I love the Quran

I love the Quran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from I love the Quran, Digital creator, Laxmipur, Rajshahi.
(1)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ-الرَّحْمَٰنِ الرَّحِيمِ-مَالِكِ يَوْمِ الدِّينِ-إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ-اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ-صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ-

26/12/2025

মহান রবের পক্ষ থেকে আপনার প্রতি সবচেয়ে বড় নিয়ামত কী?

02/12/2025

পৃথিবী থেকে প্রস্থান কোনো- কোনো মানুষের সমাপ্তি নয়, যারা জাতির হৃদয়ে আলো জ্বালিয়ে যায়, ইতিহাস তাদের অমরত্ব উপহার দেয়।

06/06/2025

লক্ষ লক্ষ কণ্ঠে 'লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক' ধ্বনিতে মুখরিত ঐতিহাসিক আরাফাহ ময়দান। আল্লাহ তায়ালা পৃথিবীর সকল মুসলিম হাজীদের হজ্জকে কবুল করুন।

ওইযে পিলারটা দেখছেন। আরাফার ময়দানে ঠিক সেখানে দাঁড়িয়ে আল্লাহর বন্ধু নবীজি (সা:) বিদায় হজ্জের ভাষণ দেন। ভাষণ শেষে বলেন সে...
06/06/2025

ওইযে পিলারটা দেখছেন। আরাফার ময়দানে ঠিক সেখানে দাঁড়িয়ে আল্লাহর বন্ধু নবীজি (সা:) বিদায় হজ্জের ভাষণ দেন। ভাষণ শেষে বলেন সেই শব্দ। সেই আয়াত; ‘আজ এই দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।’

এরপর আকাশের দিকে শাহাদাতের আঙুল তুলে বলেন, 'হে আল্লাহ তুমি সাক্ষি! হে আল্লাহ তুমি সাক্ষি! হে আল্লাহ তুমি সাক্ষি!’

এই দিনে আমাদের দ্বীন পূর্ণ হয়। দ্বীন ইসলাম পরিপূর্ণ। আমরা উম্মতে মোহাম্মদী পরিপূর্ণ দ্বীন পালন করি। আমরা এই দ্বীনকে নিয়ে যাবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই ধারা বয়ে যাবে কিয়ামত পর্যন্ত।
দ্বীন ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ। আমরাও বলব, হে আল্লাহ তুমি সাক্ষী, দ্বীন ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ।

06/06/2025

হজ্জ ও ওমরাহর কবুলিয়্যাতের জন্য হৃদয় নিংড়ানো দু'আ।

হে আমার প্রিয় রব! আপনি দয়াময়, পরম করুণাময়! আপনি আমাকে যদি একবার আপনার পবিত্র ঘর কাবা শরীফের সামনে দাঁড়ানোর সৌভাগ্য দান করেন, তাহলে আমার আর কি চাওয়ার বাকি থাকবে?

হে আল্লাহ! আমার মন থেকে অস্বাস্থ্যকর দুনিয়ার মোহ দূর করে দিন, আমাকে এমন অন্তর দিন যা শুধু আপনার দিকে ছুটে যেতে চায়! আমাকে হজ্জ ও ওমরাহর তাওফিক দিন, আমাকে ডাকুন আপনার ঘরে!

হে আল্লাহ! আপনি বলেছেন—
وَأَذِّن فِى ٱلنَّاسِ بِٱلْحَجِّ يَأْتُوكَ رِجَالًۭا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍۢ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍۢ
"আর মানুষের মাঝে হজ্জের ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পদব্রজে এবং সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে চড়ে, দূর-দূরান্ত থেকে।"
(সূরা আল-হাজ্জ, ২২:২৭)

হে আল্লাহ! আমাকে এই ডাকের অন্তর্ভুক্ত করুন! আমাকে আপনার পবিত্র ঘরের সামনে দাঁড়ানোর সৌভাগ্য দিন! তাওয়াফ করার, জমজমের পানি পান করার, আরাফার ময়দানে কাঁদার, মক্কা-মদীনায় আপনার প্রেমে বিভোর হওয়ার তাওফিক দিন!

হে দয়ালু রব! যারা ইতোমধ্যে হজ্জ ও ওমরাহ সম্পন্ন করেছেন, তাদের ইবাদত কবুল করুন! তাদের হাজ্জকে ও উমরাহকে মাবরুর হজ্জ বানিয়ে দিন! তাদের গুনাহ ঝরিয়ে দিন, যেন তারা ফিরে আসার পর নবজাতকের মতো পবিত্র হয়ে যায়!

হে আল্লাহ! আপনি আমার হজ্জ ও ওমরাহকে শুদ্ধ রাখুন! আমার দুনিয়াবি মোহ, অহংকার, লোক দেখানো মনোভাব থেকে আমাকে বাঁচান! যেন আমার একমাত্র লক্ষ্য হয় "লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক!" বলে আপনার দাসত্ব করা!

اللَّهُمَّ اجْعَلْ حَجِّي مَبْرُورًا، وَذَنْبِي مَغْفُورًا، وَسَعْيِي مَشْكُورًا
"হে আল্লাহ! আমার হজ্জ মাবরুর করুণ, আমার পাপসমূহ ক্ষমা করুন এবং আমার শ্রম কবুল করুন।" (তিরমিজি)
আমীন, ইয়া রব্বাল আলামীন!

29/05/2025

"যিলহজ্জ্ব মাসের চাঁদ দেখার পর তোমাদের কেউ যদি কুরবানি করতে চায় তাহলে সে যেন নিজের চুল ও নখ কাটা থেকে বিরত থাকে"।[১]
إِذَا رَأَيْتُمْ هِلَالَ ذِي الْحِجَّةِ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلْيُمْسِكْ عَنْ شَعَْرِهِ وَأَظْفَارِهِ
~ রাসূলুল্লাহ ﷺ
এই হাদিস অনুযায়ী নখ-চুল-লোম কাটা কুরবানিদাতার জন্য হারাম।[২]
যদি কেউ কেটে ফেলে সে গুনাহগার হবে। তার কর্তব্য হচ্ছে তাওবাহ করা। এর জন্য কোনো ফিদইয়ার বিধান নেই।[৩]
উল্লেখ্য যে وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ এই অংশ থেকে ফুকাহারা বুঝেছেন যে এই বিধান তার জন্য খাস যে কুরবানি করতে চায়।
[১) ইমাম মুসলিম (রাহ.), আস সহিহ, হা: ১৯৭৭;
২) ইমাম বুহুতী (রাহ.), কাশশাফুল ক্বিনা: ৬/৪৩২;

17/05/2025

যখন কোন মুসলিম সওয়াব লাভের উদ্দেশ্যে তার পরিবারের জন্য কিছু ব্যয় করে, তখন তা তার জন্য সাদাকা হিসেবে গণ্য হয়।
(সহীহ বুখারী ৫৩৫১)

10/05/2025

"যে ব্যক্তি বিদ'আতি আমল করবে আল্লাহ তায়ালা তার ফরজ নফল কোনো ইবাদতই কবুল করবেন না।" (বুখারি ৩১৭৯)

09/05/2025

"নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে লক্ষ্য করেন।” (সহিহ মুসলিম ৬৭০৮)

09/05/2025

“হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা প্রার্থনা করছি।” (মুসলিম: ২৭২১)

09/05/2025

"ধৈর্য মুমিনের শক্তি। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন জীবন অবশ্যই সুন্দর হবে, ঠিক তাঁর নির্ধারিত পরিকল্পনায়, নির্ধারিত সময়ে।"

05/05/2025

"আমি তোমার জন্য এমন স্থান থেকে রিজিক দেব, যা তুমি কখনো কল্পনাও করতে পারনি।"
[সূরা আত-তালাক ৬৫:৩]

Address

Laxmipur
Rajshahi
1000

Alerts

Be the first to know and let us send you an email when I love the Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share