24/07/2025
🖋️ পথচলা
আমি পথ চলি—
গন্তব্য জানি না, তবু হেঁটে যাই।
পায়ের নিচে জমে থাকে ক্লান্তি,
তবু মন বলে — “আরেকটু যাই…”
হারাই মাঝে মাঝে,
নিজেকেই খুঁজে ফিরি ভীষণ ভিড়ে।
কিন্তু ভাঙা স্বপ্নও তো একদিন
হয়ে ওঠে নতুন আশার প্রহর।
তাই আমি থেমে যাই না।
কারণ আমি জানি —
জীবনটা না-পাওয়া নয়,
জীবনটাই আসল পাওয়া।
— মোফাজ্জল