
11/08/2025
জীবনের অধ্যায় গুলোর মধ্যে কলেজ জীবনটা ছিলো বেস্ট একটা সময়,ক্লাস শেষ আড্ডা,কলেজ গেটের ভেলপুরি আর শরবত,ইচ্ছা হলেই হুটহাট ঘুরতে যাওয়া,খাইতে গিয়ে টাকা ভাগাভাগি করা,একজন না গেলে বাকিঁদের না যাওয়া,ক্লাস না করে লুডু খেলা,সব কিছুই ছিলো সেরা
কিন্তু এখন কারো সাথে কারো দেখা হওয়াটাই দূর্লভ এক এক জনের গন্তব্য এখন এক এক দিকে🙂❤️