Arabi Asa

Arabi Asa Assalamu Oylaikum. I'm Asa.Welcome to my Page ARABI ASA.I will share with you the videos I made.❤️

30/07/2025

🤍🖤😘

29/07/2025

সব অভিযোগ মেনে নিয়ে ধ্বংস করছি নিজেকে🥀

12/07/2025

স্ত্রীকে কেউ “প্রিয় নারী” বলেই না।
কারণ তার প্রতিটা ভালোবাসা যেন দায়িত্বের ভিতর ঢাকা পড়ে যায়।
সে যতটা দেয়, তার স্বীকৃতি যেন ঠিক ততটাই অনুপস্থিত।

ছোটবেলায় মানুষ যখন বলে— ‘মা পৃথিবীর সবচেয়ে প্রিয় নারী’,
বড় হয়ে বলে— ‘মেয়ে আমার প্রাণ’,
আর একটু পরিণত হয়ে বলে— ‘বোনের মত আপন কেউ নেই’।
তবু মুখের ভাষায়, শ্রদ্ধায় বা ভালোবাসায়,
কেউ বলে না— “আমার স্ত্রীই আমার সবচেয়ে প্রিয় নারী।”

স্ত্রীকে কেউ খুঁটিয়ে দেখে না,
কিন্তু তাকেই দিয়ে দেয় জীবনের সবচেয়ে কঠিন দায়িত্বটা।
তার কাছেই চায় নিঃশর্ত সহবাস, নিঃশব্দ সহ্য,
তার কাছেই আশা করে একফোঁটা অভিযোগহীন সংসার।

কেউ ভাবে না—
এই মেয়েটা একদিন মায়ের আঁচল ছেড়ে,
চিরচেনা ঘর-ছাদ, রান্নাঘরের গন্ধ,
ছোটবেলার সেই আয়নাটা রেখে চলে এসেছে একটা ভিন্ন বাড়িতে।

কেউ বোঝে না—
সেই মেয়েটা কীভাবে অভ্যাস পাল্টে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়,
অথচ তার হাসিতে, খাবারের স্বাদে বা চুলে পেঁচানো রোলারেই সবাই খোঁজে ভুল।
ভালো রান্না না করতে পারলে বলে “তুমি তো কিছুই পারো না”,
আর ভালো করলেও বলে “আমার মা এর থেকেও ভালো রান্না করতো।”

হাসপাতালের বেডে যখন স্বামী শুয়ে থাকে,
এই “অযোগ্য” স্ত্রীটাই নির্ঘুম থেকে পাশে বসে চুলে বিলি কেটে দেয়।
স্বামীর অফিস থেকে ফিরে ক্লান্ত মুখ দেখে এক কাপ চা বানায়,
তবুও সে প্রিয় হয়ে উঠতে পারে না, কারণ সে স্ত্রী!

কেন এমন হয়?
স্ত্রীকে ভালোবাসি বললে কি পুরুষত্ব কমে যায়?
নাকি মনে হয় অন্যরা হেসে বলবে— বউয়ের পায়ের নিচে?

আসলে, সমাজ কখনোই স্বীকার করে না,
একজন স্ত্রীও একসময় কারো আদরের মেয়ে ছিল,
যাকে ঘিরে ছিল স্বপ্ন, নিরাপত্তা আর ভালোবাসা।
সেই মেয়েটা একদিন সমস্ত কিছু ছেড়ে এক ছেলের জীবনে এসে
নিজেকে হারিয়ে দিয়ে, তাকে গড়ে তোলে এক রাজা।

তবুও সে রাজাকে বলতে শোনা যায়—
“আমার মা সবার আগে”, “আমার মেয়ে আমার জান”,
কিন্তু বউ? সে হয় দায়িত্ব, বোঝা, ভুলের খাতা।

হয়তো সেদিন, যেদিন কেউ বুক ফুলিয়ে বলবে—
“আমার স্ত্রীই আমার সবচেয়ে প্রিয় নারী”,
সেদিন সমাজ একটু সুন্দর হবে।
একটা মেয়ের আত্মত্যাগ শুধু দায়িত্বে নয়,
ভালোবাসার স্বীকৃতিতে ফিরবে।

12/05/2025

চুরি করা আমে যে কি স্বাদ বলার মতো না... 🤤🫢

08/05/2025

একদিন তোমার ব্যস্ততা’রাও অবসরে যাবে। শত অবহেলাও রূপান্তরিত হবে প্রেম আর ভালোবাসায়। এই যে দিনের পর দিন ফেলে রাখো অপেক্ষায়, অবহেলায়– একদিন ঠিকই তোমার সময়গুলো অবসরে কেটে যাবে।

মানুষ তার পিছনেই নিজের মূল্যবান সময় ব্যয় করে, যাকে সে ভালোবাসে। যা অবহেলায়, অযত্নে ফেলে রাখে, তার কোনো দরদ নেই মানুষের কাছে। একদিন তুমিও সময় পাবে। শুধু আমার বেলায় তোমার কোনো সময় হয়ে উঠেনি।

কত অজুহাত, কত বাহানায় তুমি এড়িয়ে যাও আমায়। আমি যে বুঝতে পারি না, এমন নয়। দিব্যি বুঝতে পারি, অসহ্য হয়ে গেছি আমি! মানুষ যাকে ছাড়া থাকতে পারে না, তার সাথে এক মূহুর্ত কথা না বললে কষ্ট হয় না? দম বন্ধ হয়ে আসে না? মন খারাপ হয় না?

অথচ দেখো, তুমি দিনের পর দিন কথা না বলেই দিব্যি স্বাভাবিক আছো। অথচ ভেতর ভেতর দুমড়েমুচড়ে যাচ্ছি আমি! মানুষ সবসময় চোখের দেখাটা হয়তো দেখতে পারে না, কিন্তু কথা না বলে থাকতে পারে?

আমার ভীষণ দুঃখ হয়, নিজের জন্য আফসোস হয়!
যেখানে ভালোবেসে ভালো থাকার কথা, ভালো আর থাকছি কই? ভালোবাসার কত সংজ্ঞাই তুমি দিলে। সবকিছু তুমি তোমার নিজের পক্ষে নিলেও আমায় শুধু বিপরীতে রাখলে।

একদিন তোমার ব্যস্ততাও শেষ হবে। তোমার অনাগ্রহে যে প্রেম ফুরিয়ে গেছে, সে প্রেম কভু সতেজ হবে না! অনুভূতি নষ্ট করে দিয়ে যদি তুমি “ ভালোবাসি ” বলো, তবে সেই ভালোবাসা দিয়ে আমি কী করবো? ভালোবাসলে তো যোগাযোগ থাকে, নিয়ম করে কথা হয়, দেখা হয়, অভিমান হয়। অথচ দেখো, আমাদের আজকাল কিছুই হয় না!

🥀🌿

কাঁচা আম সাথে এমন ঝাল ঝাল মসলা 🤤কারো কি লোভ লাগে🥭🤤💚
06/05/2025

কাঁচা আম সাথে এমন ঝাল ঝাল মসলা 🤤
কারো কি লোভ লাগে🥭🤤💚

'প্রায়োরিটি' জিনিস টা 'ভিক্ষা' করে চেয়ে নেওয়ার মতো জিনিস না! 'তুমি আমাকে প্রায়োরিটি দাও না কেনো?' টাইপের অভিযোগ করে লাভ ...
06/05/2025

'প্রায়োরিটি' জিনিস টা 'ভিক্ষা' করে চেয়ে নেওয়ার মতো জিনিস না! 'তুমি আমাকে প্রায়োরিটি দাও না কেনো?' টাইপের অভিযোগ করে লাভ নাই! অভিযোগ করে কেউ কোনোদিন প্রায়োরিটি পায় নাই!

প্রায়োরিটি জিনিস টা মন থেকে আসে! আপনাকে যে প্রায়োরিটি দিবে, সে আপনাকে মাথায় তুলে রাখবে! আপনি দেখবেন সে গোটা দুনিয়া আপনার পায়ের কাছে এনে হাজির করে রাখছে! ❤️🌿

Arabi Asa

05/05/2025

- তোমায় এতটাই ভালোবাসি যে, তোমাকে পাওয়ার জন্য যুগ যুগ অপেক্ষা করতে রাজি!❤️🥀

প্রতিদিন কিছু কিছু ইচ্ছা মরে যায় অনিচ্ছাকৃত মরে যায় অযত্নে মরে যায়। প্রতিদিন কিছু কিছু ইচ্ছেরা নির্বাসিত হতে বাধ্য হয়নির...
05/05/2025

প্রতিদিন কিছু কিছু ইচ্ছা মরে যায়
অনিচ্ছাকৃত মরে যায়
অযত্নে মরে যায়।
প্রতিদিন কিছু কিছু ইচ্ছেরা
নির্বাসিত হতে বাধ্য হয়
নির্বাসিত হয়।

ব্যর্থ প্রেমের মতো কিছু কিছু ইচ্ছা
স্মৃতির অসুখে ভোগে দীর্ঘদিন,
কিছু কিছু ইচ্ছা স্বইচ্ছায় হত্যা করি
ইচ্ছার হননে বিবর্ন হই বারবার
তবু হত্যা করতেই হয়।

প্রতিদিন কিছু কিছু ইচ্ছাকে
মহত্মা অনুভব সম্পূর্ণ দেখায়,
কিছু কিছু কালো ইচ্ছে সাহসে
ভয় করে উজ্জীবিত হয়।
তবু ইচ্ছাকে নির্বাসন দিতে হয়
কিছু কিছু ইচ্ছাকে--
প্রতিকুল হাওয়া বইলেই ইচ্ছার মৃত্যু হয়।
আমার ইচ্ছেরাও কি মরে যাবে এভাবে
সময়ের বিরোধী ষড়যন্ত্রে??

05/05/2025

সম্পর্কগুলো গাছের মতোই…
মাঝে মাঝে একটু পানি, একটু যত্ন, একটু বোঝাপড়ার দরকার হয়?

কিন্তু আমরা বুঝতে পারি,
যখন ফুল শুকিয়ে যায়, তখন পানি দেওয়ার আর মানে থাকে না।

যত্ন না পেলে, ভালোবাসার সবচেয়ে গভীর সম্পর্কও একদিন মরে যায়।

তাই শুঁকিয়ে যাওয়ার আগেই…
সম্পর্কের যত্ন নিই।

সম্পর্ক হোক হালাল, পথ চলা হোক জান্নাত পযর্ন্ত!
ইংশা আল্লাহ!
জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয়।🌿

03/05/2025

আপনি কারো ভালো করবেন এরমানে তারাও যে আপনার ভালো করবে এটা না। ☘️

24/04/2025

🤤

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Arabi Asa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arabi Asa:

Share