20/02/2024
অমর একুশে আমার কাছে একটি চেতনা, একটি অংগীকার। ২১শে ফেব্রুয়ারি তারিখে বাঙালী হিসেবে আমি গর্ববোধ করি। একুশ মানে অন্যায়ের কাছে মাথানত না করা।
২১শে ফেব্রুয়ারী দিনটি সারা পৃথিবীর ভাষাভাষীর মানুষকে আজ একত্রিত করেছে।
এখানে কোনো রাজনীতি বা ধর্ম বর্ণ বিভাজন নেই।
পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হয়। তৎকালীন পূর্ব-পাকিস্তানের বুদ্ধিজীবি ও ছাত্ররা প্রতিবাদ জানায়। তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সংগ্রাম পরিষদ গঠন করে। ১৯৪৮ সালের ২১শে মার্চ
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এক আলোচনা সভায় বলেন, "উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
" ছাত্ররা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায়।
সংসদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি তোলেন।
তার দাবি উপেক্ষিত হয়।
১৯৫২ সালের ২৭শে জানুয়ারি পাকিস্তানের গভর্নর খাজা নাজিম
উদ্দিন উর্দুর পক্ষে আবারো কথা বলেন।
প্রতিবাদে ছাত্ররা ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি আন্দোলনের সিদ্ধান্ত নেন।
সরকার ১৪৪ ধারা জারি করলে ছাত্ররা এর মধ্যেও মিছিল নিয়ে বেড়িয়ে আসে।
পুলিশ মিছিলের উপর গুলিবর্ষন করে।
পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার প্রাণ হারান এবং আরো অনেকেই হতাহত হন।
গ্রেফতার করা হয় অসংখ্য ছাত্রকে।
আন্দোলন ঢাকা থেকে সারা পূর্ব বাংলায় ছড়িয়ে পড়ে।
অতঃপর বাংলা ভাষার দাবি মেনে নেই পাকিস্তান সরকার।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি?"