Nature of Beauty

Nature of Beauty প্রকৃতিকে পড়ুন,
প্রকৃতিকে ভালবাসুন, এবং প্রকৃতির কাছাকাছি থাকুন।

আপনি কখনও ব্যর্থ হবেন না. I am a Student.

With Shakib official – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉
18/04/2025

With Shakib official – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

কাঠগোলাপ এর শহরে💓🥰তোমার আমন্ত্রণ 🥰
18/04/2025

কাঠগোলাপ এর শহরে💓🥰

তোমার আমন্ত্রণ 🥰

17/04/2025
শুভ নববর্ষ ১৪৩২কোন জমকালো আয়োজন নাইকোটি টাকার বাজেট নাই কেবল দুইশো টাকার গামছার উপর চটের বস্তা বিছিয়ে ২০ টাকার ককশিটে সা...
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২
কোন জমকালো আয়োজন নাই
কোটি টাকার বাজেট নাই
কেবল দুইশো টাকার গামছার উপর
চটের বস্তা বিছিয়ে
২০ টাকার ককশিটে সাল লিখে
নববর্ষ উদযাপন করছেন ইউনুস সরকার।

আমরা তো এমন একটা সরকার ব্যবস্থা চেয়েছি আমরা এমন একজন গুনি দেশপ্রেমিক'ই চেয়েছি।

🥺😭
10/04/2025

🥺😭

আশিক চৌধুরী—একজন নীরব বিপ্লবীর গল্পদেশ যদি সত্যিই একদিন আমূল বদলে যায়, মনে রেখো, সেই ইতিহাসে ড. ইউনুসের নামের পাশে উচ্চা...
10/04/2025

আশিক চৌধুরী—একজন নীরব বিপ্লবীর গল্প

দেশ যদি সত্যিই একদিন আমূল বদলে যায়, মনে রেখো, সেই ইতিহাসে ড. ইউনুসের নামের পাশে উচ্চারিত হবে আরেকটি নাম—আশিক চৌধুরী।

বর্তমানে বিডা (BIDA) ও বেজা (BEZA)-এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক। সিঙ্গাপুরের HSBC ব্যাংকে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ায় থাকা এই মানুষটি দেশে ফিরে এসেছেন শুধুমাত্র দেশের জন্য কাজ করতে—টাকা কামানোর জন্য নয়, বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য।

মাত্র কয়েক মাসেই তার নেতৃত্বে যা যা হয়েছে, ভাবলেও গর্বে বুক ফুলে ওঠে:

⭕স্টারলিং (Starlink) বাংলাদেশে নিয়ে এসেছেন, কানেক্টিভিটির নতুন যুগের সূচনা করেছেন।

⭕নাসার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি হয়েছে।

⭕বিদেশি এক ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে, যার মাধ্যমে ১০০ কোটি ডলার এই বছরেই বাংলাদেশে বিনিয়োগ আসছে।

⭕৫টি মালবাহী জাহাজ ইতিমধ্যে কেনা হয়েছে—বন্দর ও লজিস্টিক খাতে বিশাল অগ্রগতি।

⭕রিভার ম্যানেজমেন্ট নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা চলছে, যার মাধ্যমে নদীভিত্তিক অর্থনীতি জেগে উঠবে।

⭕৪টি আন্তর্জাতিক মানের হাসপাতাল বিদেশি বিনিয়োগে গড়ে তোলার উদ্যোগ চলছে।

⭕ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক বা বুলেট ট্রেন চালুর জন্যও বৈদেশিক বিনিয়োগ সংগ্রহের কাজ চলছে।

⭕এরই মধ্যে ১০টি ইকোনমিক জোন তৈরির কাজ শুরু হয়েছে।

তার লক্ষ্য একটাই—১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ দেশে আনা, যার মাধ্যমে ৩ কোটি মানুষের জীবন বদলে যাবে, সৃষ্টি হবে কমপক্ষে ১ লাখ নতুন কর্মসংস্থান।

এইসব কিছু কিন্তু হচ্ছে একেবারেই নীরবে, চোখে পড়ার আগেই কাজ দিয়ে প্রমাণ রেখে যাচ্ছে। এই মানুষগুলো—আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলম—যদি ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ ও রাষ্ট্রীয় সমর্থন পায়, বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না। হয়তো মাত্র তিন বছর।

তাদের কাজ করতে দাও, সাপোর্ট করো। ইতিহাস গড়তে সময় লাগে না, লাগে সঠিক মানুষ আর সিদ্ধান্ত। ইনশাআল্লাহ, বাংলাদেশ বদলাবে।

একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রাএকদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইউনুসের কাছ থেকে। তিনি সরাসরি বলল...
09/04/2025

একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা
একদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইউনুসের কাছ থেকে। তিনি সরাসরি বললেন,
“আশিক, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে। তুমি আসবে তো?”
একটা মুহূর্তও দেরি করিনি।
নন্দিনীকে জিজ্ঞেস করিনি, কারণ জানতাম—আমার সিদ্ধান্তে ও কখনও বাধা হবে না।
সে একটা ৫৯ সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল, নিরাপদ, গোছানো জীবন পেছনে ফেলে দিলাম।
চলে এলাম বাংলাদেশে। দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের—সংক্ষেপে BIDA—যেখানে কাজ আমার দেশের জন্য, দেশের মানুষদের জন্য।
বন্ধুরা মজা করে বলে, “তুই তো এখন দেশের চিফ মার্কেটিং অফিসার!”
তবে এই দায়িত্ব শুধু সম্মানের নয়—একটা বিশাল চাপ, বিশাল প্রত্যাশা, আর তার চেয়েও বড় দায়।
এই এক মাসে কোনও সপ্তাহে ছুটি কাটাইনি। শুক্র-শনিবার মিলিয়ে প্রতিদিন গড়ে ১৬-১৮ ঘণ্টা কাজ করছি।
প্রায় আড়াইশো সিইও, উদ্যোক্তা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।
চেষ্টা করছি বুঝতে—তাদের কোথায় বাধা লাগে, কেন নতুন বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়, আর আমরা প্রশাসনিকভাবে কীভাবে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারি।
আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা, দেশি-বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা, এক কথায়—বাংলাদেশকে তুলে ধরা বিশ্বের বাণিজ্য মানচিত্রে।
আমরা একটা জনগণের সরকার। আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি—এবং সেটা হওয়াই স্বাভাবিক।
জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটা মিলে যায়—সবার চাওয়া আমরা জিতি, সবসময় ভালো পারফর্ম করি।
কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই চারদিক থেকে হু-হু করে ওঠে সমালোচনার ঝড়—কে দলে থাকবে, কে বাদ যাবে, ফিল্ডিং কেন এমন হল—সব কিছু নিয়েই কথা।
তেমনি, আমরাও প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যে আছি। কাজের ফলাফলে একটু খামতি হলে তার বিশ্লেষণ শুরু হয়, সমালোচনাও আসে।
তবুও এটা মেনে নেওয়া শিখেছি—কারণ দেশটা আমাদের। মানুষ বলবেই। তাদের বলার অধিকার আছে, কারণ আমরাই তাদের প্রতিনিধিত্ব করছি।
দিন শেষে যখন বাড়ি ফিরি, ফোনটাও তখনো বাজতে থাকে। মেইল-টেক্সট-হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজের ভিড়ে চোখ রাখি।
তারপর হালকা ক্লান্ত মনে ফেসবুক খুলে দেখি—সমালোচনার নতুন ঢেউ। এমনকি কখনও কখনও মনে হয়, আমার নিজের স্ত্রীও বুঝি বিরোধী দলে!
তখন নিজেকে বোঝাই—এইটাই তো বাস্তবতা। গণতন্ত্র মানেই ভিন্নমত, মানেই প্রশ্ন তোলা।
তাই আমরা ভুল করব, আবার শিখব, আবার শুধরাবো।
ধীরে

09/04/2025

কিছু মানুষ হচ্ছে ১৫ সেকেন্ড ADD এর মতো, দেখতে চাই না তবুও সামনে চলে আসে আর আমার দেখা লাগে।

09/04/2025

অন্তর ঠান্ডা করুন শেয়ার দিলে অন্যরাও অন্তর ঠান্ডা করতে পারবে

Sopna Islam Hazrat Anas Ali Md Jamil Munna

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু হলো আজ থেকে।
09/04/2025

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু হলো আজ থেকে।

Address

Baya, Paba
Rajshahi
6210

Alerts

Be the first to know and let us send you an email when Nature of Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share