤❤❤
03/07/2023

খাটি গ্রামের দৃশ্য ২০২৩ ❤❤❤

😃 গাছের নিচে পার্কিং করা ভালো 👇তবে সেটা কি গাছ দেখে নেওয়া ভালো ‼️
03/07/2023

😃 গাছের নিচে পার্কিং করা ভালো 👇
তবে সেটা কি গাছ দেখে নেওয়া ভালো ‼️

শৈশব হারিয়ে গেছে কিন্তু শৈশবের কাটানো আনন্দের দিনগুলি আজও মনে পড়ে যায় । ❤️
03/07/2023

শৈশব হারিয়ে গেছে কিন্তু শৈশবের কাটানো আনন্দের দিনগুলি আজও মনে পড়ে যায় । ❤️

নীলাদ্রি লেক,। 💜💜💜
03/07/2023

নীলাদ্রি লেক,। 💜💜💜

কালাই এম,ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব কালাই (ইউসাকের) এক দশক পূর্তিতে শিক্ষামেলা ও কৃতি ...
01/07/2023

কালাই এম,ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব কালাই (ইউসাকের) এক দশক পূর্তিতে শিক্ষামেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম,পি।

গ্রামের চিরচেনা দৃশ্য ♥️
01/07/2023

গ্রামের চিরচেনা দৃশ্য ♥️

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম!!!এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ...
01/07/2023

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম!!!
এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার সখ কেন.?

হঠাৎ মনে হল পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগল। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে।

বাসস্ট্যান্ডে এসে শুনলাম একঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটায় কাউকে হাত দিতে দেয় না। মাকেও না। এখন দেখি কত সাইড করেছে। খুলতেই তিনটে কাগজের টুকরো বেরল।

প্রথমটায় লেখা "ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন"। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা ডা: প্রেসক্রিপশন। লেখা "নতুন জুতো ব্যাবহার করবেন"। নতুন জুতো। মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলত বাবার উত্তর ছিল "আরে এটা এখনও ছ'মাস চলবে"।

তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। "পুরানো স্কুটার বদলে নতুন বাইক নিন" লেখা শোরুমের কাগজ। বাবার স্কুটার!! বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম। এখন আর জুতোটা পায়ে লাগছে না।

বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। একদৌড়ে সেই শোরুমটায়। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম।

কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম "বাবা আমার বাইক চাইনা। তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে।"

'মা' হল এমন একটা ব্যাঙ্ক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর 'বাবা' হল এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি।

Post

কদম ভবন ♥️
01/07/2023

কদম ভবন ♥️

বৃষ্টিময় শুভ সকাল।💜বর্ষার আগমনে পানিময় চারদিক।
01/07/2023

বৃষ্টিময় শুভ সকাল।💜
বর্ষার আগমনে পানিময় চারদিক।

01/07/2023

প্রায় ৬ মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী ওয়াই-ফাই পাসওয়ার্ড চাইলো। দিয়েও দিলাম, কারণ আমার তো আর অতিরিক্ত খরচ হচ্ছে না; এছাড়া নতুন প্রতিবেশীর সাথে একটু খাতিরও হলো।

গতকাল বাসায় ফিরছিলাম। উনাকে দরজার সামনে দেখে কুশল বিনিময় ও হাল্কা আলাপের মাঝে জানালেন যে সম্প্রতি উনি নেটফ্লিক্স এ সাবস্ক্রাইব করেছেন এবং নতুন নতুন ম্যুভি দেখে সময়টা ভালোই কাটছে। মজা করে বললাম -" ভাই সারাদিন এতো ব্যস্ত থাকি যে টিভি দেখার সময়ই পাই না। আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দিলে আমিও মাঝে মাঝে দুই-একটা সিরিয়াল দেখতাম।"

উনার ঘরের দরজা খোলা ছিল। ভিতর থেকে উনার গিন্নি প্রায় বেশ জোরে বলে উঠলেন-"পাসওয়ার্ড দিতে পারবো না। আমরা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি, পাসওয়ার্ড কেনো দিবো?"

কয়েক মুহূর্তের নিরবতা ভদ্রলোক ভাংলেন অপ্রস্তুত হাসি আর টুকটাক আলাপ শুরু করে। আমিও পালটা হাসি দিয়ে- "আরে কোন সমস্যা না" বলে নিজের বাসায় ঢুকে গেলাম।

কিছুক্ষন পর ভদ্রলোক আর তার গিন্নি হন্তদন্ত হয়ে বেল বাজালেন- দরজা খুলতেই জানালেন যে ওয়াইফাই কাজ করছে না, পাসওয়ার্ডও নিচ্ছে না, আর নেটফ্লিক্সও চালাতে পারছেন না।

এবার মুচকি হাসি দিয়ে বললাম- জি, পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। ইন্টারনেট বিলটা যেহেতু আমিই দিচ্ছি তাই পাসওয়ার্ড শেয়ার করবোনা ঠিক করেছি। মুখ শুকনা করে তারা ফিরে গেলেন। এর পর আর তাদের সাথে আন্তরিকতার দেখানোর প্রয়োজন অনুভব করিনি।"

লেখাটি একটা ইংরেজি লেখার অনুবাদ। তবে এর থেকে কিছু শিক্ষা অবশ্যই নেওয়া যায়-

বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মমতা, আন্তরিকতা, সন্মান এই সব কিছুই হওয়া উচিৎ পারস্পরিক।

নিরবতার বদলে নিরবতা, শুন্যতার বদলে শুন্যতা, মায়ার বদলে মায়া, অনুভূতির বদলে অনুভূতি, আনুগত্যর বদলে আনুগত্য, সন্মানের বদলে সন্মান- এভাবে চলতে পারলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব। এতে জীবনটা অনেক অনেক শান্তিময় হবে।

(সংগৃহীত)

Address

Kalai
Rajshahi
5930

Alerts

Be the first to know and let us send you an email when কালাই-জয়পুরহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share