পৃষ্ঠা নং ১০১

পৃষ্ঠা নং ১০১ আমি নারীর স্বাধীনতায় বিশ্বাস করি, শুধু আমার নারী ছাড়া।😜
(6)

Friendship 😥
22/07/2025

Friendship 😥

তাদের জন্য দোয়া করো 🤲আমিন।
21/07/2025

তাদের জন্য দোয়া করো 🤲

আমিন।

12/07/2025

মৃত্যুর পরে প্রথম যেটা হারাবো! সেটা হলো আমাদের নাম, সবাই জিজ্ঞেস করবে, "লাশ কোথায়..!" 😥🥀

"বিয়ে হয়নি, কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ?" (আপনার একটি শেয়ারে হয়তো বেঁচে যাবে একটি জীবন)অনেক সময় দেখা যায়, একজন অবি...
05/07/2025

"বিয়ে হয়নি, কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ?"
(আপনার একটি শেয়ারে হয়তো বেঁচে যাবে একটি জীবন)

অনেক সময় দেখা যায়, একজন অবিবাহিত মেয়ের হঠাৎ মাসিক বন্ধ হয়ে গেছে। ডাক্তার দেখাতে গেলে প্রথমেই বলা হয়, “প্রেগনেন্সি টেস্ট করে আসেন।”

পরিবারের কেউ হয়তো বলে বসে-
“এখনও তো মেয়ের বিয়ে হয়নি, প্রেগনেন্সি কীভাবে?”
ডাক্তার তখন স্পষ্ট জানিয়ে দেন -
“প্রেগনেন্সি টেস্ট ছাড়া দেখবো না।”

যাই হোক, টেস্ট হয়। রিপোর্ট পজিটিভ!!
পরিবার হতবাক। মেয়ে অজ্ঞান।

এবার শুরু হয় প্রশ্ন, কাঁন্না, অস্বীকার-
রোগী বলছে, “আমি কিছু করিনি।”
পরিবার বলছে, “তাহলে পজিটিভ টেস্ট আসলো কীভাবে?”

কেউ কেউ বলে - “জীনের ব্যাপার!”
তবে ডাক্তার তখন আসল কাজ শুরু করেন - “চলুন, আলট্রাসনোগ্রাফি করা যাক।”

আলট্রাসনোগ্রাফি রিপোর্টে দেখা যায় — গর্ভে কোনো বাচ্চা নেই।

তাহলে? প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলো কেন?

এই যে স্ট্রিপ দিয়ে টেস্ট করা হয়, ওটা আসলে “বাচ্চা শনাক্ত করার যন্ত্র” না।
এই টেস্টে চেক করা হয় শরীরে HCG (human chorionic gonadotropin) হরমোনের উপস্থিতি।

এই হরমোন গর্ভাবস্থায় শরীরে তৈরি হয় ঠিকই, কিন্তু একই হরমোন কিছু টিউমারের ক্ষেত্রেও নিঃসৃত হতে পারে, যেমন:

Choriocarcinoma
Germ cell tumor
Hydatidiform mole
Teratoma (with choriocarcinoma)
Seminoma
Islet cell tumor ইত্যাদি।

অর্থাৎ, হরমোন বাড়লেই আপনি গর্ভবতী বিষয়টি এমন নয়। কিন্তু আফসোসের বিষয় হলো, এই ধরণের ভুল বোঝাবুঝি থেকে অনেক মেয়ে চরম মানসিক আঘাত পায়। অনেকে হতাশ হয়ে আত্মহত্যার কথা ভাবে। কারও চরিত্র নিয়ে চলে অযথা বিচার সমালোচনা।

একটা রিপোর্ট আসার পর সবকিছু ভেঙে পড়ার আগে একটু ভাবুন, ডাক্তার দেখান, পুরো ঘটনা বোঝার চেষ্টা করুন। আপনি সচেতন থাকলে, হয়তো কোনো একদিন কাউকে একটা বড় বিপদ থেকে বাঁচাতে পারবেন।


c.p

দুপুরে বাসায় শুয়ে ছিলাম।পাশের বাসার আন্টি এসে বললেন- বাবা তোমাদের ফ্রিজে একটু মাংস রাখতেছি। এই বলে কালো পলিথিনে মো'ড়ানো ...
08/06/2025

দুপুরে বাসায় শুয়ে ছিলাম।পাশের বাসার আন্টি এসে বললেন- বাবা তোমাদের ফ্রিজে একটু মাংস রাখতেছি। এই বলে কালো পলিথিনে মো'ড়ানো মাংস গুলো ফ্রিজে রাখলেন।

জিজ্ঞেস করলাম-কো'রবানি কি আগেই দিয়ে দিলেন?

মুচকি হেসে বলা শুরু করলেন- না বাবা। তোমার বোনের (অর্থাৎ আন্টির মেয়ে) শশুর বাড়িতে পাঠানোর জন্য চকবাজার থেকে নিয়ে আসলাম ৩৮০০ টাকা দিয়ে দিয়ে।

ওর বিবাহের সময় হওয়া ঋণ এখনো পরিশোধ করতে পারিনি। যার ফলে এই বছর কোরবানি দিতে পারতেছি না। এখন আমরা কোরবানি দিচ্ছি নাকি দিচ্ছি না ঐটা তো আর মেয়ের শশুর বাড়ির লোকজন বুঝবে না।তাই ওদের জন্য সামান্য মাংস কিনে আনলাম। কো'রবানের দিন পাঠাই দিবো।

তোমাদের চট্টগ্রামে মেয়ে বিয়ে দিয়ে এক বি'পদে পড়ছি। কি সব বেদাত পালন করতে হয়। তুমি আবার চট্টগ্রাম নাম নেওয়ায় মন খারাপ করিও না।

আমি শুধু মুচকি হেসে বললাম-দূর কিযে বলেন আপনি!

এটা কিন্তু কাল্পনিক সংলাপ নয়। আন্টি যখন ঐসব বলছিলো তখন ওনার চেহারাটায় ঋণের ছাপ দেখতে পেয়েছি।

এগুলো আর কতদিন চলবে?এসব বে'দাত কবে দূর হবে? তরুণরা কি এইসব বি'দাতের বি'পক্ষে কথা বলবে না? তারা কি আগামীতেও এইসব কুপ্রথা জারি রাখবে? নাকি হা'সিনার মতো এইসব কু'প্রথারও মূলোৎপা'টন করবে?

লেখা : Adnan Sharif Asif

প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি আল আকসায় আজকে ঈদ নামাজে অংশগ্রহণ করেন।🌙🕌আলহামদুলিল্লাহ 🤲❤️
06/06/2025

প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি আল আকসায় আজকে ঈদ নামাজে অংশগ্রহণ করেন।🌙🕌

আলহামদুলিল্লাহ 🤲❤️

হে কাবার মালিক! আমাদের কবুল করুন আমরা যেন খুব সহজেই কাবাতে যেতে পারি! সেই তাওফিক আমাদের দান করুন।
05/06/2025

হে কাবার মালিক! আমাদের কবুল করুন আমরা যেন খুব সহজেই কাবাতে যেতে পারি! সেই তাওফিক আমাদের দান করুন।

Price inbox kno likhesis?😐
04/06/2025

Price inbox kno likhesis?😐

শেষবারের মতো...যেন মাতৃস্নেহের সবটুকু উষ্ণতা দিয়ে সন্তানকে আরো একবার, অন্তত আরো একটাবার ফিরিয়ে আনার এ চেষ্টা!শ্বাসনালী ব...
03/06/2025

শেষবারের মতো...
যেন মাতৃস্নেহের সবটুকু উষ্ণতা দিয়ে সন্তানকে আরো একবার, অন্তত আরো একটাবার ফিরিয়ে আনার এ চেষ্টা!
শ্বাসনালী বেয়ে উঠে আসা বাতাসে কাঁপুনি ধরে যায়!

এ ব্যথা বর্ণনা করা যায় না...

এ চিৎকার কারো কান পর্যন্ত পৌঁছে না...

শুধু শব্দহীনতার কোনো এক অদৃশ্য দেয়ালের ওপারে হৃদয়টা টুকরো, টুকরো আর টুকরো হয়ে যায়!
হাসবিয়াল্লাহ! হাসবিয়াল্লাহ! হাসবিয়াল্লাহ!

©️qalbun saleem - قلب سليم

পৃথিবীর সকল মানবাধিকার সংস্থা যেখানে অন্ধ 🥲
29/05/2025

পৃথিবীর সকল মানবাধিকার সংস্থা যেখানে অন্ধ 🥲

আজ তারা জেরুজালেমের মধ্যে চিৎকার করে ঢোল পিটিয়ে বলেছে - “মুহাম্মদ মারা গেছে”। ২ বিলিয়ন উম্মত হাশরের ময়দানে গিয়ে রাসূ...
27/05/2025

আজ তারা জেরুজালেমের মধ্যে চিৎকার করে ঢোল পিটিয়ে বলেছে - “মুহাম্মদ মারা গেছে”। ২ বিলিয়ন উম্মত হাশরের ময়দানে গিয়ে রাসূলের (ﷺ) সামনে কিভাবে দাঁড়াবে? কি জবাব দেবে? হাউজে কাউসারের পানি কি আমাদের ভাগ্যে জুটবে?
— নুর ইসলাম

©️Qalbun Saleem - قلب سليم

Address

Rajshahi

Telephone

+8801953586340

Website

Alerts

Be the first to know and let us send you an email when পৃষ্ঠা নং ১০১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পৃষ্ঠা নং ১০১:

Share