17/08/2023
আপনি ওয়াজের মঞ্চে বসে রাজনৈতিক প্যাচাল পারবেন।বিরোধী মতের লোকদের জাহান্নামী ফতোয়া দিবেন।সুরেলা কণ্ঠে গান ধরবেন-''ও বুবু ও বুবু আপনি ভারত চলে যান।''ওয়াজে বসে স্বাধীনতার মহান স্থপতি বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করবেন,হাসি ঠাট্টা করবেন!আপনি প্রতিষ্ঠিত গণতন্ত্রকে বুকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এম পি হয়ে সংসদে ভাষণ দিবেন,সুদের কারবারি এন.জি.ও অনুমোদন দিবেন,মদের লাইসেন্স দিবেন।
আর বিরোধীপক্ষ আপনাকে খোঁচা দিলেই আপনি হয়ে যান-আলেম,আপনি শায়েখ,আপনি তাফসিরকারক!!
আপনার টেলিফোন লাইট্টাফিসের স্ক্যান্ডালের কথা না ই বললাম!
সারাজীবন করলেন রাজনীতি।যেই আপনি এবং আপনার দল দেশের অস্তিত্বের বিপক্ষে ছিলো সেই দলের সাংসদ হয়ে রাজনীতি করলেন।এই উপমহাদেশে ধর্মপ্রচারকরা,সুফিরা শান্তির কথা বলেছেন,আর ধর্ম প্রচারের সভায়,ওয়াজে আপনি দিয়েছেন একের পর এক উস্কানিমূলক বয়ান।স্বাধীনতার বিরোধিতা করেছেন।সি আর দত্তকে শিয়াল দত্ত,শহীদ জননী জাহানারা ইমামকে বলেছেন জাহান্নামের ইমাম,ডঃকুদর ই খোদাকে গজবই খোদা বলে নাম বিকৃত করেছেন প্রকাশ্যে।প্রকাশ্য ওয়াজে বলেছেন যারা আপনাকে রাজাকার বলে তারা পিতৃ-পরিচয়হীন জারজ।আপনি দুঃসাহস দেখিয়েছেন,বঙ্গবন্ধু কে বলেছেন বঙ্গবল্টু!!!
রাজনীতিবিদ হলে পোক খেতেই হয়।
রাজনীতি করেছেন,ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন।
মরার পরেও আপনার রেখে যাওয়া শিষ্য দিয়ে রাজনীতি করে যাচ্ছেন।কখনো আপনাকে আকাশে চাঁদে দেখা যায়!কখনো আপনার মৃত্যুতে রিকটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়।গুজব রটে আপনার গায়েবি জানাজা হয় পবিত্র কাবায়,পবিত্র কাবার সিডিতে আপনার ইডিটেড ছবি ভেসে আসে টাইমলাইনে!!আর কত!আর কত!!
কিন্তু দিনশেষে-
''যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়।কারন মিথ্যা তার প্রকৃতগত কারনেই বিলুপ্ত হয়ে যায়।"
সূরা-ইসরা,অধ্যায়-১৭,আয়াত-৮১
বলা হয় মৃত ব্যক্তির নামে সমালোচনা করা ঠিক নয়।
ভুল ক্ষমা করে মহান আল্লাহ সকল মুসলিম কে জান্নাতুল ফেরদৌস দান করুক।