Mintu Khushi

Mintu Khushi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mintu Khushi, Video Creator, Rajshahi.
(4)

আসসালামু আলাইকুম আমি রিজিয়া পারভিন খুশি। আমি আমার এ পেজে আমার হাজব্যান্ড ও আমার ছেলেদের নিয়ে ব্লগ ভিডিও তৈরি করে থাকি। এছাড়াও ছোট ছোট অনেক হাসির রিলস তৈরি করে থাকি আশা করি আপনাদের সবাইকে আমার এই ভিডিওগুলো ভালো লাগবে।

শুভ সকাল বন্ধুরা
12/08/2025

শুভ সকাল বন্ধুরা

মানুষ যদি মনেপ্রাণে কোনো কাজ করতে চায় এবং সেই লক্ষ্যে অবিচল থেকে পরিশ্রম করে, আর মহান আল্লাহর কাছে তা প্রার্থনা করে, তব...
11/08/2025

মানুষ যদি মনেপ্রাণে কোনো কাজ করতে চায় এবং সেই লক্ষ্যে অবিচল থেকে পরিশ্রম করে, আর মহান আল্লাহর কাছে তা প্রার্থনা করে, তবে আল্লাহ কখনো তাকে খালি হাতে ফেরান না। জীবনের লক্ষ্য যদি স্থির থাকে এবং তার পথে অটল প্রচেষ্টা অব্যাহত থাকে, সাফল্য তখন অনিবার্য হয়ে ওঠে।

তবে সাফল্যের পথ সব সময় সরল হয় না—কখনও কখনও একটু কৌশলী ও ধৈর্যশীল হয়ে এগোতে হয়। আমরাও সেই পথেই হেঁটেছি। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।

মহান আল্লাহ আমার সমস্ত প্রার্থনা কবুল করেছেন, আমার মনভরা খুশি আপনাদের সঙ্গেও ভাগ করে নেবো। আর কিছু দিনের ধৈর্য ধরুন—আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। 🤲✨

বাবা ও ছেলের স্নিগ্ধ দুষ্টুমির সেই অপূর্ব মুহূর্তটি আমি তড়িঘড়ি করে ক্যামেরার ফ্রেমে বন্দি করেছিলাম।হাসি-আনন্দে মুড়ানো...
11/08/2025

বাবা ও ছেলের স্নিগ্ধ দুষ্টুমির সেই অপূর্ব মুহূর্তটি আমি তড়িঘড়ি করে ক্যামেরার ফ্রেমে বন্দি করেছিলাম।
হাসি-আনন্দে মুড়ানো সেই দিনটি যেন স্মৃতির পাতায় সোনালি অক্ষরে লেখা রইল।
আমাদের জন্য আপনাদের আন্তরিক দোয়া প্রার্থনা করছি, যেন আমরা সর্বদা হাসিখুশি ও সুস্থ থাকি।
আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন , থাকুন আপন আনন্দে।
শুভ সকাল, প্রিয় বন্ধুরা। 🌸

জীবনের সবচেয়ে বড় আনন্দগুলোর একটি হলো—পুরো পরিবারকে একসাথে পাওয়া। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ঘটে খুব কমই। সাধারণত আমি, ফ...
10/08/2025

জীবনের সবচেয়ে বড় আনন্দগুলোর একটি হলো—পুরো পরিবারকে একসাথে পাওয়া। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ঘটে খুব কমই। সাধারণত আমি, ফারহান আর ওর আব্বুই বেশি বাইরে যাই, আর স্পন্দন… বড় হয়ে গেছে বলে বোধহয় বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে বেশি পছন্দ করে।

তবে সেদিন একটি ছোট্ট বাক্যই সবকিছু বদলে দিল—
“আম্মু, অনেকদিন একসাথে কোথাও যাওয়া হয়নি, আজ চল না সবাই মিলে ঘুরে আসি।”
এই ডাকের উষ্ণতা ভাষায় বোঝানো কঠিন। মন ভরে গেল আনন্দে।

সেদিন আমরা চারজন একসাথে বের হলাম—গল্প, হাসি আর অসংখ্য সুন্দর মুহূর্তে ভরে উঠল পুরো দিনটি। সাধারণত স্পন্দন ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আপনাদের সাথে তার মুহূর্তগুলো ভাগ করতে পারি না। কিন্তু এবার সে নিজেই ক্যামেরায় এলো, হাসিমুখে আমাদের সাথে ছবি তুলল।

এই পোস্টে আমাদের চারজনের সেই মুহূর্তের কিছু ছবি রাখলাম। যদি দেখে ভালো লাগে, তবে আপনারা অবশ্যই ভালোবাসা জানাবেন—একটি লাইক, একটি কমেন্ট, আর একটি শেয়ার হয়তো আমাদের এই আনন্দের মুহূর্তকে আরও বড় করে তুলবে। ❤️

👫 সংসার জীবন দু’জনের জন্য, দায়িত্বও দু’জনের জন্য।শুধু ভালোবাসা দিয়ে নয়,দায়িত্ব, সম্মান আর সহযোগিতার মাধ্যমেই টিকে থা...
02/08/2025

👫 সংসার জীবন দু’জনের জন্য, দায়িত্বও দু’জনের জন্য।

শুধু ভালোবাসা দিয়ে নয়,
দায়িত্ব, সম্মান আর সহযোগিতার মাধ্যমেই টিকে থাকে একটি সুন্দর সংসার।
সন্তান দু’জনের, তাই তার ভবিষ্যৎ গড়ার দায়িত্বও দু’জনের।
একজন একা চেষ্টা করলে হয়তো একটা ঘর তৈরি হবে,
কিন্তু দুজন একসাথে চেষ্টা করলে তবেই গড়ে উঠবে একটি বাসযোগ্য জীবন।

লাইফ পার্টনার মানে শুধু সুখের সঙ্গী নয়,
মানে দুঃখে, ক্লান্তিতে, সমস্যা ও দায়িত্বেও একজন বিশ্বস্ত সহচর।
কারণ সংসার হলো একটি জাহাজ—
যেখানে দুইজন মাঝি একসাথে না চালালে, তা ডুবে যাওয়াই স্বাভাবিক।

ভালোবাসার পাশাপাশি দায়িত্ববোধই পারে সংসারকে সত্যিকার অর্থে ‘ঘর’ বানাতে।
তাই বোঝাপড়া করুন, দায়িত্ব ভাগ করে নিন,
আর হাতে হাত রেখে পথ চলুন… সবকিছু তখনই সহজ হবে।
---

🌞 শুভ সকাল 🌸নতুন একটা সকাল মানেই নতুন আশা, নতুন সুযোগ, আর নতুন একটি শুরু।যা হারিয়েছি তা নয়, আজ কী পেতে পারি সেটাই ভাবার ...
02/08/2025

🌞 শুভ সকাল 🌸

নতুন একটা সকাল মানেই নতুন আশা, নতুন সুযোগ, আর নতুন একটি শুরু।
যা হারিয়েছি তা নয়, আজ কী পেতে পারি সেটাই ভাবার সময় এখন।
তাই মন ভালো রেখে, ভালোবাসা ছড়িয়ে দাও, নিজেকেও সময় দাও।
সকালের সূর্য যেমন আলোকিত করে পৃথিবী, তেমনি আজকের দিনটা হোক তোমার জন্য আশীর্বাদময়।

শুভ সকাল, সবাইকে। 💛
নিজে হাসো, অন্যকে হাসাও। 😊

যখন কারও প্রয়োজন পড়ে,তখন মনে হয় — “এই মানুষটিই আমার পৃথিবী।”তখন সব ভালোবাসা, যত্ন, কৃতজ্ঞতা যেন তার জন্যই।সে তখন বলে —“ত...
01/08/2025

যখন কারও প্রয়োজন পড়ে,
তখন মনে হয় — “এই মানুষটিই আমার পৃথিবী।”
তখন সব ভালোবাসা, যত্ন, কৃতজ্ঞতা যেন তার জন্যই।

সে তখন বলে —
“তোমার জন্যই এতটা এগোতে পেরেছি,
তোমার কারণেই আজকে এটা সম্ভব হয়েছে।”
তাকে ধন্যবাদ জানিয়ে কত রকম ভালোবাসার ছোঁয়া…

কিন্তু যখন তার কাজ শেষ হয়ে যায়,
যখন নিজের পথ সে খুঁজে পায় —
তখন যেন স্মৃতির পাতাগুলো একে একে ফেলে দেয়।
“ও তো কিছুই করেনি, আমি এমনিতেই পারতাম।”
“তবে তোমার কাছে গেছিলাম, তাই একটু আগে শিখে ফেললাম — এই তো।”

এক সময় যে উপকারের মূল্য দিত,
আজ তার কণ্ঠেই উঠে আসে অহংকারের সুর:
“আমার কারণেই সে আজ এত কিছু জানে।”

এই হলো মানুষের রূপ…
প্রয়োজনে তোমাকে মনে রাখে,
আর স্বার্থ ফুরালেই তোমাকে ভুলে যায়।
তবুও তুমি ভালো থেকো,

🌞 শুভ সকাল বন্ধুরা! 🌼নতুন দিনের আলো নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।গতকালের সব ক্লান্তি ভুলে আজ শুরু হোক নতুন উদ্যমে, নতুন আশা ...
01/08/2025

🌞 শুভ সকাল বন্ধুরা! 🌼
নতুন দিনের আলো নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।
গতকালের সব ক্লান্তি ভুলে আজ শুরু হোক নতুন উদ্যমে, নতুন আশা নিয়ে।
সবাইকে জানাই মনভরা ভালোবাসা আর অসীম শুভকামনা।
দিনটা হোক সুন্দর, মধুর আর সাফল্যে ভরা! 💫✨

#শুভসকাল #নতুনদিন #ইতিবাচকভাবনা #ভালোথাকুন

Address

Rajshahi

Telephone

+8801743420121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mintu Khushi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category