
23/05/2024
আমরা খুবই আনন্দিত যে, আমরা বাংলায় ফোটোগ্রাফির উপরে অনলাইন ম্যাগাজিন “ফটোল্যাব” বের করতে যাচ্ছি।
আপাতত আমাদের ইচ্ছা ত্রৈমাসিক ভিত্তিতে একটি ম্যাগাজিন প্রকাশ করা। ভবিষ্যতে আমরা অফলাইনেও এই পত্রিকাটি প্রকাশ করার আশা রাখি। আগামী জুলাই মাসে এই ম্যাগাজিনের প্রথম সংখ্যা বের হতে যাচ্ছে।
আমার সকল বন্ধুদের এই ম্যাগাজিনে লেখার ও ছবি জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
আমাদের কিছু নিয়মিত বিভাগ থাকবে। ক্যামেরা রিভিউ, লেন্স রিভিউ, টিউটোরিয়াল, সাক্ষাৎকার, ছবি প্রতিযোগিতা, ছবির পিছনের গল্প, ফটো সিরিজ, চিন্তা, দর্শন ইত্যাদি।
একটি ল্যাবরেটরিতে যেমন অণুপরমাণুর বিক্রিয়ার মধ্যে দিয়ে নতুন কিছু জন্ম হয়, আমরা তেমনই Photo Lab ম্যাগাজিনের খুব সহজ বিষয় থেকে কিভাবে নতুন কিছু তৈরী করা যায় সেসব নিয়ে আলোচনা করব।
আমাদের Photo Lab Magazine গ্রুপে জয়েন করে এই বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন। গ্রুপটি সকলের জন্য উন্মুক্ত।