12/07/2025
বিপদ যখন নিয়ামাত
🔸কোনো মুসলিম যখন বিপদের সময় ধৈর্যধারণ করে, আল্লাহর নিকট নিজেকে পূর্ণরূপে সমর্পণ করে, তখন সেই বিপদ তার জন্যে নেকির এবং আল্লাহর নৈকট্য অর্জনের কারণ হয়। আর যদি সে অসন্তোষ প্রকাশ করে, অধৈর্য হয়ে যায়, তখন তা তার জন্য আল্লাহর গজব এবং শাস্তি নিয়ে আসে। রাসূলুল্লাহ বলেন,
إن عِظَمَ الجزاء مع عِظَم البلاء، وإن الله - تعالى - إذا أحب قوما ابتلاهم، فمن رَضِيَ فله الرضا، ومن سَخِطَ فله السُّخْط
' বিপদ যত কঠিন হয়, পুরস্কারও তত বড় হয়। আল্লাহ তাআলা কোনো জাতিকে ভালোবাসলে তাদেরকে পরীক্ষা করেন। সুতরাং যে তাতে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান; আর যে তাতে অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ তাআলা তার ওপর অসন্তুষ্ট হয়ে যান।[১]
আল্লাহ তাআলা বলেন,
وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ )“
তোমাদের ওপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন।"[১]
দুনিয়াবি বিপদ-আপদের এ বাস্তবতা সঠিকভাবে অনুধাবন করা এবং যথাযথ গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। কুরআন এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক জাতিকে নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েছেন। ওই সব জাতির লোকেরা আল্লাহর-দেওয়া সতর্কবার্তা মেনে চলেনি। এ জন্যে আল্লাহ তাআলা তাদের ওপর প্রবল শাস্তি নাযিল করেছেন।নূহ-এর সময়কার অবিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা মহাপ্রলয়ংকরী প্লাবনে
ডুবিয়ে শাস্তি দিয়েছেন। হৃদ-এর কওমকে প্রবল ঝঞ্ঝাবায়ু দ্বারা উৎখাত করেছেন। সালিহ-এর অহংকারী কওমকে প্রচণ্ড ভূকম্পনের দ্বারা ধ্বংস করে দিয়েছেন। লূত-এর কওমকে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে বিপর্যস্ত করেছেন। তাদের এলাকাসমূহ উলটিয়ে দিয়েছেন। আকাশ থেকে পাথর বর্ষণ করে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন সমগ্র কওমকে।এগুলো-সহ কুরআনে বর্ণিত অতীতের জাতিগুলোর অন্যান্য কাহিনি আমাদেরকে সতর্ক করে দেয় আর জানিয়ে দেয় যে, আল্লাহর নাফরমানি করতে থাকলে, আল্লাহর সতর্কবার্তা অগ্রাহ্য করলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।
➡আমরা জানি যে, যা কিছু আগামীতে ঘটবে, সব লিপিবদ্ধ আছে মহান আল্লাহ তা'আলা হচ্ছেন বিচারক ফয়সালাদাতা। অনেক অনেক আগে তিনি সবকিছু ফায়সালা করে রেখেছেন। আমরা কি আল্লাহর ফয়সালা অস্বীকার করতে পারি? না
➡ "কাজেই যা আপনার হবার নয়, তা কখনোই আপনার হবে না। আর যা আপনার,তা কোনদিনও আপনাকে ছেড়ে যাবে না"
📖 এই বই পড়লে নিজেকে সংযত করতে শিখবেন ইনশাআল্লাহ।বিপদে ধৈর্য ধারণ করতে শিখবেন।