কার্লো দ্যা শামসু

কার্লো দ্যা শামসু সংযোগ ও মানুষিক সম্পর্কের জগতে আপনাকে স্বাগতম!💕

লাল দাগের Contextএত দ্রুত নতুন নতুন জিনিস ভাইরাল হয় আমরা ট্রাক রাখতে পারি না কোনটার Context কি।পাগলের মত কমেন্ট করতে থাক...
15/07/2025

লাল দাগের Context
এত দ্রুত নতুন নতুন জিনিস ভাইরাল হয় আমরা ট্রাক রাখতে পারি না কোনটার Context কি।
পাগলের মত কমেন্ট করতে থাকি "context কি Context কি"
উত্তর তো কেও দেয়ই না উল্টা আরো কনফিউজড করে দেয়।
একারনে আমি নিয়ে এসেছি Context পর্ব।
বিভিন্ন ভাইরাল জিনিসের context এখানে পাবেন।
Context জেনে যেনো আপনিও meme এর মজা নিতে পারেন তার জন্য এই নি:স্বার্থ আয়োজন।
গত পর্বে সান্ডার পর এবার ক্লিয়ার করছি লাল সুতার Context.
হঠাৎ করে আপনি হয়ত খেয়াল করেছেন সবার মাথার উপর লাল দাগ দেখা যাচ্ছে।
কারো মাথার উপর ১ টা,কারো অগনিত।
বুঝে উঠতে পারছেন না এটার কাহিনী কি।
এটা ভাইরাল হয়েছে একটা Kdrama "S line" থেকে।
মাথার উপর লাল দাগ নির্দেশ করে তার "ঘাপলাঘাপলির" সংখ্যা।
যার মাথার উপর যত বেশি লাল দাগ সে তত বেশি ঘাপলাঘাপলি করেছে।
কারো মাথার লাল দাগ যদি পাশের জনের মাথায় গিয়ে মিশে তাহলে সে পাশের জনের সাথে ঘাপলাঘাপলি করেছে।
আপনি যদি Single থাকেন এবং লাইফে কোনদিন ঘাপলাঘাপলি না করে থাকেন but তাও এই ট্রেন্ডে গা ভাসাতে চান তাহলে নিজের একটা ছবি নিয়ে,মাথার উপর থেকে একটা লাল দাগ টেনে নিজের পশ্চাতদেশে মিলিয়ে দেন।
দেখবেন খুব ভাইরাল হবে।
ধন্যবাদ

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আ...
15/07/2025

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ জুলাই) গাজীপুর নারী ও শিশু আদালতের বিচারক এই রায় দেন। তাহাজ উদ্দিন মোল্লা গাজীপুর মহানগরীর বারেন্ডা এলাকার কফিল উদ্দিন মোল্লার ছেলে।

20/05/2025
23/02/2025

অল্প কিছুক্ষণ আগে রাজধানীর বনশ্রীর ডি ব্লকের ৭ নাম্বার রোডে প্রকাশ্যে এভাবে মোটরসাইকেলে আসা সঙ্ঘবদ্ধ স'শ'স্ত্র ছি'ন'তা'ইকারীরা এক পথচারীকে গু'লি করে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে।

দেশে যখনই আ.লীগ ক্ষমতার বাইরে থাকে তখনই এমন ছি'ন'তা'ই আর ডা'কা'তির ঘটনা বেড়ে যায়। আর এখন প্রচুর অ'স্ত্র'শ'স্ত্র আছে তাদের কাছে। তাই তারা দেশজুড়ে পরিকল্পিত ভাবে এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে কিনা ভালভাবে যাচাই করা জরুরী।

Banasree Rampura Road # 7 Block # D

23-Feb-2025/10:45 PM

23/02/2025

‘যতদিন বেঁচে থাকি, আমার নিয়ন্ত্রণে চলবে বাজার’; মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার।

ক্ষমতায় না আসতেই এইরকম চাঁদাবাজি, ক্ষমতায় আসলে এটা হাসিনাকেও ছড়িয়ে যাবে।

18/01/2025

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বোমা নিক্ষেপ:; মুখোমুখি দুই দেশের নাগরিক



11/01/2025

খুব কাছের কারো সাথে দুরত্ব একবার বাড়লে আর কমে না।
তামাম দুনিয়া ঠিক হলেও মনের দুরত্ব কমানো সহজ না।

আমার রাজনীতি মুক্ত ক্যাম্পাস এ, আবারো দলীয় ব্যানার।শুধু মোড়ক বদলেছে, সিস্টেম ওই আগেরটাই রয়ে গেলো।
01/01/2025

আমার রাজনীতি মুক্ত ক্যাম্পাস এ, আবারো দলীয় ব্যানার।
শুধু মোড়ক বদলেছে, সিস্টেম ওই আগেরটাই রয়ে গেলো।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when কার্লো দ্যা শামসু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share