
15/07/2025
লাল দাগের Context
এত দ্রুত নতুন নতুন জিনিস ভাইরাল হয় আমরা ট্রাক রাখতে পারি না কোনটার Context কি।
পাগলের মত কমেন্ট করতে থাকি "context কি Context কি"
উত্তর তো কেও দেয়ই না উল্টা আরো কনফিউজড করে দেয়।
একারনে আমি নিয়ে এসেছি Context পর্ব।
বিভিন্ন ভাইরাল জিনিসের context এখানে পাবেন।
Context জেনে যেনো আপনিও meme এর মজা নিতে পারেন তার জন্য এই নি:স্বার্থ আয়োজন।
গত পর্বে সান্ডার পর এবার ক্লিয়ার করছি লাল সুতার Context.
হঠাৎ করে আপনি হয়ত খেয়াল করেছেন সবার মাথার উপর লাল দাগ দেখা যাচ্ছে।
কারো মাথার উপর ১ টা,কারো অগনিত।
বুঝে উঠতে পারছেন না এটার কাহিনী কি।
এটা ভাইরাল হয়েছে একটা Kdrama "S line" থেকে।
মাথার উপর লাল দাগ নির্দেশ করে তার "ঘাপলাঘাপলির" সংখ্যা।
যার মাথার উপর যত বেশি লাল দাগ সে তত বেশি ঘাপলাঘাপলি করেছে।
কারো মাথার লাল দাগ যদি পাশের জনের মাথায় গিয়ে মিশে তাহলে সে পাশের জনের সাথে ঘাপলাঘাপলি করেছে।
আপনি যদি Single থাকেন এবং লাইফে কোনদিন ঘাপলাঘাপলি না করে থাকেন but তাও এই ট্রেন্ডে গা ভাসাতে চান তাহলে নিজের একটা ছবি নিয়ে,মাথার উপর থেকে একটা লাল দাগ টেনে নিজের পশ্চাতদেশে মিলিয়ে দেন।
দেখবেন খুব ভাইরাল হবে।
ধন্যবাদ