News 20

News 20 ༯༯❀⋆━───🎀💘🎀───━⋆❀༯༯💖তুমি আমার স্বপ্নের চেয়েও মধুর,তোমাকে পেয়ে আমি ধন্য💖༯༯❀⋆━───🎀💘🎀───━⋆❀༯༯

30/10/2025

📢📢 প্রিয় এলাকাবাসী
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৩নং ভাবিচা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীগণ,

আসসালামু আলাইকুম।

নওগাঁ ৪৬/১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য,
নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি,
বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ ছালেক চৌধুরী এর উদ্যোগে
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ উঠান বৈঠক।

📅 তারিখ: আগামীকাল শুক্রবার
🕓 সময় ও স্থান:

বাদ আসর: ২ নং ওয়ার্ডের চন্ডিপুর মাঠে

বাদ মাগরিব: ১ নং ওয়ার্ডের সাড়া লক্ষীডাঙ্গা প্রাইমারি স্কুল মাঠে

🎤 অনুষ্ঠানের অতিথিবৃন্দ:

প্রধান অতিথি: বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ ছালেক চৌধুরী,
সাবেক সংসদ সদস্য ও সভাপতি, নিয়ামতপুর উপজেলা বিএনপি

বিশেষ অতিথি: শামীম রেজা চৌধুরী বাদশা,
সাংগঠনিক সম্পাদক, নিয়ামতপুর উপজেলা বিএনপি

🎯 উপস্থিত থাকবেন:
নিয়ামতপুর থানার আওতাধীন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

📢 তাই সকল স্তরের নেতাকর্মী ও এলাকাবাসীকে উক্ত উঠান বৈঠকে
সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

— আয়োজনে:
নিয়ামতপুর উপজেলা বিএনপির ভাবিচা ইউনিয়নের নেতৃবৃন্দ

29/10/2025
28/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল

সারা বাংলাদেশের সমস্ত জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনীত পদপ্রার্থীদের বিকেল ৪ ঘটিকায় গুলশান অফিসে বৈঠক হবে। তারপর ইনশ...
27/10/2025

সারা বাংলাদেশের সমস্ত জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনীত পদপ্রার্থীদের বিকেল ৪ ঘটিকায় গুলশান অফিসে বৈঠক হবে।
তারপর ইনশাল্লাহ সারা বাংলাদেশের মতো নওগাঁ ৪৬/১ আসনের এমপি হিসেবে কে মনোনয়ন পাবে তা নির্ধারিত হয়ে যাবে এমন না। তবে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হবে।
সবাই সবার প্রিয় নেতার জন্য দোয়া করেন,
ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর কাছে কবুল হবে।

27/10/2025

SSC 1997 ব্যাচ পুনর্মিলনী অনুষ্ঠান

27/10/2025

রাতের আধারে ডাব চুরি
#করতে গিয়ে গাছ থেকে
#পড়ে যুবকের মৃত্যু

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ৩নং ভাবিচা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডে উঠান বৈঠকের জন্য চলতেছে প্রস্তুতি
23/10/2025

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ৩নং ভাবিচা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডে উঠান বৈঠকের জন্য চলতেছে প্রস্তুতি

নওগাঁ ৪৬/১ আসনের কে হবে যোগ্য প্রার্থী তার জন্য চলতেছে জরিপ।বাংলাদেশের যেগুলো আসনের সরকারিভাবে এবং বেসরকারিভাবে জরিপ করা...
22/10/2025

নওগাঁ ৪৬/১ আসনের কে হবে যোগ্য প্রার্থী তার জন্য চলতেছে জরিপ।
বাংলাদেশের যেগুলো আসনের সরকারিভাবে এবং বেসরকারিভাবে জরিপ করা হয়েছে, শুধুমাত্র সেসব এলাকার নেতাকর্মীদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি দলকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছেন।
আর সেই আহবান করাটাকে অনেকেই গ্রীন সিগনাল অথবা নমিনেশন পাবে বলে ধরে নিচ্ছেন......!!
নওগাঁ ৪৬/১ আসনের যদি কেউ বলে থাকে আমাকে গ্রিন সিগনাল অথবা মুঠো ফোনের মাধ্যমে আশ্বাস দিয়েছে তাহলে সেটি ভুল ।
এমন কথায় কেউ নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না।

বিশেষ দ্রষ্টব্য : তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন" সাধারণ মানুষ যাকে চাইবেন''এবং দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন..!! এবং জরিপের মাধ্যমে যিনি সর্বোচ্চ বেশি থাকবে, তাকেই নমিনেশন দিয়ে বিএনপি দলের সঙ্গে কাজ করা সুযোগ পাবে। আপনাদের এই আসনের যোগ্য প্রার্থী কে, আপনারা আপনাদের মনের কথা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।

আর মত্র ১ মাস তাহলে সবাই বিস্তারিত জানতে পারবেন..........!!

আজ জাতীয় দৈনিক দিনকাল পত্রিকা নিয়ে আসার সময় আমি অনেক বাজে ভাবে রাস্তায় দুর্ঘটনার স্বীকার হয়েছি,তাই সবাই আমার জন্য দোয়া ...
21/10/2025

আজ জাতীয় দৈনিক দিনকাল পত্রিকা নিয়ে আসার সময় আমি অনেক বাজে ভাবে রাস্তায় দুর্ঘটনার স্বীকার হয়েছি,তাই সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করে,,,,,,, আমিন।

20/10/2025

#সাবেক_এমপি_ডাক্তার #ছালেক_চৌধুরী

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when News 20 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News 20:

Share