
07/12/2024
প্রথম প্রেম আর দেশ ছাড়ার প্রথম ফ্লাইটের মধ্যে আমি এক অদ্ভুত মিল খুঁজে পাই।
সেই ছোট বেলায় এক গান শুনেছিলাম তার মতোই মনে হয়: “আগে যদি জানতাম, তবে মন ফিরে চাইতাম, এই জ্বালা আর প্রাণে সহে না।” সেই ফ্লাইটে উঠেই যেন মনে হচ্ছিল, “আগে যদি জানতাম, তবে ঘরে ফিরে যাইতাম , এই জ্বালা আর প্রাণে সহে না!” 😭😭😭
কিন্তু এখন সেই ঘরে ফিরলেও, আমি শুধুই একজন অতিথি। কয়েক দিনের জন্যই শুধু ফিরে যাওয়া সম্ভব।
প্রথম প্রেম যেমন একবার হয়ে গেলে আর ভুলে থাকা যায় না, তেমনি এই ফ্লাইটে একবার পা রাখলে আগের জীবন আর ফিরে পাওয়া যায় না। জীবনে যতই অর্থ উপার্জন করুন না কেন, যত সাফল্যই আসুক না কেন, নিজেকে আর আগের মতো করে কখনোই ফিরে পাবেন না। অন্তত আমি পারবো না।
🤲 দোয়া চাই 🤲