
07/07/2025
ভালো ফটোগ্রাফির জন্য কি নামের সাথে বড় বা ছোট কন্টেন্ট ক্রিয়েটরের ট্যাগ থাকা জরুরী❓
রিসেন্টলী এই জিনিসটা নিয়ে বেশকিছু কানাঘষা চোখে পরেছে এবং ব্যপারটা আমার কাছে খুব অফেন্ডিং মনে হয়েছে।
ভালো ফটোগ্রাফির সাথে আপনি ছোট নাকি বড় কন্টেন্ট ক্রিয়েটর তার দুর দূরান্ত পর্যন্ত কোনো যোগসূত্রই নেই।ফটোগ্রাফি একটা আর্ট,একটা কন্সেপ্ট।আর আর্টে কখনো কোনো ভুল থাকেনা।বরং প্রতিটা আর্টের পেছনে আলাদা আলাদা গল্প থাকে, আলাদা অর্থ থাকে,আলাদা পার্সেপশন থাকে।ফটোগ্রাফিটাকে যদি আর্ট মনে করি,আর ফটোগ্রাফারকে আর্টিস্ট,তাহলে একজন আর্টিস্টের যেকোনো কাজের কদর করতে শেখা উচিত।এখানে ছোট বা বড় বলে কিছু নেই আমার কাছে।অন্যকে এ্যাপ্রিশিয়েট করতে পারার মানসিকতা রাখা অনেক বড় একটা কোয়ালিটি।এতে কেউ ছোট হয়না,বরং মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়।।
যাই হোক, ছবিটা অনেকদিন আগে তুলেছিলাম।গ্যালারিতে খুঁজে পেলাম হুট করে।কারুপণ্য থেকে কেনা মাটির মগটা বাসায় আনার দুদিন পরই ভেঙে যায়।কিন্তু ফেলে দিতে ইচ্ছে করছিলোনা।তাই যতটা পেরেছি জোড়া লাগিয়ে ফ্লাওয়ার ভাস বানিয়ে দিয়েছিলাম।সব জিনিসেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে।এই ভাঙা মগটাতেও আমি অদ্ভুত একটা সৌন্দর্য খুঁজে পাচ্ছি🌸
~Tonny
゚ #চারুbytonny