Picpok

Picpok “Learn as if you will live forever, live like you will die tomorrow.”

🥰
07/09/2022

🥰

Image Content by canva
07/09/2022

Image Content by canva

Logo Design by canva
07/09/2022

Logo Design by canva

Wallpaper Design
07/09/2022

Wallpaper Design

06/09/2022

ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা।যেকোনো চাকরির পাশাপাশি, যেকোনো কাজের পাশাপাশি ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিং করা যায়।এর জন্য আগের কোনো দক্ষতার প্রয়োজন পরে না।০ থেকে শুরু করেই ধীরে ধীরে নিজের দক্ষতাকে বাড়ানো যায়।এর জন্য প্রয়োজন একটু সময়,বেশ কিছুটা শ্রম আর অনেক খানি ধৈর্য।আর প্রয়োজন
★মোবাইল / ল্যাপটপ / কম্পিউটার
★নেট কানেকশন

সুতরাং অবসর সময় কাজে লাগান ঘরে বসেই অনলাইনে ফ্রিল্যান্সিং শিখে/কোর্স করে।এবং নিজের দক্ষতা যোগ্যতাকে সকলের সামনে তুলে ধরুন।

বিস্তারিত জানতে কমেন্ট করুন বা ইনবক্সে করুন

ধন্যবাদ

আলহামদুলিল্লাহ.....  Level 2 এর প্রথম ক্লাস Orientation Clss করলাম আজ।খুব ভালো লেগেছে।বনি ভাইয়া ভীষণ চমৎকার ভাবে সব কিছু...
06/09/2022

আলহামদুলিল্লাহ..... Level 2 এর প্রথম ক্লাস Orientation Clss করলাম আজ।খুব ভালো লেগেছে।বনি ভাইয়া ভীষণ চমৎকার ভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছেন আমাদের।আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌছানোর রাস্তায় চলে এসেছি,,এখন শুধু ধীরে ধীরে, মনোযোগ, ধৈর্য,শ্রম,সময় দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ইনশাআল্লাহ 🥰🥰

06/09/2022

আপনি ম্যাচিউর নাকি ইম্যাচিউর?

একজন ম্যাচিওর মানুষের ৭টি বৈশিষ্ট্য!

১) ম্যাচিউর মানুষ কখনোই অহেতুক তর্কে লিপ্ত হয় না।
(মনে করুন আপনার বন্ধু একটা ভুল করেছেন, যেটা আপনি ধরিয়ে দিয়েছেন । কিন্তু সে তা মানতে নারাজ।
এমত অবস্থায় একজন ম্যাচিউর ব্যক্তি তর্কে লিপ্ত না হয়ে, তাকে বলবে হ্যাঁ ভাই, সম্ভবত আমার বোঝার ভুল হয়েছে, তুমি বোধ হয় ঠিক।)

২) একজন ম্যাচিউর ব্যক্তি সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করে।
(কেউ একজন আপনার সাহায্য করেছে যার ফলে আপনার অনেকটাই উপকার হয়েছে। তখন বলুন "প্রিয় ভাই আপনি আমাকে সাহায্য করেছেন বিধায় আমি এটা হতে পেরেছি বা করতে পেরেছি, আপনার নিকট আমি কৃতজ্ঞ ।)

৩) ম্যাচিউর ব্যক্তি সকলের ভালো মন্দ বিবেচনা করে কাজ করে।
(একজন ম্যাচিউর ব্যক্তি কোন কাজ করার পূর্বে তার আশেপাশের মানুষের উপকার হবে কিনা বা কারো ক্ষতি হবে কিনা সে বিষয়ে বিবেচনা করে তারপরেই সে কাজ করে।
উদাহরণ: একজন ম্যাচিউর ব্যক্তি কোন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গাড়ির হর্ন দেবে না , পাবলিক প্লেসে সিগারেট ধরাবে না।)

৪) ম্যাচিউর ব্যক্তি পরিবর্তনকে মেনে নেয় ।
(একজন ম্যাচিউর ব্যক্তি সর্বদা যে কোন সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারে. ধরুন আপনার প্রিয় মানুষ এখন আর পূর্বের ন্যায় আপনাকে স্মরণ করছে না , আপনাকে মনে রাখছে না । ওই মুহূর্তে আপনি যদি একজন ম্যাচিউর ব্যক্তি হয়ে থাকেন তাকে কোনরকম বিরক্ত না করে, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরবেন।)

৫) ম্যাচিউর ব্যক্তি ভুলের জন্য মানুষকে ক্ষমা করে দেয়।
(আমরা সবাই জানি ক্ষমা হচ্ছে মহত্বের প্রতীক, কিন্তু ক'জনই বা মানি? একজন ম্যাচিউর মানুষ সর্বদাই অপর পাশের মানুষের অবস্থান বিবেচনা করে অর্থাৎ কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ওই মুহূর্তে আপনি যদি ম্যাচিউর মানুষ হয়ে থাকেন তাহলে আপনি চিন্তা করবেন সে কেন এমনটা করেছে বা তার এ ধরনের ব্যবহারের পিছনে কি রয়েছে?
হতে পারে সে ডিপ্রেশনে আছে অথবা পরিবার থেকে বিভিন্ন বিষয়ে চাপ দেওয়া হচ্ছে, যার ফলে সে মানসিকভাবে অসুস্থ।)

৬) ম্যাচিউর মানুষজন কাজকে গুরুত্ব দেয়।
(একজন ম্যাচিউর মানুষের দৈনন্দিন রুটিন থাকে যেটা সে ফলো করে সময়ের যথাযথ ব্যবহার করে। শ্রেণিকক্ষে বা বিশেষ কোন স্থানে কারো কথা অত্যন্ত মনোযোগের সহিত শোনে এবং তা প্রয়োগ করার চেষ্টা করে।)

৭) ম্যাচিউর ব্যক্তি সকলের সাথে সহজেই মিশে যেতে পারে।
(ম্যাচিউরিটির অন্যতম লক্ষণ মানুষের সঙ্গে মিশতে পারে।)

আজকের ফ্রী সেমিনার
04/09/2022

আজকের ফ্রী সেমিনার

SUCCESS ‌‌‌= সফলতা পৃথিবীতে আমরা সবাই সফল হতে চাই।কেউ পারি আবার কেউ পারি না।অনেক সময় দেখা যাচ্ছে অনেক শ্রম দিচ্ছি, সময় দ...
04/09/2022

SUCCESS ‌‌‌= সফলতা

পৃথিবীতে আমরা সবাই সফল হতে চাই।কেউ পারি আবার কেউ পারি না।অনেক সময় দেখা যাচ্ছে অনেক শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, কঠোর পরিশ্রম করছি..তার পরেও সফল হতে পারছি না।এর কারন টা কি,,কখনও কি ভেবে দেখেছি আমরা??? এত পরিশ্রমের পরেও কোন জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে সেটা কি খেয়াল করেছি???

তাহলে আজকে আসুন আমরা সফল হবার কিছু বিষয় সম্পর্কে জানবো........

Success হতে হলে প্রথমে আমাদের সফলতার চাবি (key) সম্পর্কে জানতে হবে।

কারন 👉 চাবি ছাড়া তালা খুলে না 👈

আসুন আমরা সফলতার ৫ টি চাবি সম্পর্কে জানি
👇

√ Believe
√ Dream
√ Knowledge
√ Planning
√ Action

★ Believe (বিশ্বাস) : আমাদের বিশ্বাস থাকতে হবে যে যে কাজেই নামি না কেন আমাদের সফল হতেই হবে।এই বিশ্বাসের জোরেই অনেক কাজ সহজেই সফলতার সাথে সম্পন্ন করা যায়। আর কথায় আছে তো (বিশ্বাসে মেলায় বস্তু) ❤️

★ Dream (স্বপ্ন) : যেমন ভাবে বিশ্বাস রাখতে হবে,, তেমন ভাবেই স্বপ্ন দেখতে হবে।আমাদের যদি সফল হবার স্বপ্নই না থাকে তাহলে কেমনে কি??তাই স্বপ্ন দেখাটা অবশ্যই দরকার ❤️

★ Knowledge (জ্ঞান) : আমরা যেই বিষয়ে সফল হতে চাই সেই বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে।আমরা success হবার জন্য সেই বিষয় সম্পর্কে ভালো মত জানবো এরপর সামনের দিকে এগোবো ❤️

★ Planning (পরিকল্পনা)ঃ পরিকল্পনাহীন জীবন মাঝিহীন নৌকার মত,যেটা আমরা সবাই জানি।নৌকাকে যেমন তীরে পৌছানোর জন্য মাঝি পরিকল্পনা করে পরিচালনা করে তেমনি আমাদের জীবনেও যদি আমরা সফল হতে চাই তাহলে পরিকল্পনা অবশ্যই জরুরি ❤️

★ Action (কার্যকলাপ) ঃ বিশ্বাস, স্বপ্ন,জ্ঞান,পরিকল্পনা... এই গুলো যখন করা হয়ে যাবে তখন আমরা মাঠে নেমে পড়বো।আমরা সেই কাজ করা শুরু করে দিবো যেই কাজে আমরা SUCCESS হতে চাই ❤️

তহলে আমরা আজ থেকে সফলতার চাবি গুলো মেনে কাজ শুরু করবো।ইনশাআল্লাহ সফল হবোই...........

(শুধু চাবি নয়,আরও কিছু বিষয় রয়েছে সফলতা অর্জনের জন্য,, ইনশাআল্লাহ আগামী কাল সেইগুলা সম্পর্কে জানবো)

ধন্যবাদ 🥰
✌️✌️✌️

গতকাল আমাদের Go to PFM প্রজেক্টের ৩ নম্বর ক্লাস শেষ হয়েছে।কাল কিছু মোটিভেশনাল কথা শুনেছি।সত্য বলতে সেগুলো সবই জানতাম তবে...
02/09/2022

গতকাল আমাদের Go to PFM প্রজেক্টের ৩ নম্বর ক্লাস শেষ হয়েছে।কাল কিছু মোটিভেশনাল কথা শুনেছি।সত্য বলতে সেগুলো সবই জানতাম তবে কেন জানি না কালকে সেইগুলা শুনতে বেশ ভালো লাগছিলো এবং সেইগুলো শুনে মোটিভেট ও হয়েছি আলহামদুলিল্লাহ.....

আমাদের প্রতিদিন ক্লাস শেষে হোমওয়ার্ক দেয়া হয়।যেগুলো শেষ করে জমা দেবার মধ্যে আলাদা একটা মজা আছে।কেন জানি না অন্যদের সাথে একটা কম্পিটিশন কাজ করে।শুধু হোমওয়ার্ক নয় প্রায় সব ক্ষেত্রেই একটা কম্পিটিশন কাজ করে এখন।

★ Activities
★ Performance
★ Punctuality
★ Faculty
★ Ability
★ Discipline........ etc.

সব ক্ষেত্রেই মনে হয় অন্য সবার থেকে আমাকে আলাদা ভাবে চিনবে,দেখবে,জানবে।আমার প্রতি একটা আলাদা ধারণা থাকবে,,,,,,কিন্তু সেটা অবশ্যই আমার দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে,, ইনশাআল্লাহ.....

❤️❤️❤️

01/09/2022
My Work Station 🥰✌️🥰
31/08/2022

My Work Station 🥰✌️🥰

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Picpok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Picpok:

Share