Hello-24

Hello-24 Entertainment-64

আমরা সবাই স্কুল কলেজ জিবনে পাস/ ফেল করেছি , কিন্তু ফেল নিয়ে বর্তমান ছাত্রদের মতো অসভ্যতামি করি নাই স্যারদের মনে কখনো কষ্...
23/10/2024

আমরা সবাই স্কুল কলেজ জিবনে পাস/ ফেল
করেছি ,
কিন্তু ফেল নিয়ে বর্তমান ছাত্রদের মতো
অসভ্যতামি করি নাই
স্যারদের মনে কখনো কষ্ট দেই নাই
বর্তমান সময়ে ছাত্ররা অটো পাস নেওয়ার জন্য শিক্ষা বোর্ড ঘেরাও করতেছে ভাঙচুর চালাচ্ছে এটা কোন ধরনের শিক্ষা
ফেল করেছ তুমি নেক্সট টাইম পাস করবা
আর যদি আটোপাস দিতেই হয় তাহলে একেবারে তাদের অনার্স পাস করায় দেন
আর বলেন তোদের চার বছর পড়ালেখা করতে হবে না তোরা বেকার ভাদাইমার মত ঘুর
চার বছর পরে এসে সার্টিফিকেট নিয়ে যাস

কোন রকম খেয়ে পরে বাচতে হলে চাকরি করো, আর রাজার মত বাচতে হলে ব্যবসা করো..........
17/10/2024

কোন রকম খেয়ে পরে বাচতে হলে
চাকরি করো,
আর রাজার মত বাচতে
হলে ব্যবসা করো..........

যে মানুষটা অন্যকে ঠকাতে ভয় পায় সে মানুষটাই অন্যের কাছে বারবার ঠকে যায়
18/09/2024

যে মানুষটা অন্যকে
ঠকাতে ভয় পায়
সে মানুষটাই অন্যের কাছে বারবার ঠকে যায়

আমি বেক্তিগত ভাবে সাকিবকে পছন্দ করিনা এবং তাকে নিয়ে পোস্ট করবো কখনো ভাবি নাইসে জুয়ার সাথে জড়িত -টাকা ছাড়া কিছুই বুঝেনাঅপ...
25/08/2024

আমি বেক্তিগত ভাবে সাকিবকে পছন্দ করিনা
এবং তাকে নিয়ে পোস্ট করবো কখনো ভাবি নাই
সে জুয়ার সাথে জড়িত -টাকা ছাড়া কিছুই বুঝেনা
অপেন জুয়ার এড করার কারনে তাকে আইনের
আওতাই আনতে পারেন-
তবে তার নামে হত্যা মামলা এটা
একটু বেশি হয়ে গেলো না

উচ্ছিষ্ট ফ্যাসিস্টরা বন্যা দেখে ভেবেছিল— এই বুঝি নয়া সরকার বিপাকে পড়ল!কিন্তু উচ্ছিষ্টরা জানে না— এখন আমরা সবাই-ই সরকার, ...
23/08/2024

উচ্ছিষ্ট ফ্যাসিস্টরা বন্যা দেখে ভেবেছিল— এই বুঝি নয়া সরকার বিপাকে পড়ল!
কিন্তু উচ্ছিষ্টরা জানে না—
এখন আমরা সবাই-ই সরকার,
প্রতিটি ঘর একেকটি পার্লামেন্ট,
প্রতিটি তরুণ একেকজন মন্ত্রী।

পিলখানা হত্যা" "শাপলা চত্ত্বর গণহত্যা" "আয়না ঘর" "২৪ এর ছাত্রহত্যা" আর দেশের "হাজার কোটি ঋণ"আল্লাহর জমিনে আল্লাহর কথা ব...
18/08/2024

পিলখানা হত্যা"
"শাপলা চত্ত্বর গণহত্যা"
"আয়না ঘর"
"২৪ এর ছাত্রহত্যা"
আর দেশের "হাজার কোটি ঋণ"
আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বাধা
বাক-সাধিনতার হেনস্থা করা
বিরোধী দলদেরকে গুম খুন জেল-
এমন নিজ বাস ইস্তানে ঘুমাতে না দেয়া
এমনকি শিক্ষা বেবস্থার বেহাল দাসা -
সম্পর্কে জানার পরেও, যদি আপনার মনে হয় আগেই ভালো ছিলেন, তাহলে আপনি দেশের ময়লা-আবর্জনা!

16/08/2024

ক্ষমতা চিরস্থায়ী নয় অতিতে ও কেউ থাকতে পারে নাই ভবিষ্যতে ও পারবেনা ধংস অনিবার্য

02/08/2024

আল বাকারা-১০
তাদের অন্তরে আছে রোগ।
আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন।
আর তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত রয়েছে,
যেহেতু তারা মিথ্যা বলত।

সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে"কোটা প্রথা নিপাত যাকমেধাবীরা মুক্তি পাক"
12/07/2024

সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে
"কোটা প্রথা নিপাত যাক
মেধাবীরা মুক্তি পাক"

এই যে শরিফ থেকে শরিফা আপুরা  দয়া করে অন্য জাইগাই নক করেন--😄
23/03/2024

এই যে শরিফ থেকে শরিফা আপুরা দয়া করে অন্য
জাইগাই নক করেন--😄

08/03/2024

Al Jazeera looks at Washington’s main statements and positions on Israel’s war in Gaza and how policy shifted over time.

যেখানে স্বপ্ন আমাদেরএক করতে পারে নাসেখানে বাস্তবতা তাে নির্মম।
05/03/2024

যেখানে স্বপ্ন আমাদের
এক করতে পারে না
সেখানে বাস্তবতা তাে নির্মম।

04/03/2024
অমর একুশে আমার কাছে একটি চেতনা, একটি অংগীকার। ২১শে ফেব্রুয়ারি তারিখে বাঙালী হিসেবে আমি গর্ববোধ করি। একুশ মানে অন্যায়ের ক...
20/02/2024

অমর একুশে আমার কাছে একটি চেতনা, একটি অংগীকার। ২১শে ফেব্রুয়ারি তারিখে বাঙালী হিসেবে আমি গর্ববোধ করি। একুশ মানে অন্যায়ের কাছে মাথানত না করা।
২১শে ফেব্রুয়ারী দিনটি সারা পৃথিবীর ভাষাভাষীর মানুষকে আজ একত্রিত করেছে।
এখানে কোনো রাজনীতি বা ধর্ম বর্ণ বিভাজন নেই।
পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হয়। তৎকালীন পূর্ব-পাকিস্তানের বুদ্ধিজীবি ও ছাত্ররা প্রতিবাদ জানায়। তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সংগ্রাম পরিষদ গঠন করে। ১৯৪৮ সালের ২১শে মার্চ
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এক আলোচনা সভায় বলেন, "উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
" ছাত্ররা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায়।
সংসদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি তোলেন।
তার দাবি উপেক্ষিত হয়।
১৯৫২ সালের ২৭শে জানুয়ারি পাকিস্তানের গভর্নর খাজা নাজিম
উদ্দিন উর্দুর পক্ষে আবারো কথা বলেন।
প্রতিবাদে ছাত্ররা ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি আন্দোলনের সিদ্ধান্ত নেন।
সরকার ১৪৪ ধারা জারি করলে ছাত্ররা এর মধ্যেও মিছিল নিয়ে বেড়িয়ে আসে।
পুলিশ মিছিলের উপর গুলিবর্ষন করে।
পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার প্রাণ হারান এবং আরো অনেকেই হতাহত হন।
গ্রেফতার করা হয় অসংখ্য ছাত্রকে।
আন্দোলন ঢাকা থেকে সারা পূর্ব বাংলায় ছড়িয়ে পড়ে।
অতঃপর বাংলা ভাষার দাবি মেনে নেই পাকিস্তান সরকার।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি?"

যা-কিছু আছে আকাশমণ্ডলে এবং যা-কিছু আছে পৃথিবীতে, সব আল্লাহরই। তোমাদের অন্তরে যা আছে, তা তোমরা প্রকাশ কর বা গোপন কর, আল্ল...
03/01/2024

যা-কিছু আছে আকাশমণ্ডলে এবং যা-কিছু আছে পৃথিবীতে,
সব আল্লাহরই।
তোমাদের অন্তরে যা আছে, তা তোমরা প্রকাশ কর বা গোপন কর, আল্লাহ তোমাদের থেকে তার হিসাব নেবেন।
- অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান।
(আল বাকারা-284)

😀🫲🤫
01/01/2024

😀🫲🤫

Address

Naogaon
Rajshahi
6530

Telephone

+8801770885074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hello-24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello-24:

Share