01/03/2024
আসলামুআলাইকুম
আপনাদের জন্য নিয়ে এসেছি
ঐতুবৃ ক্রীম
(স্পষ্ট এন্ড ফেয়ারনেস ক্রীম)
নারী ও পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য
আপনার মুখে ব্রণ ও ব্রণের কালো দাগ,ব্রণের কারণে উঁচু নিচু অসামঞ্জস্য ত্বক, মেজতা, সাদা কালো ছোপ দাগ, পকের দাগ, আঁচিলের দাগ, সুর্যের ক্ষতিকর রশ্মিতে মুখ মন্ডলের কালো দাগ ইত্যাদি সহ যে কোন দাগ কে দুর করে ত্বককে করে তুলে কোমল মসৃন আকর্ষণীয় লাবণ্যময় ঈর্ষ্যান্বিত সৌন্দর্য। যেমন আপনি চান।
এই ক্রীম কোন প্রসাধনী সামগ্রী নয়। ত্বক কোন কৃত্রিম রং এনে দেয়না। শুধু ত্বকের উপরে ময়লা পরিস্কার করে দেয়। কাপড়ে ঢাকা অংশ যত সুন্দর থাকে মুখ মন্ডলের রং ততো সুন্দর থাকে না। ধুলা ও রৌদ্রের তাপে মুখের ত্বকের আসল রং লুকিয়ে থাকে। এই লুকায়ীত, আবরিত ও অবাব্ঝীত ময়লাকে পরিস্কার করে ত্বকের আসল রং ফিরিয়ে দেওয়াই এই ক্রীমর মূল কাজ।
১সপ্তাহে ত্বকের সৌন্দর্য, লাবণ্যতা, আকর্ষণীতা চলে আসবে।