Mr.Kumar

Mr.Kumar আমিঃছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর।বেশি আশা নিয়ে থাকি না কিন্তু অন্যকে আশান্বিত করতে ভালো লাগে।
হরে কৃষ্ণ❤️

01/08/2024

রাবি আপডেটঃ পরিস্থিতি এখন স্বাভাবিক।

ঘটনার শুরু হয় পুলিশের মিথ্যাচারের মাধ্যমে। সকলকে হেনস্থার মাধ্যমে ক্যাম্পাস থেকে বের করার পর প্রক্টর বলে, শিক্ষার্থীরা নাকি পুলিশের দিকে জুতা ছুড়ে মেরেছে যার কারণে সাদা পোশাকের কিছু গোয়েন্দা সংস্থার লোক তাদেরকে আটক করার চেষ্টা করেছে। অথচ সাংবাদিক থেকে শুরু করে সেখানে যারা উপস্থিত ছিল সকলেই তখন বলেছে আমরা এমন কিছু দেখি নাই।
তারা ছাত্র সহ শিক্ষকদের গায়েও হাত তুলেছে। শিক্ষার্থীদের গ্রেফতার করতে চাইলে শিক্ষকরা বাধা দেন।

শিক্ষার্থীদের মতে, কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার নির্দেশেই সাদা পোশাকের বাহিনীকে ছাত্র-ছাত্রীদের উপরে লেলিয়ে দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে মারধর এবং অন্যায় ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

©

১৪ ই ডিসেম্বর কে যখন নিয়ে এসেছে,১৬ ই ডিসেম্বর নিশ্চিত আসবেই!অপেক্ষা আর কিছুদিন।এমনিও পেইজে অনেকদিন ভিডিও ছাড়ি না। পড়ে ছ...
31/07/2024

১৪ ই ডিসেম্বর কে যখন নিয়ে এসেছে,১৬ ই ডিসেম্বর নিশ্চিত আসবেই!

অপেক্ষা আর কিছুদিন।

এমনিও পেইজে অনেকদিন ভিডিও ছাড়ি না। পড়ে ছিল। এখন বর্তমান পরিস্থিতি নিয়ে সব পোষ্ট করা উচিত বলেই কালেক্টেড পোষ্ট শেয়ার করছি। তা নিয়ে নাকি পেইজ ডাউন হয়ে গেলো। 😅

দরকার নাই ভাই আমার পেইজের। থাক, তাই বলে এটার জন্য শে হাসিনা কে দোষারোপ করছি না। বেচারি হয়ত জানেই না এসব। বুঝেই না।😅
বাট যা করছে সে আর তার পা চাটা দল। তার জন্য তার শেষ বিচার কাম্য।

😅😅😅
31/07/2024

😅😅😅

30/07/2024

মিলছে না? 😄

27/07/2024

👏👏👏👏

27/07/2024

দেশের চরম পরিস্থিতি! আর সুন্দর নেটওয়ার্ক। দুইদিন আগে ফেসবুকে পোষ্ট করেছি তা এখনো পোষ্ট হচ্ছে।😅
(এটা fb lite থেকে করা)

দো'পায়া কু*কুর হয়ে ঘুরছে সব। এত এত মানুষ শহিদ হলো আর রেলের জন্য চোখের জলে আঁচল ভেজাচ্ছে।
ওদের সকল শহিদের পরিবারের সবার পা ধরে মাফ চাওয়া উচিত।
দুইদিনের জীবনে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিজের *** ছিড়ে ফেললো। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের যত যা সম্মান ছিল তা ধুলোয় মিশিয়ে দিল। ছিঃ!
এই পোষ্টে ওদের মতো শু*করের চামড়াধারি মানুষের কিচ্ছু যাবে আসবে না। তবে ওদের মৃত্যু কামনা করে কোটি কোটি মানুষ তাতে অবশ্যই আসবে যাবে। অপেক্ষা কর।

12/06/2024

Grameenphone
#বয়কট করলাম 😊

আমার বাবা আম্বানি না যে মাসে মাসে আপনার ১০টাকা ২০টাকা থেকে ৫০টাকা পর্যন্ত বাড়াবেন আর তা মেনে নেবো। তাও আবার ০ টাকাতে ৬৯পয়সা/মিনিট ছিল সেটাকে ৭৯পয়সা/মিনিট করা হলো। এখন আবার একেবারে উধাও!

ভালো ভালো! ইচ্ছে মতো যা ইচ্ছে করেন আপনারা। এক দেড় মিনিট কারো সাথে কথা বলার জন্য মাসিক প্যাকেজ কিনতে আমি ইচ্ছুক নই।☺️
কারণ? কারণ আমার বাবা আম্বানি না। 😇
আমি সিমকে #বয়কট করলাম। 😊🥰 জানি এতে কিছুই আসবে যাবে না তবুও করলাম। 🥰

14/04/2024

শুভ নববর্ষ!
বাঙালীর দেহ-মনে বাংলার ঐতিহ্য এভাবেই থাকুক মিশে।🥰
#শুভ_নববর্ষ_১৪৩১

26/02/2024

POKE করে আসলে হচ্ছে কি আমি এখনো সেটাই বুঝলাম না।😐
সমাজ কি আমাকে মেনে নেবে!?🥲

বলতে পারো এটা কোন কোম্পানী!?👉👈🙂
09/01/2024

বলতে পারো এটা কোন কোম্পানী!?👉👈🙂

20/11/2023

Men's Day বলেও যে কোনো Day আছে সেটাই জানতাম না 🙂✌️

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share