
03/12/2024
আমাদের একটা ডিসেম্বর ছিল..!!😞
যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনোরকম চিন্তা। সেই ডিসেম্বর ভরা ছিল খেলা, আনন্দ, নানা বাড়ি যাওয়া, পিকনিক, সবাই মিলে অন্য রকম এক আমেজ, মনে হতো জীবনের আর কোন লক্ষ্য নেই জানুয়ারি তে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত। কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বর গুলো। সেই ডিসেম্বরের শান্তি গুলো আমাদের জীবনে আর আসবে না কখনোই আসবে না...😔💔🥀