Moral Story

Moral Story যিনি আমাকে সুন্দর করে সৃজন করেছেন তাই আমার ভালোলাগা ভালোবাসা সবকিছু একমাত্র তারই জন্য।

21/07/2025

উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে বিমান দুর্ঘ'টনা

কবরের পাশে বসে থাকা মেয়েটি আর কেউ নয়- সে আমার একমাত্র বোন, খাদিজা আক্তার (হুমায়রা)।গত ৪ জুলাই আমার বোনের স্বামী এক সড়ক দ...
20/07/2025

কবরের পাশে বসে থাকা মেয়েটি আর কেউ নয়- সে আমার একমাত্র বোন, খাদিজা আক্তার (হুমায়রা)।

গত ৪ জুলাই আমার বোনের স্বামী এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তিনি জামায়াতে ইসলামীর একটি থানার সেক্রেটারি ছিলেন। দুর্ঘটনার দিন তিনি নিজের থানার এক রুকন ভাইকে রক্ষা করতে গিয়ে নিজেই প্রাণ হারান।

আমার বোন তার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না। স্বামীর মৃত্যুসংবাদ শুনে সে আট ঘণ্টার বেশি সময় অচেতন ছিল। দাফনের পরদিন সন্ধ্যায় কাউকে না জানিয়ে, গোপনে কবরে চলে যায়। স্বামীর কবরের সমস্ত মাটি সরিয়ে, মৃতদেহ উঠিয়ে বুকে জড়িয়ে ধরে সে কান্নাকাটি করতে করতে ভেঙে পড়ে। এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে দৌড়ে গিয়ে এই হৃদয়বিদারক দৃশ্য দেখতে পান। আমরা খবর পেয়ে গিয়ে বোনকে জোর পূর্বক নিয়ে আসি, আবার ইমামকে ডেকে এনে দাফনের ব্যবস্থা করি। এরপর থেকে বোনকে সর্বক্ষণ চোখে চোখে রাখি। প্রতিদিন ফজরের পর তাকে নিয়ে যাই স্বামীর কবর জিয়ারতে, যেখানে সে ইচ্ছেমতো কান্না করে, দোয়া করে।

কিন্তু ওই দিন কবর থেকে ফিরে আসার পর থেকে আজ পর্যন্ত বোন আমাদের সঙ্গে আর একটা কথাও বলেনি।
সে শুধু নামাজ পড়ে সিজদায় দু'হাত তুলে একটি দোয়া করত "হে আল্লাহ, আমি আত্মহত্যা করতে চাই না, কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারছি না। আপনি যদি সত্যিই রহমান হন, আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান।"

আজ ভোর ৫:১৫ সেই সিজদার মধ্যেই আল্লাহ তাঁর দোয়া কবুল করেছেন। আমার বোন চলে গেছেন রবের জিম্মায়।

এই মৃত্যু আমাদের পরিবারের জন্য এক অপূরণীয় শোক, অসহনীয় শূন্যতা। আমার বোন একজন আদর্শ স্ত্রী ছিলেন।
স্বামী বাসায় না ফিরা পর্যন্ত কখনো একগ্রাস খাবার মুখে তোলেনি। স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করত না।
কোনো পুরুষের সঙ্গে দেখা বা কথাও বলত না।

আজ সেই বোন আবারও তার প্রিয়তম স্বামীর সঙ্গে মিলিত হয়েছেন অন্য এক জগতে। আজ রাত ১১:৩০টায় বোনের জানাজা ও দাফন সম্পন্ন করব, ঢাকার সমাবেশ শেষে আমি নিজে উপস্থিত থাকব ইনশাআল্লাহ।

আমার প্রিয় বোনের জন্য সবাই দোয়া করবেন।

( সংগৃহীত )

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।-আসসালামু আলাইকুম...
15/07/2025

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।

-আসসালামু আলাইকুম।
-ওয়া 'আলাইকুমুস সালাম।
-শায়খ! আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?
-কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

- কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

- না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন,
(নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

-আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলাঃ আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরী ছুঁইয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কা'বা ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খঃ তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা হয়।

মহিলাঃ আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খঃ অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলাঃ সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যাকম্যাজিক (কালোজাদু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদুচর্চা করতো। তারা শবসাধনা করতো।

জাদুকরের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খঃ এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে

12/07/2025

আজকে রাস্তায় চাঁদাবাজি বাবাদের দেখা যাচ্ছে না কেন? কোথায় হারিয়ে গেল দয়াল বাবা রা🤔

বিপদ যখন নিয়ামাত🔸কোনো মুসলিম যখন বিপদের সময় ধৈর্যধারণ করে, আল্লাহর নিকট নিজেকে পূর্ণরূপে সমর্পণ করে, তখন সেই বিপদ তার জন...
12/07/2025

বিপদ যখন নিয়ামাত

🔸কোনো মুসলিম যখন বিপদের সময় ধৈর্যধারণ করে, আল্লাহর নিকট নিজেকে পূর্ণরূপে সমর্পণ করে, তখন সেই বিপদ তার জন্যে নেকির এবং আল্লাহর নৈকট্য অর্জনের কারণ হয়। আর যদি সে অসন্তোষ প্রকাশ করে, অধৈর্য হয়ে যায়, তখন তা তার জন্য আল্লাহর গজব এবং শাস্তি নিয়ে আসে। রাসূলুল্লাহ বলেন,

إن عِظَمَ الجزاء مع عِظَم البلاء، وإن الله - تعالى - إذا أحب قوما ابتلاهم، فمن رَضِيَ فله الرضا، ومن سَخِطَ فله السُّخْط

' বিপদ যত কঠিন হয়, পুরস্কারও তত বড় হয়। আল্লাহ তাআলা কোনো জাতিকে ভালোবাসলে তাদেরকে পরীক্ষা করেন। সুতরাং যে তাতে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান; আর যে তাতে অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ তাআলা তার ওপর অসন্তুষ্ট হয়ে যান।[১]
আল্লাহ তাআলা বলেন,
وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ )“
তোমাদের ওপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন।"[১]
দুনিয়াবি বিপদ-আপদের এ বাস্তবতা সঠিকভাবে অনুধাবন করা এবং যথাযথ গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। কুরআন এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক জাতিকে নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েছেন। ওই সব জাতির লোকেরা আল্লাহর-দেওয়া সতর্কবার্তা মেনে চলেনি। এ জন্যে আল্লাহ তাআলা তাদের ওপর প্রবল শাস্তি নাযিল করেছেন।নূহ-এর সময়কার অবিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা মহাপ্রলয়ংকরী প্লাবনে
ডুবিয়ে শাস্তি দিয়েছেন। হৃদ-এর কওমকে প্রবল ঝঞ্ঝাবায়ু দ্বারা উৎখাত করেছেন। সালিহ-এর অহংকারী কওমকে প্রচণ্ড ভূকম্পনের দ্বারা ধ্বংস করে দিয়েছেন। লূত-এর কওমকে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে বিপর্যস্ত করেছেন। তাদের এলাকাসমূহ উলটিয়ে দিয়েছেন। আকাশ থেকে পাথর বর্ষণ করে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন সমগ্র কওমকে।এগুলো-সহ কুরআনে বর্ণিত অতীতের জাতিগুলোর অন্যান্য কাহিনি আমাদেরকে সতর্ক করে দেয় আর জানিয়ে দেয় যে, আল্লাহর নাফরমানি করতে থাকলে, আল্লাহর সতর্কবার্তা অগ্রাহ্য করলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।

➡আমরা জানি যে, যা কিছু আগামীতে ঘটবে, সব লিপিবদ্ধ আছে মহান আল্লাহ তা'আলা হচ্ছেন বিচারক ফয়সালাদাতা। অনেক অনেক আগে তিনি সবকিছু ফায়সালা করে রেখেছেন। আমরা কি আল্লাহর ফয়সালা অস্বীকার করতে পারি? না

➡ "কাজেই যা আপনার হবার নয়, তা কখনোই আপনার হবে না। আর যা আপনার,তা কোনদিনও আপনাকে ছেড়ে যাবে না"
📖 এই বই পড়লে নিজেকে সংযত করতে শিখবেন ইনশাআল্লাহ।বিপদে ধৈর্য ধারণ করতে শিখবেন।

জীবন টা এভাবেই ধোঁকা দেয় 🥲
11/07/2025

জীবন টা এভাবেই ধোঁকা দেয় 🥲

(কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ) 🌳 গাছ হতে এমন পাতা ঝরে পড়ে না যার ব্যাপারে তিনি অবগত নন। বলা হয়ে থাকে amazon বনের মধ্যে ...
10/07/2025

(কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ)

🌳 গাছ হতে এমন পাতা ঝরে পড়ে না যার ব্যাপারে তিনি অবগত নন।
বলা হয়ে থাকে amazon বনের মধ্যে এখনো এমন এক জায়গা আছে, যেখানে আজও অবধি কোন মানুষের পদচিহ্ন পড়েনি। চিন্তা করে চিন্তা করে দেখুন এমন এক দুর্গম অঞ্চলের যার সূর্যরশ্মি পৌঁছাতে হিমশিম খেয়ে যায়।মানব সভ্যতা এতদূর এগুলো কিন্তু যেখানে আজও পড়লো না কোন জনমানবের পদচিহ্ন। এরকম একটা জায়গায় নিরবে নিভৃতে গভীর নিশিতে অনক্ষ্য অগোচরে যে পাতা ঝরে পড়ে যে পাতা ঝরা কারও ঘুম বিনষ্ট করেনি। যার পড়ার শব্দ টের পায়নি। সেই গাছের ডালে বসে ঝিমুতে থাকা কোন চড়ুই পাখি কিংবা টিয়া পাখি। সেই ঝরা পাতার খতিয়ান দুনিয়ার কোন রেকর্ড বইতে তোলা না হলেও এমন এক সত্যতা আছেন যিনি সেই অনুল্লেখযোগ্য ঝরা পাতার ব্যাপারেও সমান সজাগ সমান তদারকি ।

➡️ আপনার কি ধারণা সেই রব আপনার দুঃখ দুর্দশা যে ক্লান্তিকে অপরিসীম বেদনার ভেতর দিয়ে যাচ্ছেন তা সম্পর্কে জানেন না?
বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন।দুঃখের প্লাবনের যখন আপনি দুমড়েমুচড়ে যান। যখন নীরবে- নিভৃতে দুফোঁটা অশ্রু আপনার চোখ থেকে ঝরে পড়ে নিশ্চিত থাকুন সেই গভীর বনাঅঞ্চলের সুগভীর কোণে জন্ম নেওয়া সেই নাম না -জানা উদ্ভিদ,যার ঝরা পাতার ব্যাপারে আল্লাহ তায়ালা বেখেয়াল নন, তিনি আপনার অশ্রু ঝরার ব্যাপারে সমক্য অবগত। তিনি আপনার দুঃখগুলো যেগুলো আপনাকে কুরে কুরে খাচ্ছে সেগুলো সম্পর্কেও জানেন।
হতাশ হবেন না আপনার রবের পরিকল্পনার আস্থা রাখুন।
🖋️লেখকঃ আরিফ আজাদ
#কুরআনথেকেনেওয়াজীবনেরপার্ট
Moral Story

অসম্ভব সত্য কথা
09/07/2025

অসম্ভব সত্য কথা

04/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Moral Story

🌺 প্রত্যেকটা মানুষের অন্তরেই কিছু অস্থিরতা বিদ্যমান যা শুধুমাত্র আল্লাহর দিকে প্রত্যাবর্তনের মাধ্যমেই নির্মূল করা সম্ভব।...
04/07/2025

🌺 প্রত্যেকটা মানুষের অন্তরেই কিছু অস্থিরতা বিদ্যমান যা শুধুমাত্র আল্লাহর দিকে প্রত্যাবর্তনের মাধ্যমেই নির্মূল করা সম্ভব।
প্রত্যেকের অন্তরেই একাকীত্বের অনুভূতি বিদ্যমান যা শুধুমাত্র আল্লাহর নৈকট্যলাভেই দূর করা সম্ভব।
প্রতিটা অন্তরে ভয় এবং উদ্বেগ বিদ্যমান যা শুধুমাত্র আল্লাহর কাছে ছুটে যাওয়ার মাধ্যমেই কাটানো সম্ভব।

আর অন্তরে কিছুটা দুঃখানুভূতি বিদ্যমান যা কেবলমাত্র আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার মাধ্যমেই অপসারণ করা সম্ভব।🌹❤️

22/06/2025

Its Final:
মধ্যপাচ্য থেকে তেল যাবেনা ইউরোপ আমেরিকায়..
ইরানের হরমুজ প্রনালী বন্ধ ঘোষনা।🖤🇮🇷

দামেস্কে এক দরিদ্র ট্যাক্সিচালক ছিলেন। একদিন যাত্রাপথে দুর্ঘটনাবশত তিনি মেডিসিন বিভাগের এক ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে ...
22/06/2025

দামেস্কে এক দরিদ্র ট্যাক্সিচালক ছিলেন। একদিন যাত্রাপথে দুর্ঘটনাবশত তিনি মেডিসিন বিভাগের এক ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন, যার ফলে ছেলেটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

ট্যাক্সিচালক অত্যন্ত দরিদ্র হওয়ায় শায়খ মুহাম্মাদ আয়ওয়াদ রহিমাহুল্লাহ ও অন্যান্য আলেমগণ একত্র হয়ে ছেলেটির পিতা — যিনি স্বয়ং একজন বিচারপতি ছিলেন — তার কাছে যান। তাঁরা বিনীতভাবে অনুরোধ করেন যেন তিনি ওই দরিদ্র চালককে ক্ষমা করে দেন এবং ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ গ্রহণ করেন।

সবাইকে অবাক করে দিয়ে বিচারপতি পিতা বললেন, "আল্লাহর কসম, আমি তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছি এবং তার কাছ থেকে এক পয়সাও চাই না। বরং আগামীকাল আমি নিজে কারাগারে গিয়ে তাকে মুক্ত করে আনব।"

তিনি আরও বললেন, "শায়খ আয়ওয়াদ! আপনি আমার ঘরে এসেছেন, আমি কখনোই আপনাকে হতাশ হয়ে ফিরতে দেব না।"
ফলে ট্যাক্সিচালক ক্ষমা পেয়ে মুক্তি লাভ করেন।

বহু বছর পরে, সেই বিচারপতি পক্ষাঘাতগ্রস্ত ও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর পরিবার শেষবারের মতো মক্কা শরীফে নিয়ে যায়, যেখানে তাঁকে স্ট্রেচারে বসিয়ে তাওয়াফ করানো হয়।

তাওয়াফের সময় তিনি অশ্রুসিক্ত চোখে আল্লাহর দরবারে কাতর প্রার্থনা করেন, "হে আল্লাহ! যেদিন শায়খ আয়ওয়াদ আমার ঘরে এসে হত্যাকারীর জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, আমি বলেছিলাম, 'আমি আপনাকে হতাশ করে ফিরতে দেব না।' আজ আমি আপনার ঘরে এসেছি পক্ষাঘাতগ্রস্ত অবস্থায়; আমি আপনাকেও অনুরোধ করছি, আমাকে হতাশ করবেন না।"

তিনি এতক্ষণ দু'আ করতে থাকেন, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তা'লা তাঁকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। এরপর তিনি স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে পুরো তাওয়াফ সম্পন্ন করেন। (সুবহানাল্লাহ)

সেদিনের এই অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শীরা কান্নায় ভেঙে পড়েন।

এই ঘটনাটি আমাদের একটি মহৎ শিক্ষা দেয়:
যদি কেউ আপনার সাথে অন্যায় করে, তাকে ক্ষমা করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'লা আপনাকেও এমন অলৌকিক রহমতের সাক্ষী করবেন।

শায়খ মুহাম্মাদ আয়ওয়াদ রহিমাহুল্লাহ দামেস্কের "মিম্বরের সিংহ" নামে পরিচিত ছিলেন। জীবনের শেষ বছরগুলো তিনি মদীনায় অতিবাহিত করেন।

অনুবাদ: ইকরাম হোসাইন
তথ্যসূত্র: শায়খ মুহাম্মাদ আসলাম





Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moral Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moral Story:

Share