
17/07/2025
১৩০০ নম্বরের মধ্যে ১২৬৫ পেয়েছে বাঘার ঋতু..
মরিয়ম আক্তার ঋতু বাঘার স্বনামধন্য স্কুল রহমতুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৫ নম্বর পেয়েছে। ঋতুর প্রাপ্ত নম্বর বাঘা উপজেলায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ। ১০ জুলাই ফল প্রকাশ হলে ঋতু তার এই সাফল্য গাঁথা ফলাফল দেখতে পান। তার এ সাফল্যে খুশি মা-বাবা এবং শিক্ষকরাও। তারা বলছেন, ঋতুর এ সাফল্য অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।
মরিয়ম আক্তার ঋতুর বাড়ি বাঘা পৌরসভার চণ্ডীপুর গ্রামে। তার বাবা বজলুর রহমান আম ও পাটের ব্যবসায়ী। মা সাজেদা খাতুন উপজেলার বানিয়াপাড়া বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।