MD Faruk Hossain

MD Faruk Hossain সময়য়ের সাথে যখন পাল্লা দিয়ে বাড়ে অনিশ্চয়তা,😔
তখন আমি বদলে যাই,আমার স্বপ্ন বদলে যায়,পতন হয় ছন্দের✍🏻
(2)

মনের মধ্যে এতো বছর জিয়াইয়া রাহা ভালোবাসা খান তোমার হাতে তুইলা দিছি, তুমিও তোমারটা দিছো। আমি আগলাইয়া রাখছি যতন কইরা। তুমি...
10/10/2025

মনের মধ্যে এতো বছর জিয়াইয়া রাহা ভালোবাসা খান তোমার হাতে তুইলা দিছি, তুমিও তোমারটা দিছো। আমি আগলাইয়া রাখছি যতন কইরা। তুমি আগলায় রাখতে যাইয়া বহুবার ভাঙছো আমার ভালোবাসা। আমি অনুনয় বিনয় ও চোহের পানি দিয়া জোড়া লাগাইছি।সব দোষ আমারর কান্ধে লইছি আফসোস তুমি কোনদিন নিজের দোষ খুঁজলানা। খোঁজা দূরের কতা একবার ভাবলানা পাগলডায় ক্যান রাগ করে অভিমান করে। আর আইজ আমারে ছাইরা যাইতে চাও ফেরত দিবার চাও আমার ভালোবাসা। ছাইরা যাওনের কারন বা অপরাধ আমি তোমারে ভুইলা থাহন শিখা গেছি। আরে পাগলী আমি যহন তোমারে সারাক্ষণ মেসেজ দিতাম কল দিতাম তুমি ধরনের সময় পাইতা না কইতা ব্যাস্ত অথচ তোমার ইমো হোয়াটসঅ্যাপে সারাক্ষণ অনলাইন আর ফেসবুকে সবুজ বাতি জ্বলতে দেখতাম আর আমার অন্তর সিগারেটের ধূয়া দিয়া জ্বালাইতাম তবু কিছু কইতাম না আর এমনে কইরাই বছরের পর বছর গেল আর যেই গত দুই তিন দিন মেসেজ দেই নাই কল দেই নাই আমার অপরাধ হইয়া গেল। আমি অহন একলা থাহন শিখা গেছি একলা থাকবার পারুম এই কথা কইয়া ছাইড়া যাইবার চাও।আরে বছরের পর বছর বেশিরভাগ সময় আমি খবর লইছি আগে তুমিও লইছো তবে খুবই কম পরিমানে তাও ব্যাস্ততা শেষে।

অহন দিন শেষে দোষ আমারই হইছে আমি ভাবতাম আমার অভিমান বা রাগের কারন খুঁইজা বার করবা কিন্তু কোনদিন তা করো নাই আজো করলা না। জানি ভবিষ্যতেও করবা না তবুও আমার চোহের পানির বিনিময়েও যদি আমার লগে নামে মাত্র যোগাযোগ রাহো তহনো আমার দোষটা দেখবা। আর আমি তহনো মাইনা নিমু কারন তোমার লগে কতা না কইলে আমার চলে না।

দেহ আমার দোষ দেহ আমার আপত্তি নাই তবুও ছাইড়া যাইয়ো না।💔

লেখা: ফারুক হোসাইন

18/08/2025

এখানেই শান্তি মিলে

03/08/2025

কাউকে যদি ভালোবাসো
ভালোবাসা চিরদিন, আর যদি না বাসো, বেসোনা কোনদিন। অবুজ মন নিয়ে খেলা করো না, আর কোন নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না।

30/07/2025

তাইতো

কোন পাখি জীবন'সঙ্গী হারানোর পর,, দ্বিতীয়'বার জীবন সঙ্গী নেয় না!🙄🖤
25/07/2025

কোন পাখি জীবন'সঙ্গী হারানোর পর,, দ্বিতীয়'বার জীবন সঙ্গী নেয় না!🙄🖤

24/07/2025

Address

Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Faruk Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share